নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | জীবন ও তার বৈচিত্র্য | WBBSE Class 9 Life Science Question Answers PDF

 

wbbse-class9-life-science-question-answer-pdf-chapter1

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা নবম শ্রেনীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় : জীবন ও তার বৈচিত্র্য এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আলোচনা করেছি ।

WBBSE Class 9 Life Science Questions with Answers PDF Download, WBBSE Class 9 Life Science First Chapter Suggestions


নবম শ্রেণী : জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

জীবন ও তার বৈচিত্র্য

 

প্রতিটি প্রশ্নের মান 1

একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 

1. হিমোসিল যুক্ত প্রাণী পর্বের নাম কী ?

উত্তর : আর্থ্রোপোডা । 


2. মোলাস্কার খাদ্যগ্রহণকারী অঙ্গের নাম কী ?

উত্তর : র‍্যাডুলা  |

 

3. মানুষের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কী বলে ?

উত্তর : সিস্টোল ও ডায়াস্টোল |


4. "গরম তরল স্যুপ" (Hot dilute soup) কথাটির প্রবক্তা কে ?

উত্তর : বিজ্ঞানী হ্যালডেন |


5.রাসায়নিক বিবর্তন ঘটাতে সাহায্যকারী শক্তি কোনগুলি ?

উত্তর : উচ্চতাপ ও অতিবেগুনি রশ্মি (UV) |


6. জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি (Biodiversity) কাকে বলে ? 

উত্তর : কোনো একটি স্থানের সামগ্রিক জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রসমূহকে একত্রে জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি বলে |


7. বায়োডাইভারসিটি (Biodiversity) কথাটি প্রথম কে প্রচলন করেন ?

উত্তর : বিজ্ঞানী ওয়াল্টার রোজেন ।


8. কে প্রথম 'বায়োলোজি' শব্দটির প্রচলন করেন ?

উত্তর : বিজ্ঞানী জ্যাঁ ব্যাপ্টিস্ট ল্যামার্ক । 


9.  পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানের নাম কী ?

উত্তর : এন্টামোলজি ।


10. দ্বিপদ নামকরণে ব্যবহৃত পদ দুটি কী কী ?

উত্তর : গণ এবং প্রজাতি 


11. "দ্য মেটেরিয়া মেডিকা" গ্রন্থের লেখক কে ?

উত্তর : ডিসকরডিস । 


12. কৃত্রিম শ্রেণিবিন্যাস, দ্বিপদ নামকরণ ও হায়ারার্কি শ্রেণিবিন্যাসের স্রস্টা কে ?

উত্তর : ক্যারোলাস লিনিয়াস 


13. লিনিয়াস হায়ারার্কির সর্বনিম্ন ধাপটি কী ?

উত্তর : প্রজাতি বা Species.


14. যে আন্তর্জাতিক সংস্থা উদ্ভিদের নামকরণের নিয়মকানুন প্রণয়ন করে তার নাম কী ?

উত্তর : ICBN


15. ICBN এর পুরো নাম কী ?

উত্তর : ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ( International Code of Botanical Nomenclature )


16. "প্রোটিস্টা" শব্দটি কে প্রচলন করেন ?

উত্তর : আর্নেস্ট হেকেল । 


17. আরশোলার দেহের কোন গহ্বরে রক্ত সাময়িকভাবে মুক্ত হয় ?

উত্তর : হিমোসিল । 


18. উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় ?

উত্তর : থিওফ্রাস্টাস ।


19. লিনিয়ান হায়ারার্কিতে কয়টি স্তর আছে ?

উত্তর : সাতটি ।


20. কোন বিজ্ঞানী প্রথম হায়ারার্কি পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করেন ?

উত্তর : ক্যারোলাস লিনিয়াস ।  


21. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ? 

উত্তর : ক্যারোলাস লিনিয়াস । 


22. ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটি বইয়ের নাম লেখো । 

উত্তর : Species Plantarum ও Systema Naturae.


23. লিনিয়াস কোন বইতে প্রথম উদ্ভিদের দ্বিপদ নামকরণ উল্লেখ করেন ?

উত্তর : সিস্টেমা ন্যাচুরি (Systema Naturae).


24. ICZN এর পুরো নাম কী ? 

উত্তর : International Code Of Zoological Nomenclature


25. জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদের প্রবক্তা কে ?

উত্তর : আলেকজান্ডার ওপারিন ও হ্যালডেন 


26. মোলাস্কা পর্বের প্রাণীদের শ্বাসঅঙ্গ কী ?

উত্তর : টেনিডিয়া 


27. কেঁচোর রেচন অঙ্গের নাম কী ?

উত্তর : নেফ্রিডিয়া । 


28. কোন শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত ? 

উত্তর : কনড্রিকথিস । 


29. কম্বপ্লেট বা চিরুনি প্লেট কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায় ?

উত্তর : টিনোফোরা । 


30. কম্বপ্লেট কী দ্বারা গঠিত ?

উত্তর : সিলিয়া ।


31. কম্বপ্লেটের সংখ্যা কয়টি ?

উত্তর : আটটি । 

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান 2 

খুব শীঘ্রই সমস্ত প্রশ্ন উত্তরসহ আপডেট করা হবে 

1.পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে কী কী মতবাদ প্রচলিত আছে ?

উত্তর : পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে নিম্নলিখিত মতবাদগুলি প্রচলিত আছে ঃ 

(i) বিশেষ উৎপত্তি তত্ত্ব 

(ii) বহির্বিশ্ব আবির্ভাব তত্ত্ব 

(iii) স্বতঃস্ফূর্ত তত্ত্ব 

(iv) জৈব রাসায়নিক তত্ত্ব

 

2. পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে সর্বজনগ্রাহ্য মতবাদ কোনটি ? মতবাদটির প্রবক্তা কে ? 

উত্তর : পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে সর্বজনগ্রাহ্য মতবাদটি হল,"জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি মতবাদ" বা "রাসায়নিক বিবর্তন মতবাদ" ।

❑❑ মতবাদটির প্রবক্তা হলেন আলেকজান্ডার ওপারিন ও জে. বি. এস. হ্যালডেন । 


3. সায়ানোজেন তত্ত্ব বলতে কী বোঝো ?

উত্তর : জার্মান বিজ্ঞানী ফ্লুজারের মতে, পৃথিবীর তাপমাত্রা কমে যাওয়ার সময় কার্বন ও নাইট্রোজেন রাসায়নিক বিরিয়া করে একপ্রকার প্রোটিন জাতীয় যৌগ গঠন করে যা থেকে প্রোটোপ্লাজমের উৎপত্তি ঘটে । জীবন সৃষ্টির এই মতবাদটিকেই সায়ানোজেন তত্ত্ব বলে । 


4. গরম তরল স্যুপ (Hot dilute soup) বলতে কী বোঝো ? 

উত্তর : আদিম পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের ফলে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য জটিল যৌগের উৎপত্তি সম্ভবত তৎকালীন উত্তপ্ত সমুদ্রের জলে হয়েছিল । বিজ্ঞানী হ্যালডেন এইসব জৈব যৌগ ও গরম সমুদ্রের জলের মিশ্রণকে "গরম তরল স্যুপ" বা Hot dilute soup বলে অভিহিত করেন । 


5. কোয়াসারভেট কী ?

উত্তর : রাসায়নিক বিবর্তনের ফলে সৃষ্ট বৃহদাকার জৈব যৌগগুলি আন্তর আণবিক বল দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে এবং গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে বড়ো বড়ো কোলয়েড বিন্দু তৈরি করে । এগুলিকে কোয়াসারভেট বলে । 


6. কোয়াসারভেটে পর্দা গঠিত হওয়ায় কী কী সুবিধা হয়েছিল ?

উত্তর : Coming Soon...

 

7. কোয়াসারভেটের গুরুত্ব কী ?

উত্তর : Coming Soon...


8. মাইক্রোস্ফিয়ার কী ? অভিব্যক্তিতে মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব কী ?

উত্তর : Coming Soon...

 

9. প্রোটোবায়ন্ট কী ?

উত্তর : Coming Soon... 

 

10. ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি কী ?

উত্তর : Coming Soon... 

 

11. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো ?

উত্তর : Coming Soon... 

 

12. হায়ারার্কি বলতে কী বোঝো ?

উত্তর : Coming Soon... 

 

13. লিনিয়ান হায়ারার্কি বলতে কী বোঝো ?

উত্তর : Coming Soon... 

 

14. ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো । 

উত্তর : Coming Soon... 

 

15. স্তন্যপায়ী প্রাণীর দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো । 

উত্তর : Coming Soon... 

 

16. কনড্রিকথিস ও অসটিকথিস এর মধ্যে দুটি পার্থক্য লেখো । 

উত্তর : Coming Soon... 

 

17. প্রোটোবায়ন্ট কী ?

উত্তর : Coming Soon...  


18. কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তর : Coming Soon... 

 

19.

20.

21.

22.

23.

24.

25.

26.

27.

28.

29.

30.

 

 

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: wbbse class 9 life science question answers pdf download, class 9 life science first chapter suggestions, WBBSE Board Class 9th Life Science Suggestion Question and Answer with PDF file Download, নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর, নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf, নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই pdf west bengal, নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022, নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2023,

© Esho Seekhi Online Education Platform


0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post