প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও ইতিহাস এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি |
## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং যাদের কাছে প্রয়োজনীয় রেফারেন্স বই নেই তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |
( Class 6 Model Activity Task History Part 2 2022 February Month)
ষষ্ঠ শ্রেণী
ইতিহাস
Model Activity Task 2022
Month : February 2022
পূর্ণমান = 20
১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
ক) সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকা তে ।
খ) পাথরের যুগে সাধারণভাবে তিনটি পর্যায়ে ভাগ করা হয় ।
গ) আদিম মানুষ প্রথম কৃষি কাজ শিখে নতুন পাথরের যুগে ।
২. ঠিক ভুল নির্ণয় করো : ১ × ৩ = ৩
ক) হাতিয়ার এর বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছিল ।
উত্তর : ঠিক
খ) আদমগড়ের মানুষ পশু পালন করতে শিখেছিল ।
উত্তর : ঠিক
গ) ভীমবেটকা গুহা গুলি উত্তর প্রদেশে অবস্থিত ।
উত্তর : ভুল
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩
উত্তর :
৪. দুটি তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ৩ = ৫
ক) ভীমবেটকার গুহাচিত্র কেমন ধরনের ছবি পাওয়া গেছে ?
উত্তর: ভীমবেটকা গুহা দেওয়ালে বিভিন্ন ছবি পাওয়া গেছে যা আদিম মানুষের আঁকা। যার মধ্যে বেশিরভাগ বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মত প্রাণীরাও রয়েছে। এছাড়া দেখা যায় মানুষ একা বা দলবেঁধে শিকার করছে। তাদের কারও কারও মুখে মুখোশ, হাতে-পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুর কে দেখা যায় । ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার করা হলেও বেশিরভাগ দেখা যায় সাদা ও লাল রঙের ।
খ) পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল ?
উত্তর: দলবদ্ধভাবে শিকার: পুরনো পাথরের যুগের আদিম মানুষ দলবদ্ধ ভাবে পশু শিকার ও ফলমূল সংগ্রহ করত এবং মিলেমিশে খাবার ভাগ করে খেত ।
পোশাক-পরিচ্ছদ : প্রচন্ড ঠাণ্ডা হাত থেকে বাঁচতে পুরনো পাথরের যুগে আদিম মানুষ পশুর চামড়া, গাছের ছাল ও লতাপাতা পোশাক রূপে ব্যবহার করত ।
খাদ্য : পুরনো পাথরের যুগে আদিম মানুষ পশুর মাংস শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে খেত ।
হাতিয়ার : ভারী এবং এবড়োখেবড়ো পাথরের হাতিয়ার এ যুগের মানুষ ব্যবহার করত ।
গ) আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল ?
উত্তর: আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছিল। বেশ কিছু সুবিধা হয়েছিল । যেমন -
আত্মরক্ষা : প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করত। হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখত।
খাদ্যাভাসের বদল : একসময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে ।
শারীরিক পরিবর্তন : আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের দাঁত ছোট ছোয়ার শুরু হয়ে যায়।
৫. আট-দশ টি বাক্যে উত্তর দাও : ৫ × ১ = ৫
ক) যাযাবর মানুষ কিভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল ?
উত্তর: আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেকদিক থেকে নতুন ছিল । পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল । নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয় । পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এ সময় ব্যবহার করা হতো । এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে । নতুন পাথরের যুগের স্বীকার করতে বা পরশু রাতে ছেলেরা দল বেঁধে যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত । ফলমূল জোগাড় করত। এইভাবে এক সময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজা নয় খাবার তৈরি করতে পারলো তারা । মানুষ শিখল কৃষিকাজ। কৃষি কাজ শুরু হবার ফলে সেই অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করল তারা । চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা । চাষাবাদ কথাটা আজও ব্যবহার হয় । তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালন এর জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো । কৃষি কাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি অনেকটা কমে যায়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে । শিকারের মতো তা অনিশ্চিত নয় । যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতি দিকে নজর দেয় ।
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task class6 all subject february 2022 answers, class 6 model activity task 2022 answers, model activity task class 6 history part 2 2022, class 6 history model activity task part 2, model activity task class 6 history 2022 February Month, WBBSE Class 6 History Model Activity Task Part 2 February 2022 Answers, Class 6 Model Activity Task 2022 Part 2 Answers History, ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.