প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর ভূগোল এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Geography 2022 Month)
ষষ্ঠ শ্রেণী
ভূগোল
Model Activity Task 2022
Month : January 2022
পূর্ণমান = 20
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩
১.১ সূর্যের আলোয় আলোকিত হয় না −
উত্তর : গ) প্রক্সিমা সেনটাউড়ি
১.২ মহাবিশ্ব সৃষ্টির সহ অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছিল −
উত্তর : খ) নীহারিকা
১.৩ সৌরজগতের গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হল −
উত্তর : খ) শুক্র
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১ × ২ = ২
২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হল _________ ।
উত্তর : প্লুটো
২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে _______ গ্রহের অভিকর্ষজ বল এর সবচেয়ে বেশি ।
উত্তর : বৃহস্পতি
২.২ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩
উত্তর :
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১ সৌর ঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন ?
উত্তর : সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কনা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে । আয়নিত কনা সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যা সৃষ্টি হয় । তড়িদাহত কনার প্রভাবে সেগুলির আয়ু কমে যেতে পারে বলে গবেষকদের দাবি 11 বছর অন্তর লক্ষ্য করা যায় ।
৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উত্তর : ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য হল :
(i) ধুমকেতু নিয়মিত অর্ধ বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে ।
(ii) ধূমকেতুকে দেখতে অনেকটা ঝাঁটার মতো । ধূমকেতুর দেহ লোহা, নিকেল প্রভৃতি জাতীয় পদার্থ দিয়ে তৈরি ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো ।
উত্তর :
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উত্তর: আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র টির নাম হল সূর্য । আকাশগঙ্গার লক্ষ্য কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য । 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্যের । সদ্য জন্মানো নক্ষত্রের মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ ও শক্তি তৈরি হয় । এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে । সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000° সেলসিয়াস আর ভেতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রী সেলসিয়াস । পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুন বড় আর তিন লক্ষ গুণ ভারী । সূর্যরশ্মি 200 কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় ।
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2022 class 6 all subject january 2022 answers, class 6 model activity task 2022,
model activity task class 6 geography 2022, class 6 geography model activity task part 9, model activity task class 6 geography 2022 January Month, WBBSE Class 6 Geography Model Activity Task Answers, Class 6 Model Activity Task 2022 Part 1 Answers Geography, ষষ্ঠ শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.