[2022] WBBSE Class 7 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Solutions

wbbse-class7-model-activity-task-health-and-physical-education-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | 

( Class 7 Model Activity Task Health and Physical Education Part 2 2022 February Month)

সপ্তম শ্রেণী

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে ✔ চিহ্ন দাও :    ১  × ৪ = ৪

(ক) খেলা (Play) কী ?

উত্তর : (ii) সহজাত প্রবৃত্তি     ✔   


(খ) গ্রিক কোন শব্দ থেকে জিমন্যাস্টিক কথাটি এসেছে ?

উত্তর : (iii) জিমনস     ✔   


(গ) কখন উষ্ণীকরণ করা উচিত ?

উত্তর : (iii) খেলা শুরুর আগে   ✔   


(ঘ) ড্রিল কী ? 

উত্তর : (iv) ছন্দময়য়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি   ✔  


২. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সমতাবিধান করো :   ১  × ৬ = ৬

উত্তর : 

wbbse-class7-model-activity-task-health-and-physical-education-part2-february-2022-image


৩. শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো : 

(ক) একটি দেশ কেবল কাগজের       মানচিত্র      নয়, তার অবস্থান মানুষের হৃদয়ে । 


(খ) জাতির জাগরণের এবং উন্নয়নের জন্য    জাতীয় সংহতি       অত্যন্ত প্রয়োজনীয় বিষয় । 


(গ     ফুটবল     কটি খেলার উদাহরণ ।


(ঘ) ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই       অ্যাথলেটিক্স     বলা হয়


(ঙ) একতা ও অনুশাসন    এন. সি. সি.    -র মূলমন্ত্র ।


(চ) ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রঙ হলো    লাল-হলুদ    । 


(৪) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও :     ৪

(ক) জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকা বর্ণনা করো ।

খেলাধুলা ও শারীরশিক্ষার যেসমস্ত কার্যক্রম রয়েছে থেকে জাতীয় সংহতি বধ জাগ্রত হয় । নীচে জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকাগুলি আলোচনা করা হলো -

(i) দলগত খেলায় ধর্মীয় সমন্বয়ের মাধ্যমে জাতীয় সংহতি বৃদ্ধি : যে কোনো দলগত খেলায় দল গঠনের সময় খেলোয়াড়দের গুণগত মান দেখে বাছাই করা হয় । টাই একটি দলের মধ্যে হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান-বৌদ্ধ সমস্ত ধর্মের খেলোয়াড়ই থাকে । খেলার মাঠে সমস্ত খেলোয়াড় তাদের ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটিমাত্র লক্ষ্যপূরণে ব্রতী হয় । তাই খেলাধুলার মাঠ হলো সর্বধর্মসমন্বয়ের একটি ক্ষেত্র । এই সর্বধর্মসমন্বয়ের ফলে জাতীয় সংহতি সুদৃঢ় হয় । 


(ii) দলগত খেলা বর্ণভেদ প্রথাকে বিলুপ্ত করে : একটি দলে বিভিন্ন জাতির খেলোয়াড় থাকে, মাঠে খেলার সময় কে উচ্চবর্ণের ? কে নিম্নবর্ণের ? কে ব্রাহ্মণ ? কে শূদ্র ? তা দেখা হয় না । সকল বর্ণের মানুষ একে অপরকে সহযোগিতা করে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায় । এর ফলে সমাজের মধ্যে বর্ণভেদ অবলুপ্ত হয় । খেলার মাঠই আমাদের সকল বর্ণের মানুষের একটি পরিচয়, 'মানুষ' হিসেবে জানতে শেখায়, যা জাতীয় সংহতিকে আরও দৃঢ় করে । 


(iii) সহযোগী, সহমর্মী মনোভাব তৈরি করে : একটি দলীয় খেলায়, দলের একজন সদস্য এককভাবে কখনোই লক্ষ্যপূরণে সার্থকতা পেতে পারে না । দলের সমস্ত সদস্যদের সহযোগিতা নিয়ে যৌথভাবে মূল লক্ষ্যপূরণ করতে হয় । এর ফলে খেলোয়াড়রা সামাজিক ক্ষেত্রেও সহযোগী মনোভাব প্রদর্শন করে, যা জাতীয় সংহতিকে আরও মজবুত করে । 


(iv) বিভিন্ন শিবিরের মাধ্যমে সংহতিস্থাপন : খেলাধুলায় দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন আবাসিক শিবির তৈরি করা হয়ে থাকে । এই শিবিরে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের। বিভিন্ন জাতির খেলোয়াড়দের একসঙ্গে একই ছাদের তলায়, একইরকম পরিবেশে, একই কার্যক্রমের মধ্যে থাকতে হয় । এর ফলে একসঙ্গে থাকা, একসঙ্গে কাজ করা, খাওয়া, ঘুমানোর অভ্যেস তৈরি হয় যা জাতীয় সংহতিকে আরও মজবুত করে । এই শিবিরের মাধ্যমে নিজেদের মধ্যে ভাবে আদানপ্রদান হয়, সাংস্কৃতিক বিনিমিয় ঘটে, এর ফলে জাতীয় সংহতি আরও দৃঢ় হয় ।

 

     CLASS 7 Model Activity Task 

   February 2022 Part 1 All Links   


FebruaryEnglish Model Activity Task 

Februaryপরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Februaryগণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Februaryভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Februaryস্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 

 


## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 7 all subject february 2022 answers, class 7 model activity task 2022 answers, class 7 model activity task health and physical education  part 2 2022, class 7 model activity task sasto o sarir sikha part 2 february 2022, class 7 health and physical education model activity task part 2, model activity task class 7 health and physical education 2022 February Month, WBBSE Class 7 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers, Class 7 Model Activity Task 2022 Part 2 Answers Sastho O Sharir Shiksha Banglar Shiksha Portal, সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post