[FINAL] WBBSE Class 5 Math Model Activity Compilation Part 8 Answers | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

 

wbbse-class5-model-activity-compilation-math-answers-part8

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Compilation Mathematics 2021 PART 8 Solutions)

Class 5

MODEL ACTIVITY COMPILATION

FINAL

গণিত

পূর্ণমান = 50

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন: 

১.১) ৬ এর স্থানীয় মান  ৬ × ১০০ এর স্থানীয় মানযুক্ত সংখ্যাটি  হল :

a. ৬০৩০

b. ০৬৩০

c. ০৩৬০

d. ০৩০৬

উত্তর: b. ০৬৩০

 

১.২ নিচের সংখ্যা চারটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হল:

a. ১৮২৩২৭

b. ১৮৮০৮৪

c. ১৮০৭৭৬

d. ১৮৬০৩০

উত্তর: c. ১৮০৭৭৬

 

১.৩) ১৩৮ × ২৯

a . ১৩৮ ×  ২ + ১৩৮ × ৯

b . ১৮৩ ×  ২ + ১৮৩ × ৯

c . ১৩৮ ×  ৯ + ১৩৮ × ২০

d . ১৮৩ ×  ৯+ ১৮৩ × ২০

উত্তর: c . ১৩৮ ×  ৯ + ১৩৮ × ২০

 

১.৪ নিচের যে দুটির সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যাটি  হল:

a. ২১ ও ১০

b.  ১৭ ও  ২৪

c. ১৮ ও ১৪

d. ১২ ও ১৫

উত্তর: d. ১২ ও ১৫

 

১.৫ $\small \frac{২}{৩}$ এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো

উত্তর: (d) $\small \frac{২ \times ৫}{৩ \times ৫}$

 

১.৬ $\small \frac{১}{৪}$,$\small \frac{৩}{৩২}$ কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে

উত্তর: (c) $\small \frac{৮}{৩২}$,$\small \frac{৩}{৩২}$


১.৭ $\small \frac{১}{৫}+\frac{২}{৫}=$

উত্তর: (d) $\small \frac{৩}{৫}$

 

২. সত্য / মিথ্যা লেখো (T/F) :

২.১ দুটি মৌলিক  সংখ্যার  গ.সা.গু. সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে।

উত্তর:   মিথ্যা  

 

২.২ দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।

উত্তর:   মিথ্যা  

 

২.৩) ২২৫ টাকা মূল্যের ২২১ টি বই-এর দাম (২২৫+২২১) টাকা ।

উত্তর:   মিথ্যা  

 

২.৪ সবচেয়ে বড় সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।

উত্তর:   সত্য  

 

২.৫) ০.৫ < ০.০৫

উত্তর:   মিথ্যা  

 

২.৬

সরল রেখা দুটি পরস্পরছেদী সরলরেখা ।

উত্তর:   মিথ্যা  

 

২.৭ আয়তকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ

উত্তর:   মিথ্যা  

সঠিক উত্তর: আয়তকার চিত্রের পরিসীমা = ২ ✕ (দৈর্ঘ্য + প্রস্থ )

 

৩ স্তম্ভ মেলাও :  ৩ × ২ = ৬

৩.১

উত্তর: 

২৫০২৫০

২০০০০০ + ৫০০০০ + ২০০ + ৫০

২৫৫২০

পঁচিশ  হাজার পাঁচ শত কুড়ি

২৫২৫০

 

৩.২  (যে কোনো ৩ টি) :

উত্তর:

সরলরেখা

প্রান্তিবিন্দু নেই

সরলরেখাংশ

দুটি প্রান্তবিন্দু আছে

রশ্মি

একটি প্রান্তবিন্দু আছে

সমবিন্দু সরলরেখা

একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী

 

৪. ফাঁকা স্থান পূরণ করো:

৪.১ $\small \sqrt ১৪৪ = $ ⃞

উত্তর: (ক) $\small \sqrt ১৪৪ = \boxed{১২}$

ব্যাখ্যা : 

১৪৪ এর উৎপাদক = ২ ✕ ২ ✕ ২ ✕ ২ ✕ ৩ ✕ ৩

∴ ১৪৪ এর বর্গমূল $\small = \sqrt{২ \times ২ \times ২ \times ২ \times ৩ \times} = ২ \times ২ \times ৩ = ১২ $


৪.২ $\small \frac{১৮}{১৮}-\frac{১৫}{১৮} =$⃞ (লঘিষ্ঠ আকারে লেখো)

উত্তর: $\small \frac{১৮}{১৮}-\frac{১৫}{১৮}$

$\small \frac{১৮-১৫}{১৮} = \frac{\not{৩}}{\underset{৬} \space \not{১}\not{৮}}$ 

$= \frac{১}{৬}$

 

৪.৩ $\small ৬ \frac{৫}{৩}$ =    ⃞ (অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো)

$\small ৬\frac{৫}{৩}=৬ + \frac {৫}{৩} = \frac{১৮ + ৫}{৩} = \frac{২৩}{৩}$ (উত্তর)

 

৪.৪ তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তোমার কাছে কত টাকা হলো ?

উত্তর:

   আমি দিলাম           ১৯.৫০ টাকা

+ তোমার কাছে ছিল    ৪.৫০ টাকা
_________________________
সর্বমোট টাকা      =    ২৪.০০ টাকা (উত্তর)

 

৫ )

৫.১ তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের  ছোটো । বর্তমানে  তোমার মায়ের বয়স ৩৬ বছর । দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে ?

উত্তর:

প্রশ্নানুসারে, আমার মায়ের বয়স ─ আমার বয়স = ২৫ বছর 

বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ বছর হলে,

আমার বর্তমান বয়স হবে= (৩৬-২৫) বছর = ১১ বছর 

২ বছর আমার বয়স হবে:(১১+২)বছর =১৩ বছর 

২ বছর আমার মায়ের বয়স হবে:(৩৬ +২)বছর =৩৮ বছর 


∴ দুই বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে = (৩৮+১৩) = ৫১ বছর (উত্তর)

 

৫.২ মৌলিক  উৎপাদকের সাহায্যে ল.সা.গু  নির্ণয় করো : ৪৫,৭৫

উত্তর: 

৪৫ এর  মৌলিক উৎপাদকগুলি হল = ×  ×  ৩ × 

৭৫ এর  মৌলিক উৎপাদকগুলি হল = ×  ×  × ৫ 

∴ নির্ণেয় ল.সা.গু. = ১ ×  ৩ × ৫ × ৩ ×  ৫ = ২২৫

 

 

৫.৩ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটারে ৬ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে ?

উত্তর: প্রদত্ত, বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য = ৪০ মিটার |

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)² = (৪০)² বর্গমিটার = ১৬০০ বর্গমিটার

∴ প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে ৬ টাকা খরচ হলে,

১৬০০ বর্গমিটারে খরচ হবে = ১৬০০ ✕ ৬ টাকা = ৯৬০০ টাকা (উত্তর)

 

 

৫.৪

 wbbse-class5-math-model-task-part5-solutionsঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো ।

 

উত্তর: চিত্রে, ঘষা অঞ্চলটির দৈর্ঘ্য = ৬ মিটার এবং প্রস্থ = ৪ মিটার

∴ ঘষা অঞ্চলটির পরিসীমা =  ২ ✕ (দৈর্ঘ্য+প্রস্থ)

=  (৬+৪) মিটার

ঘষা অঞ্চলের পরিসীমা = ২ ✕ (৬+৪) মিটার = ২ ✕ ১০ মিটার = ২০ মিটার (উত্তর)

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 5 Mathematics Model Activity Task Compilation Part 8 Answers 2021, Model Activity Task Solutions Mathematics Part 8 Solutions 2021, Class 5 Mathematics Model Activity Task Compilation, class 5 model activity task part 8 solutions, Model Activity Task Class 5 Math PART 8, WBBSE Class 5 Math Model Activity Task 2021 Answers, wbbse class 5 mathematics model activity task part 8, পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post