প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Mathematics 2022 Month)
ষষ্ঠ শ্রেণী
গণিত
Model Activity Task 2022
Month : January 2022
পূর্ণমান = 20
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো −
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(ক) 40÷5×4 এর সরল মান হলো −
উত্তর : (c) 32
ব্যাখ্যা : 40 ÷ 5 × 4 = 8 × 4 = 32
(খ) 6 -এর গুণনীয়কগুলি হলো −
উত্তর : (d) 6,3,2,1
(গ) প্রকৃত ভগ্নাংশটি হলো −
উত্তর : (d) 34
2. সত্য/মিথ্যা লেখো :
(ক) ← রং করা অংশটি 14 অংশ ।
উত্তর : সত্য
(খ) 0.35 দশমিক ভগ্নাংশে 3 এর স্থানীয় মান 30 ।
উত্তর : মিথ্যা
সঠিক উত্তর : 0.35 দশমিক ভগ্নাংশে 3 এর স্থানীয় মান =310
(গ) 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয় । একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক ।
উত্তর : মিথ্যা
3. সংক্ষিপ্ত উত্তর দাও :
(ক) মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখো : 13.3, 11.3, 1.33, 2.31
উত্তর :
1.33=13310=133×1010×10=1330100
11.3=11310=113×1010×10=1130100
1.33=133100
2.31=231100
∵133100<231100<1130100<1330100
∴ মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে হয়,
1.33 < 2.31 < 11.3 < 13.3 (উত্তর)
(খ) 262 সেমি. কে মিটারে প্রকাশ করো ।
উত্তর : 262 সেমি. = 262100 সেমি. = 2.62 সেমি.
(গ) 85 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও ।
উত্তর : 85=135
135 কে ছবির সাহায্যে প্রকাশ করলে পাই,
4.
(ক) একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি. । কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে ? 4
উত্তর : কমপক্ষে যে দূরত্ব গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে তা হল দুটি চাকার পরিধির ল.সা.গু. ।
14 ও 35 এর ল. সা. গু = 2 × 7 × 1 × 5 = 70
∴ কমপক্ষে 70 ডেসিমি. পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে । (উত্তর)
(খ) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্রাক্টর লাগে । 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো । 4
উত্তর : গণিতের ভাষায় সমস্যাটি হল :
জমির পরিমাণ (বিঘা) দিনসংখ্যা ট্রাক্টর সংখ্যা
360 20 4
1800 10 ?
360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্র্যাক্টর লাগে ।
360 বিঘা জমি 1 দিনে চাষ করতে 4×20 টি ট্র্যাক্টর লাগে ।
1 বিঘা জমি 1 দিনে চাষ করতে 4×20360 টি ট্র্যাক্টর লাগে ।
1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে 4×20×1800360 টি ট্র্যাক্টর লাগে ।
1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 4×20×1800360×10 টি ট্র্যাক্টর লাগে ।
∴ 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40 টি ট্র্যাক্টর লাগবে । (উত্তর)
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2022 class 6 all subject january 2022 answers, class 6 model activity task 2022,
model activity task class 6 mathematics 2022, class 6 math model activity task part 9, model activity task class 6 math 2022 January Month, WBBSE Class 6 Mathematics Model Activity Task Answers, Class 6 Model Activity Task 2022 Part 1 Answers Mathematics, ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.