WBBSE Class 5 Math Model Activity Task January 2022 Solutions | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

wbbse-class5-model-activity-task-mathematics-solutions-january-month-2022

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর গণিত এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Mathematics Solutions January 2022 )

পঞ্চম শ্রেণী

গণিত

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = ১৫

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :  ১ × ৩ = ৩

(ক) ৩১৮ সংখ্যাটিতে -

উত্তর : (d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি ।

 

(খ) ৫২০৩ সংখ্যাটিতে ০ এর স্থানীয় মান-

উত্তর : (b) ১০

 

(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবো -

উত্তর : (d) ১টি ১০০ এর কার্ড, ৩টি ১০ এর কার্ড, ২টি ১ এর কার্ড

 

২. সত্য/মিথ্যা লেখো :  ১ × ৩ = ৩

(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্ক বিশিষ্ট । 

উত্তর :   মিথ্যা  


(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে । 

উত্তর :   মিথ্যা  

 

(গ) ২ এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য । 

উত্তর :   মিথ্যা  

 

৩.  স্তম্ভ মেলাও (যে কোন তিনটি) :   ১ × ৩ = ৩

উত্তর :

(ক) স্তম্ভ 

(খ) স্তম্ভ

(ক) wbbse-class5-math-model-activity-task-solutions-part1-january-2022

(d) ৬ টি সমতল 

(খ) wbbse-class5-math-model-activity-task-solutions-part1-january-2022

(c) ১ টি সমতল ও ১ টি বক্রতল 

(গ) wbbse-class5-math-model-activity-task-solutions-part1-january-2022

(b) ১ টি বক্রতল 

(ঘ)  wbbse-class5-math-model-activity-task-solutions-part1-january-2022

(a) ২ টি সমতল ও ১ টি বক্রতল 

 

৪.(ক)wbbse-class6-mathematics-model-activity-task-solutions-january-2022-part1 

৬ এর গুণনীয়কগুলি হল = ১, ২, ৩, ৬

৪ এর গুণনীয়কগুলি হল = ১, ২, ৪

∴ ৬ ও ৪ এর সাধারন গুণনীয়কগুলি হল = ১,২ 

চিত্রে সংখ্যাগুলো বসিয়ে পাই,

wbbse-class5-mathematics-model-activity-task-solutions-january-2022-part1-image


(খ) একজন কৃষক তাঁর মোট জমির ২/৫ অংশে ধান, ৭/১৫ অংশে পাট লাগিয়েছেন । ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন ।

উত্তর : ধান ও পাটের জন্য তিনি মোট জমি ব্যবহার করেছেন,

$\small = \frac{২}{৫} + \frac{৭}{১৫}$ অংশ

$\small = \frac{২\times ৩  + ৭}{১৫}$ অংশ

$\small = \frac{৬ + ৭}{১৫}$ অংশ

$\small = \frac{১৩}{১৫}$ অংশ 

∴ ধান ও পাটের জন্য তিনি মোট $\small = \frac{১৩}{১৫}$ অংশ ব্যবহার করেছেন ।  (উত্তর) 

 

    CLASS 5 Model Activity Task

 January 2022 Part 1 All Links   

January丨English Model Activity Task 

January丨আমাদের পরিবেশ মডেল টাস্ক

January丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

January丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 5 all subject january 2022 answers, class 5 model activity task 2022, model activity task class 5 mathematics 2022, class 5 math model activity task part 9, model activity task class 5 math 2022 January Month, WBBSE Class 5 Mathematics Model Activity Task Answers, Class 5 Model Activity Task 2022 Part 1 Answers Mathematics, পঞ্চম  শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post