[FINAL] WBBSE Class 5 Science Model Activity Compilation Part 8 Answers | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class5-model-activity-compilation-science-answers-part8


প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Compilation Science 2021 PART 8 Solutions)

Class 5

MODEL ACTIVITY COMPILATION

FINAL

আমাদের পরিবেশ

পূর্ণমান = 50

 

১ ঠিক উত্তর নির্বাচন করো: 

১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাঁড়ের নাম - ক) ভার্টিব্রা খ) টিবিয়া গ) হিউমেরাস ঘ) ফিমার

উত্তর: (গ) হিউমেরাস 

 

১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো - ক) গোরু খ) ছাগল গ) শিয়াল ঘ) ভেড়া

উত্তর: (গ) শিয়াল

 

১.৩ যে প্রাণীটি অমেরুদন্ডী সেটি হলো - ক) রুইমাছ খ) কেঁচো গ) কাক ঘ) কুকুর

উত্তর: (খ) কেঁচো 


১.৪ পশ্চিমবঙ্গে চা চাষ করা হয় −

উত্তর: (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে 

 

১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলো −

উত্তর: (ঘ) সার্ডিন 

 

১.৬ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো −

উত্তর: (ক) শিক্ষক দিবস

 

২. শূন্যস্থান পূরণ করো :  × = ৩

২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ______ |

উত্তর: বাংলাদেশ


২.২ বিপ্লবী সূর্য সেন               নামে পরিচিত ছিলেন ।

উত্তর: মাস্টারদা


২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো ______ |

উত্তর: পদ্মা নদী

 

৩. ঠিক বাক্যের পাশে ✔ আর ভুল বাক্যের পাশে ✖ চিহ্ন দাও :

৩.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ ।

উত্তর :   ✔  

৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয় ।

উত্তর :   ✖  

৩.৩ প্রীতিলতা ওয়াদ্দাদারকে বলা হত গান্ধীবুড়ি |

উত্তর:   ✖  

 

৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :

উত্তর:

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

জলদাপাড়া

গন্ডার

খড়গপুর

আইআইটি শিক্ষাকেন্দ্র

বিষ্ণুপুর

টেরাকোটার কাজ

 

৫. একটি বাক্যে উত্তর দাও:

৫.১ কোন রোগের বিরুদ্ধে  দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ?

উত্তর: যক্ষ্মা বা টিবি রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় | 


৫.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ?

উত্তর: হৃৎপিন্ড 

 

৫.৩ কোন ধরনের  মাটিতে কাদা ও বালির পরিমান প্রায় সমান পরিমাণে থাকে ?

উত্তর: দোয়াঁশ মাটি |

 

৫.৪ কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন ?

উত্তর : রেনে লিনেক । 


৬. একটি বা দুটি বাক্যে উত্তর  দাও :

৬.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।

উত্তর: আমাদের চেনা দুটি রাসায়নিক প্রক্রিয়ার উদাহরণ হলো :

(i) লোহার তৈরি জিনিসপত্রে মরিচা ধরে যাওয়া ।

(ii) দুধ থেকে দই তৈরি হওয়া ।


৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো ?

উত্তর: 

(i) বৃষ্টির জল ধরে সেই জলকে খরার সময় সেচ কাজে ব্যবহার করাযেতে পারে | এর ফলে খরার সময় জলের সমস্যার সমাধান করা সম্ভব |

(ii) টিনের চাল বা ছাদের ওপরে বৃষ্টির সময় যে জল পড়ে সেই জলকে পাইপের মাধ্যমে সংরক্ষণ করে গৃহস্থালীর নানা কাজকর্মে ব্যবহার করা যেতে পারে |

 

৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় ?

উত্তর: বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যাবে | এছাড়াও যেসব উদ্ভিদে কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে সেইসব উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা মানবদেহে নানারকম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি ঘটাতে পারে |


৬.৪ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল ?

উত্তর: বন্যা বন্ধ করার উদেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল | উদ্দেশ্য ছিল পাহাড় থেকে দামোদর নদী থেকে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা | 

 

৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য উল্লেখ করো ?

উত্তর: সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য:

(i) সুন্দরবনের অঞ্চলে মাটিতে লবণের পরিমান অত্যাধিক বেশি।

(ii) সুন্দরবন অঞ্চলের মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি |

(iii) এই অঞ্চলে মাটির এই ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যের জন্য শ্বাসমূল দেখা যায় ।

 

৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?

উত্তর: লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে :

(i) লুপ্তপ্রায় মাছ কেনা বা খাওয়া বন্ধ করতে হবে | প্রয়োজনে আইন কে লুপ্তপ্রায় মাছের কেনা-বেচা বন্ধ করতে হবে |

(ii) অন্যান্য মাছ চাষের পাশাপাশি লুপ্তপ্রায় মাছ চাষের পরিমাণও বাড়াতে হবে |

(iii) সর্বোপরি, সাধারণ মানুষ এবং মাছ চাষীদের লুপ্তপ্রায় মাছের সংরক্ষণের বিষয়ে সচেতন করতে হবে |


৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৭.১ মাটি কিভাবে  তৈরী হয় ?

উত্তর: বায়ু, জল, জীবাণু ও নানা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ভূত্বকের শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে সূক্ষ্ম পদার্থের হালকা ও শিথিল অংশ তৈরী করে । এই হালকা ও শিথিল অংশ পরবর্তীতে মাটির আকার ধারণ করে । এভাবেই নানা রকমের প্রাকৃতিক কার্যকলাপের মাধ্যমে মাটি বা মৃত্তিকা তৈরী হয় |

 

৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন ?

উত্তর: পর্বতের মাথা অর্থাৎ শৃঙ্গ ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত | অধিক উচ্চতার কারণে, সেখানে বাতাস অনেক ঠান্ডা হয় | এই ঠান্ডা বাতাসের কারণে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প জমে গিয়ে বরফে পরিণত এবং পর্বতের শৃঙ্গের মধ্যে জমতে থাকে | এই কারণেই পর্বতের মাথা অর্থাৎ শৃঙ্গে বরফ জমে |

 

৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি ?

উত্তর: সাধারণতন্ত্র দিবস ভারতে প্রজাতন্ত দিবস নামেও পরিচিত। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেলেও ভারতের আইনকানুন ব্যবস্থা চলছিল ১৯৩৫ সালের ভারত সরকারের আইন মাফিক। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি ভারতে প্রথমবার ভারতে ভারতীয় সংবিধান উন্মোচিত হয়। তাই এইদিনটি ভারতে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয় ।

 

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 5 Science Model Activity Task Compilation Part 8 Answers 2021, Model Activity Task Solutions Science Part 8 Solutions 2021, Class 5 Science Model Activity Task Compilation, class 5 model activity task part 8 solutions, Model Activity Task Class 5 Science  PART 8, WBBSE Class 5 Science Model Activity Task 2021 Answers, wbbse class 5 science  model activity task part 8, পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post