[2022] WBBSE Class 7 Math Model Activity Task January 2022 Solutions | সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

wbbse-class7-model-activity-task-mathematics-solutions-january-month-2022

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর গণিত এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Mathematics 2022 Month)

সপ্তম শ্রেণী

গণিত

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :  1 × 3 = 3

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(ক) $\small \frac{1}{2}$ ভগ্নাংশটির মধ্যে $\small \frac{1}{6}$ আছে −

উত্তর : (b) 3 বার

 

(খ) গনেশবাবু দুদিনে একটি কাজের $\small \frac{1}{14}$ অংশ ও $\small \frac{5}{14}$ অংশ শেষ করেছেন । তিনি দুদিনে মোট করেছেন −

উত্তর : $\small \frac{3}{7}$ অংশ 

ব্যাখ্যা : গণেশবাবু দুদিনে মোট কাজ করেছেন $\small = \frac{1}{14}+\frac{5}{14}$ অংশ

$\small = \frac{1+5}{14} = \frac{6}{14} = \frac{3}{14}$ অংশ


(গ) (+4)(3) এর মান হলো,

উত্তর : (c) 7

 

2. সত্য / মিথ্যা লেখো :  1 × 3 = 3

(ক) পূর্ণসংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে । 

উত্তর :   সত্য  

 

(খ) wbbse-class7-math-model-activity-task-january-2022-part1-solutions

চিত্রটির পরিসীমা হলো 200 সেমি ।

উত্তর :    মিথ্যা  


(গ) রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে । (সত্য)

উত্তর :   সত্য  

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

3. সংক্ষিপ্ত উত্তর দাও :  2 × 3 = 6

(ক) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত নির্ণয় করো ।

উত্তর : 1.25 টাকা 5 টাকার শতকরা = $\small \frac{1.25}{5} \times 100$

$\small =\frac{\overset{25}{\not{1}\not{2}\not{5}}}{\not{5} \times \not{1}\not{0}\not{0}} \times \not{1}\not{0}\not{0} = 25 $

 

(খ) একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায় । তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে ।

উত্তর : গণিতের ভাষায় সমস্যাটি হল :

     পথ (মিটার)        চাকার ঘূর্ণন সংখ্যা 

           33                        22

           42                          ?

অতিক্রান্ত পথের সঙ্গে চাকার ঘূর্ণন সংখ্যার সরল সম্পর্ক । 

ঐকিক নিয়মে সমাধান করে পাই,

33 মিটার পথ যেতে চাকাটি 22 বার ঘুরে

1 মিটার পথ যেতে চাকাটি $\small \frac{22}{33}$ বার ঘুরে

42 মিটার পথ যেতে চাকাটি $\small \frac{22}{33} \times 42 = 28$ বার ঘুরে

উত্তর : 42 মিটার পথ যেতে ওই চাকা 28 বার ঘুরবে ।


(গ) একটি সংখ্যার $\small \frac{1}{3}$ অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করো ।

উত্তর : ধরি, সংখ্যাটি $\small  = x$

∴ শর্তানুসারে, 

$\small x \times \frac{1}{3}+20=35$

বা, $\small \frac{x}{3}+20=35$

বা, $\small \frac{x}{3}=35-20$

বা, $\small \frac{x}{3}=15$

বা, $\small x=15 \times 3$

∴ $\small x = 45$

∴ সংখ্যাটি হল = 45  (উত্তর) 


4.

(ক) চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ?

উত্তর : 12, 18 ও 30 এর ল.সা.গু. = 2×2×3×3×5 = 180

180 এর নিকটবর্তী ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল = 2×2×3×3×5×5 = 900

∴ 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল = 900

এখন 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলি  হল,

$\small 900 \times 2^{2} = 3600$

$\small 900 \times 3^{2} = 8100$ ( চার অঙ্কের সংখ্যা )

$\small 900 \times 4^{2} = 14400$

∴ 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হল = 8100 (উত্তর)


(খ) চাঁদার সাহায্যে 72° কোণ আঁকো । পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো । চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান লেখো ।

উত্তর :

wbbse-class7-model-activity-task-mathematics-answers-january-2022


     CLASS 7 Model Activity Task 

   January 2022 Part 1 All Links   

January 2022丨English Model Activity Task 

January 2022丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

January 2022丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

January 2022丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January 2022丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January 2022丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 7 all subject january 2022 answers, class 7 model activity task 2022, model activity task class 7 mathematics 2022, class 7 math model activity task part 9, model activity task class 7 math 2022 January Month, WBBSE Class 7 Mathematics Model Activity Task Answers, Class 7 Model Activity Task 2022 Part 1 Answers Mathematics, সপ্তম  শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post