May 2022 Bengali Current Affairs PDF | বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | monthly current affairs in bengali mcq

bengali-monthly-current-affaiirs-may-2022-pdf

নমস্কার প্রিয় বন্ধুগণ, এসো শিখিতে আপনাদের স্বাগত জানাই । আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি 2022 সালের মে মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স । 

Bengali Monthly Current Affairs

May 2022 Current Affairs


1. PNB হাউজিং ফাইন্যান্স লিমিটেডের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ব্যক্তির নাম বলুন।

A. সমীর গেহলাউত

B. সিদ্ধার্থ মোহান্তী

C. কেকি মিস্ত্রী

D. নীরজ ব্যাস

উত্তর: D. নীরজ ব্যাস


2. নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারত সরকার জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছে?

A. টি.এস. তিরুমূর্তি

B. সৈয়দ আকবরউদ্দিন

C. হরদীপ সিং পুরী

D. নিরুপম সেন

উত্তর: A. টি.এস. তিরুমূর্তি


3. ICC দুর্নীতি দমন কোড লঙ্ঘনের একটি অভিযোগ স্বীকার করার পরে যে ব্যক্তিকে সম্প্রতি 2 বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে ICC দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল তার নাম বলুন৷ তিনি 2018 টি 10 ​​ক্রিকেট লিগে সিন্ধির ফ্র্যাঞ্চাইজির দলের মালিকদের একজন ছিলেন।

A. নবরাজ হান্স

B. মনোজ তিওয়ারি

C. শচীন জোশী

D. দীপক আগরওয়াল

উত্তর: D. দীপক আগরওয়াল


4. মুডি’স ইনভেস্টর সার্ভিস 2020 সালের ক্যালেন্ডার বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 2.5% থেকে কমিয়ে _____ করেছে।

A. 2.2%

B. 1.2%

C. 0.2%

D. 0.4%

উত্তর: C. 0.2%


5. এশীয় উন্নয়ন ব্যাঙ্ক রাজ্যের গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য কোন রাজ্য সরকারকে 346 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে? 

A. মহারাষ্ট্র

B. কর্ণাটক

C. তামিলনাড়ু

D. কেরালা

উত্তর: A. মহারাষ্ট্র


6.কোন প্রতিষ্ঠান ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (NCF)-এর জন্য 'ম্যান্ডেট ডকুমেন্ট' চালু করেছে?

A. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

B. AICTE

C. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়

D. ন্যাশনাল টেস্টিং এজেন্সি

উত্তর: C. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়


7.  ‘সেমিকন ইন্ডিয়া কনফারেন্স-2022’-এর স্থান কোনটি?

A. মুম্বাই

B. নয়াদিল্লি

C. বেঙ্গালুরু

D. চেন্নাই

উত্তর: C. বেঙ্গালুরু


8. ‘ন্যাশনাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক ফর গারবেজ ফ্রি সিটিস’ কোন প্রকল্পের অধীনে চালু করা হয়েছে?

A. স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ 2.0

B. স্বচ্ছ ভারত মিশন-আরবান 2.0

C. AMRUT 2.0

D. হৃদয় 2.0

উত্তর: B. স্বচ্ছ ভারত মিশন-আরবান 2.0


9.অটল নিউ ইন্ডিয়া চ্যালেঞ্জ কোন প্রতিষ্ঠানের অটল উদ্ভাবন মিশনের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম?

A. NASSCOM

B. নীতি আয়োগ

C.আন্তর্জাতিক সৌর সমিতি

D. দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়

উত্তর: B.নীতি আয়োগ


10. কোন রাজ্যের মন্ত্রিসভা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ভারতে প্রথম ধরণের প্রকল্প ‘জিন ব্যাঙ্ক’ অনুমোদন করেছে?

A. গুজরাট

B. উত্তর প্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. মহারাষ্ট্র

উত্তর: D. মহারাষ্ট্র


11. কোন ব্যাঙ্ক দেশের সমস্ত মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের (MSME) জন্য ভারতের প্রথম ব্যাপক 'সকলের জন্য উন্মুক্ত' ডিজিটাল ইকোসিস্টেম চালু করেছে?

A. ডিবিএস ব্যাংক

B. CSB ব্যাংক

C. HDFC ব্যাঙ্ক

D. ICICI ব্যাঙ্ক

উত্তর: D. ICICI ব্যাঙ্ক


12. নিম্নোক্তদের মধ্যে কাকে সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে?

A.ভি আর চৌধুরী

B. বিএস রাজু

C. মনোজ কুমার মাগো

D. পি কে পুরওয়ার

উত্তর: B. বিএস রাজু


13. নিচের মধ্যে কে ম্যানিলায় এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে?

A. সাইনা নেহওয়াল

B. পিভি সিন্ধু

C. সানিয়া মির্জা

D. এন. সিক্কি রেড্ডি

উত্তর: B. পিভি সিন্ধু


14. নিচের কোনটি অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর ফ্রেমওয়ার্কে লাইভ করা প্রথম পাবলিক সেক্টর ব্যাঙ্কে পরিণত হয়েছে?

A. SBI

B. IDBI

C. PNB

D. UNION BANK OF INDIA

উত্তর: D. UNION BANK OF INDIA


15. কোন রাজ্য সফলভাবে নিউমোনিয়া নিরপেক্ষ করার জন্য সামাজিক সচেতনতা এবং পদক্ষেপ (SAANS) প্রচার শুরু করেছে?

A. আসাম

B. রাজস্থান

C. কর্ণাটক

D. হিমাচল প্রদেশ

উত্তর: C. কর্ণাটক


16. জামতারা দেশের একমাত্র জেলা হয়ে উঠেছে যেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি লাইব্রেরি রয়েছে। জামতারা কোন রাজ্যে অবস্থিত?

A. ঝাড়খণ্ড

B. কেরালা

C. ওড়িশা

D. উপরের কোনটি নয়

উত্তর: A. ঝাড়খণ্ড


17. কোন রাজ্য সরকার ঘোষণা করেছে যে প্রতি বছর 18 ডিসেম্বর রাজ্য স্তরে সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে পালন করা হবে?

A. মহারাষ্ট্র

B. বিহার

C. গুজরাট

D. তামিলনাড়ু

উত্তর: D. তামিলনাড়ু

18. কোন রাজ্য সরকার প্রাক্তন সৈনিক এবং যুবকদের জন্য 'হিম প্রহারি' স্কিম বাস্তবায়ন করতে প্রস্তুত?

A. জম্মু ও কাশ্মীর

B. উত্তরাখণ্ড

C. হিমাচল প্রদেশ

D. সিকিম

উত্তর: B. উত্তরাখণ্ড


19. অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি রাজ্যের _______ নতুন জেলাগুলির উদ্বোধন করেছেন৷

A. 7

B. 9

C. 12

D. 13

উত্তর: D. 13


20. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অলিম্পিক স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার নিজ গ্রামে একটি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন?

A. মহারাষ্ট্র

B. পশ্চিমবঙ্গ

C. গুজরাট

D. হরিয়ানা

উত্তর: D. হরিয়ানা


21. 2022 সালের এপ্রিল মাসে পণ্য ও পরিষেবা করের (GST) মোট রাজস্ব সংগ্রহ ছিল _____________।

A. 1.03 লক্ষ কোটি টাকা

B. 1.16 লক্ষ কোটি টাকা

C. 1.33 লক্ষ কোটি টাকা

D. 1.68 লক্ষ কোটি টাকা

উত্তর: D. 1.68 লক্ষ কোটি টাকা


21. "নেতা, রাজনীতিবিদ, নাগরিক" শিরোনামের নতুন বইটির লেখক কে?

A. রমেশ থামিলমণি

B. রাশেদ কিদওয়াই

C. রমেশ কান্দুলা

D. অমিতাভ কুমার

উত্তর: B. রাশেদ কিদওয়াই.


22. প্রতি বছর ________ তারিখে বিশ্বব্যাপী বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালিত হয়।

A. ১লা মে

B. ২রা মে

C. ৩রা মে

D. ৪ঠা মে

উত্তর: C. ৩রা মে


23. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 105 কোটি টাকা ব্যয়ে ইস্টার্ন ইন্ডিয়া বায়োফুয়েলস প্রাইভেট লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথম ইথানল প্ল্যান্টের উদ্বোধন করেছেন?

A. হরিয়ানা

B. বিহার

C. রাজস্থান

D. আসাম

উত্তর: B. বিহার


24. বিশ্ব হাঁপানি দিবস প্রতি বছর ___________ তারিখে পালন করা হয়।

A. মে মাসের প্রথম সোমবার

B. মে মাসের প্রথম মঙ্গলবার

C. মে মাসের প্রথম বুধবার

D. মে মাসের প্রথম বৃহস্পতিবার

উত্তর: B. মে মাসের প্রথম মঙ্গলবার


25. রিপোর্টার্স উইদাউট বর্ডারস ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স 2022-এ ভারতের স্থান কত?

A. 139

B. 140

C. 142

D. 150

উত্তর: D. 150


26. রিপোর্টার্স উইদাউট বর্ডার দ্বারা প্রকাশিত বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স 2022-এ কোন দেশ শীর্ষে রয়েছে?

A. সুইডেন

B. নরওয়ে

C. সুইজারল্যান্ড

D. ফিনল্যান্ড

উত্তর: B. নরওয়ে


27. টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং 2022-এ কোন বিশ্ববিদ্যালয় শীর্ষে আছে?

A. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

B. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি

C. ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়

D. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

উত্তর: C. ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়


28. ক্রিপ্টো অ্যানালিটিক্স ফার্ম চেইন্যালাইসিস "2021 ক্রিপ্টোকারেন্সি গেইনস বাই কান্ট্রি" দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, 2021 সালে আনুমানিক ক্রিপ্টো গেইনে ভারতের স্থান কত?

A. 12

B. 21

C. 32

D. 55

উত্তর: D. 55


29. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ কর্তৃক মুদ্রানীতি কমিটির (MPC) পদাধিকারবলে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. অশিমা গয়াল

B. শশাঙ্ক ভিডে

C. মৃদুল সাগর

D. জয়ন্ত আর ভার্মা

উত্তর: B. শশাঙ্ক ভিডে


30. কারাগারে সাজা ভোগ করা কয়েদিদের জন্য কোন রাজ্য ঋণ প্রকল্প 'জিভালা' চালু করেছে?

A. গুজরাট

B. উত্তর প্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. মহারাষ্ট্র

উত্তর: D. মহারাষ্ট্র


31. RailTel Corporation of India Limited একটি "হেলথ ক্লাউড" ডিজাইন ও প্রতিষ্ঠা করেছে, একটি মোবাইল কনটেইনার হাসপাতাল _____________________-এ, WHO ইনোভেশন হাব দ্বারা উদ্বোধন করা হয়েছে।

A. বেঙ্গালুরু, কর্ণাটক

B. নয়াদিল্লি, দিল্লি

C.বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ

D. কুলাশেখরপত্তনম, তামিলনাড়ু

উত্তর: C.বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ


32. নিম্নলিখিতগুলির মধ্যে কে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়েছেন?

A. দিলীপ সংঘানি

B. শেরসিংহ বি খেয়ালিয়া

C. কে এস মণি

D. অরবিন্দ কৃষ্ণ

উত্তর: B. শেরসিংহ বি খেয়ালিয়া


33. ফ্রান্সে আসন্ন মার্চে ডু ফিল্মে কোন দেশ প্রথম সরকারী "সম্মানের দেশ" হবে?

A. নেপাল

B. পাকিস্তান

C. ভারত

D. বাংলাদেশ

উত্তর: D. বাংলাদেশ


34. ব্রাজিলে 24 তম ডেফলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে কে সোনা জিতেছে?

A. শৌর্য সাইনি

B. ধানুশ শ্রীকান্ত

C. শুভম বশিষ্ট

D. বৈভব রাজোরিয়া

উত্তর: B.ধানুশ শ্রীকান্ত


35. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বালি এবং অন্যান্য খনির সামগ্রী বহনকারী যানবাহনগুলিকে ট্র্যাক করার জন্য একটি ভেহিকেল মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম (VMTS) মোবাইল অ্যাপ চালু করেছেন?

A. মহারাষ্ট্র

B. পশ্চিমবঙ্গ

C. গুজরাট

D. হরিয়ানা

উত্তর: D. হরিয়ানা


36. ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এনএসইএল) যাদের বিরুদ্ধে অর্থ ডিক্রিগুলি সুরক্ষিত করেছে তাদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত উচ্চ-স্তরের কমিটির প্রধান কে?

A. প্রদীপ নন্দরাজোগ

B. অপূর্ব চন্দ্র

C. ডি মুরুগেসান

D. সুনীল বাজপাই

উত্তর: A. প্রদীপ নন্দরাজোগ


37. InterGlobe Aviation দ্বারা IndiGo-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. বিনোদ কানন

B. অজয় ​​কুমার চৌধুরী

C. ভেঙ্কটারমণি সুমন্ত্রণ

D. রাহুল ভাটিয়া

উত্তর: C. ভেঙ্কটারমণি সুমন্ত্রণ


38. NASA এর জলবায়ু গবেষণা বিজ্ঞানীর নাম বলুন যিনি ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন থেকে বিশ্ব খাদ্য পুরস্কার 2022 জিতেছেন।

A. রিজওয়ানা হাসান

B. সিনথিয়া রোজেনজওয়েগ

C. ফ্রান্সিস কেরে

D. ক্যারোলিনা বিলাওস্কা

উত্তর: B. সিনথিয়া রোজেনজওয়েগ


39. ভারতের 'প্রথম' উপজাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র কোন রাজ্যে স্থাপন করা হবে?

A. কেরালা

B. বিহার

C. আসাম

D. ওড়িশা

উত্তর: D. ওড়িশা


40. নতুন দিল্লিতে দেশের পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রীদের একটি শীর্ষ সম্মেলন অমৃত সমাগম কে চালু করেছেন?

A. প্রহলাদ প্যাটেল

B. অমিত শাহ

C. মীনাক্ষী লেখি

D. অনুরাগ সিং ঠাকুর

উত্তর: B. অমিত শাহ


42. ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT), বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে বিদ্যমান বৈদেশিক বাণিজ্য নীতি (FTP) 2015-20 কোন তারিখ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে?

A. জুলাই 31, 2022

B. 31 মার্চ, 2023

C. 30 সেপ্টেম্বর, 2022

D. উপরের কোনটি নয়

উত্তর: C. 30 সেপ্টেম্বর, 2022


43. সম্প্রচার শিল্পে ব্যবসা করার সুবিধার উন্নতির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা তৈরি করা পোর্টালটির নাম বলুন।

A. ব্রডকাস্ট সেবা পোর্টাল

B. তথ্য সেবা পোর্টাল

C. অনলাইন সেবা পোর্টাল

D. ভারতীয় সেবা পোর্টাল

উত্তর: A. ব্রডকাস্ট সেবা পোর্টাল


44. ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম 'ফাস্টার' উন্মোচন করেছেন। FASTER-এ 'S' এর অর্থ কী?

A. দ্রুত

B. নিরাপত্তা

C. সর্বোচ্চ

D. সুরক্ষিত

উত্তর: D. সুরক্ষিত


45. কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কোন জায়গায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021 (KIUG 2021) এর লোগো, জার্সি, মাসকট এবং সঙ্গীত চালু করেছিলেন?

A. রাঁচি

B. নয়াদিল্লি

C. বেঙ্গালুরু

D. গুরুগ্রাম

উত্তর: C. বেঙ্গালুরু


46. কোন রাজ্য সরকার একটি অ্যাপ 'শৈলি' চালু করবে, যার লক্ষ্য মানুষের মধ্যে জীবনযাত্রার রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণ করা?

(ক) কর্ণাটক

(b) গুজরাট

(c) ওড়িশা

D. কেরালা

উত্তর: D. কেরালা


47. কোন রাজ্য সরকার 'ই-অধিগম' প্রকল্প চালু করেছে যার অধীনে প্রায় 3 লক্ষ শিক্ষার্থী তাদের অনলাইন শিক্ষায় সহায়তা করার জন্য ট্যাবলেট কম্পিউটার পাবে?

A. হরিয়ানা

B. রাজস্থান

C. বিহার

D. আসাম

উত্তর: A. হরিয়ানা


48.কোন রাজ্য/ইউটি সরকার উদ্যোক্তাদের সাহায্য করার জন্য একটি স্টার্টআপ নীতি ঘোষণা করেছে?

A. চণ্ডীগড়

B. লাদাখ

C.  দিল্লি

D. গুজরাট

উত্তর: C.  দিল্লি


49.  কোন কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL) কে হারিয়ে ভারতের বৃহত্তম ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি (FMCG) হয়ে উঠেছে?

A. রুচি সোয়া

B. আদানি উইলমার লিমিটেড

C. টাটা পাওয়ার

D. উইপ্রো

উত্তর: B. আদানি উইলমার লিমিটেড 


50. L&T Infotech ভারতের পঞ্চম বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী তৈরি করতে নিম্নলিখিত কোন কোম্পানির সাথে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে?

A. Mphasis

B. কোফোরজ

C. জ্ঞানী

D. মাইন্ডট্রি

উত্তর: D. মাইন্ডট্রি


51. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমস্ত কর্মদিবসে পুষ্টিকর প্রাতঃরাশ সরবরাহ করার জন্য একটি প্রাতঃরাশ প্রকল্প ঘোষণা করেছেন?

A. তামিলনাড়ু

B. কর্ণাটক

C. অন্ধ্র প্রদেশ

D. কেরালা

উত্তর: A. তামিলনাড়ু


52. "মুখ্যমন্ত্রী মুফ্ট নর্দমা সংযোগ যোজনা"-এর অধীনে কোন রাজ্য/UT-এর সরকার বিনামূল্যে নর্দমা সংযোগ প্রদান করবে?

A. জম্মু ও কাশ্মীর

B. পাঞ্জাব

C. হরিয়ানা

D. দিল্লি

উত্তর: D. দিল্লি


53. নিম্নলিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে $100 বিলিয়নের বেশি বার্ষিক আয় রেকর্ড করেছে?

A. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

B.  ইন্ডিয়ান অয়েল

C. টাটা মোটরস

D. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

উত্তর: D. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ


54. অভিনব দেশওয়াল ব্রাজিলের ক্যাক্সিয়াস ডো সুলে অনুষ্ঠিত বধির অলিম্পিকের কোন সংস্করণে শুটিংয়ে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন?

A. 21 তম

B. 22 তম

C. 23 তম

D. 24 তম

উত্তর: D. 24 তম 


55. নিচের মধ্যে কে 2022 সালে উদ্বোধনী মিয়ামি গ্র্যান্ড প্রিক্স জিতেছে?

A. চার্লস লেক্লার্ক

B. সেবাস্তিয়ান ভেটেল

C. ম্যাক্স ভার্স্টাপেন

D. লুইস হ্যামিল্টন

উত্তর: C. ম্যাক্স ভার্স্টাপেন


56.রদ্রিগো শ্যাভেস নিচের কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন?

A. সুইডেন

B. ডেনমার্ক

C. নরওয়ে

D. কোস্টারিকা

উত্তর: D. কোস্টারিকা


57. জন লি কা-চিউ ______________ এর পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হয়েছেন।

A. হংকং

B. সিঙ্গাপুর

C. দক্ষিণ কোরিয়া

D. মরিশাস

উত্তর: A. হংকং


58. SEBI দ্বারা গঠিত সিকিউরিটিজ মার্কেটে পরিবেশগত, সামাজিক ও শাসন (ESG) সম্পর্কিত বিষয়গুলির জন্য উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করবেন কে?

A. চন্দ্র প্রকাশ গয়াল

B. সুনীল বাজপাই

C. নবনীত মুনোট

D. গুরুমূর্তি মহালিঙ্গম

উত্তর: C. নবনীত মুনোট


59. ডেনমার্ক ভিত্তিক মেরিটাইম অ্যান্টি-করপশন নেটওয়ার্ক (MACN) এর ভাইস-চেয়ার হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

A. উন্নীকৃষ্ণন নায়ার

B. রাজেশ উন্নি

C. দিলীপ সংঘানি

D. বিক্রম দেব দত্ত

উত্তর: B. রাজেশ উন্নি 


60.ফিচার ফটোগ্রাফি বিভাগে "ভারতে কোভিডের টোলের চিত্র" এর জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার 2022 কে সম্মানিত করা হয়েছে?

A. আদনান আবিদি

B. দানিশ সিদ্দিকী

C.  সান্না ইরশাদ মাট্টু

D. উপরের সবগুলো

উত্তর: D. উপরের সবগুলো


61. অযোধ্যায় একটি বিশিষ্ট ক্রসিং তৈরি করা হবে এবং নিম্নলিখিতগুলির মধ্যে কার নামে নামকরণ করা হবে?

A. শিবকুমার শর্মা

B. লতা মঙ্গেশকর

C. বিএস ইয়েদিউরপ্পা

D. সিদ্ধরুদ্ধ স্বামীজি

উত্তর: B. লতা মঙ্গেশকর


62. 2022-2024 সালের জন্য এশিয়ান ইলেকশন অথরিটিজ (AAEA) এর নতুন চেয়ার হিসেবে কোন দেশ নির্বাচিত হয়েছে?

A. ব্রাজিল

B. রাশিয়া

C. ভারত

D. চীন

উত্তর: C. ভারত


63. ব্যয় বিভাগ, অর্থ মন্ত্রক 14টি রাজ্যে রাজস্ব ঘাটতি অনুদান হিসাবে ____________ রুপি প্রকাশ করেছে।

A. 7,183.42 কোটি টাকা

B. 14,366.84 কোটি টাকা

C. 25,654.21 কোটি টাকা

D. 86,201.87 কোটি টাকা

উত্তর: A. 7,183.42 কোটি টাকা.


64. বিশ্বের সবচেয়ে বয়স্ক দাবা গ্র্যান্ডমাস্টার ইউরি আভারবাখ মারা গেছেন। তিনি কোন দেশের অধিবাসী ছিলেন?

A. ভিয়েতনাম

B. রাশিয়া

C. চীন

D. জাপান

উত্তর: D. জাপান


65. পণ্ডিত সুখ রাম সম্প্রতি মারা গেছেন। তিনি একজন _______________ ছিলেন।

A. কেন্দ্রীয় মন্ত্রী

B. ব্যবসায়ী

C. BCCI এর সহ-সভাপতি

D. এর কোনোটিই নয়

উত্তর: A. কেন্দ্রীয় মন্ত্রী


66. কোন রাজ্য ‘ছারা – বিজাই যোজনা’ চালু করেছে, যা কৃষকদের চাষ এবং গৌশালাগুলিতে পশুখাদ্য সরবরাহকারী কৃষকদের প্রতি একর (10 একর পর্যন্ত) 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদানের একটি প্রকল্প?

A. মহারাষ্ট্র

B. পশ্চিমবঙ্গ

C. গুজরাট

D. হরিয়ানা

উত্তর: D. হরিয়ানা


67. নিচের কোন কোম্পানি অ্যাপল ইনকর্পোরেটেডকে হটিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে?

A. টাটা কনসালটেন্সি সার্ভিসেস

B. সৌদি আরামকো

C. টাইগার মিডকো এলএলসি

D. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

উত্তর: B. সৌদি আরামকো.


68. কোন জীবন বীমা কোম্পানী তার আর্থিক সাক্ষরতা প্রচারাভিযান 'InspiHE?-এনেবলিং এ এমপাওয়ারড ফিউচার' চালু করেছে?

A. Bharti AXA Life Insurance

B. ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি

C. রেলিগেয়ার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি

D. আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

উত্তর: A. Bharti AXA Life Insurance


69. এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. বিপুলা গুনাতিলেকা

B. বিক্রম দেব দত্ত

C. ক্যাম্পবেল উইলসন

D. ইলকার আইসি

উত্তর: C. ক্যাম্পবেল উইলসন


70. নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে?

A. সুশীল চন্দ্র

B. কমলেশ নীলকান্ত ব্যাস

C. অরবিন্দ পানাগড়িয়া

D. রাজীব কুমার

উত্তর: D. রাজীব কুমার


71. 2022-23 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. পবন মুঞ্জাল

B. আর দীনেশ

C. সঞ্জীব বাজাজ

D. টি ভি নরেন্দ্রন

উত্তর: C. সঞ্জীব বাজাজ


72. $130 মিলিয়ন আয়ের সাথে 2022 সালের ফোর্বসের সর্বোচ্চ-প্রদানকারী ক্রীড়াবিদদের তালিকার শীর্ষে কে?

A. লিওনেল মেসি

B. লেব্রন জেমস

C. ক্রিশ্চিয়ানো রোনালদো

D. নেইমার

উত্তর: A. লিওনেল মেসি


73. ভারতীয় পিস্তল জুটি এশা সিং এবং সৌরভ চৌধুরী __________তে ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) জুনিয়র বিশ্বকাপে মিশ্র দলের পিস্তল সোনা জিতেছেন।

A. সৌদি আরব

B. ইসরাইল

C. লেবানন

D. জার্মানি

উত্তর: D. জার্মানি


74. আরইসি লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. রাজেশ উন্নি

B. পুনীত চাওলা

C. অলকেশ কুমার শর্মা

D. রবিন্দর সিং ধিলন

উত্তর: D. রবিন্দর সিং ধিলন


75. ___________ ইতালিয়ান কাপ ফাইনালে অতিরিক্ত সময়ের পর জুভেন্টাসকে ৪-২ গোলে পরাজিত করে।

A. রোমা

B. ফিওরেন্টিনা

C. ক্যাগলিয়ারি ক্যালসিও

D. ইন্টার মিলান

উত্তর: D. ইন্টার মিলান


76. ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. মুরলী কার্তিক

B. অজিত আগরকর

C. অমল মুজুমদার

D. রমেশ পোওয়ার

উত্তর: D. রমেশ পোওয়ার


77. নিচের কোন রাজ্যের পুলিশ "মিশন হাউসলা" নামে একটি অভিযান শুরু করেছে?

A. উত্তরাখণ্ড

B. কেরালা

C. গোয়া

D. মহারাষ্ট্র

উত্তর: A. উত্তরাখণ্ড


78. নিচের কোন দেশটি বিশ্বের প্রথম সমস্ত সিন্থেটিক ক্যানাবিনয়েড পদার্থ নিষিদ্ধ করেছে?

A. জাপান

B. ভারত

C. চীন

D. রাশিয়া

উত্তর: C. চীন


79. সম্প্রতি কাকে COP26 পিপলস অ্যাডভোকেট নাম দেওয়া হয়েছে?

A. ডেভিড অ্যাটেনবরো

B. স্যালি বুজবি

C. মার্টিন গ্রিফিথ

D. উপরের কোনটি নয়

উত্তর: A. ডেভিড অ্যাটেনবরো


80. সম্প্রতি, কে রঘোথামান 75 বছর বয়সে মারা যান। তিনি নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন?

A. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

B. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন

C. সুপ্রিম কোর্ট

D. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন

উত্তর: D. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন


81.মানিক সাহা নিচের কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?

A. মেঘালয়

B. মিজোরাম

C. ত্রিপুরা

D. আসাম

উত্তর: C. ত্রিপুরা


82. সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর চেয়ারপার্সন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. মনোজ আহুজা

B. ইন্দ্রজিৎ মহন্তি

C. ভি. কৃষ্ণস্বামী

D. নিধি চিব্বর

উত্তর: D. নিধি চিব্বর


83. কোন দেশের আনা কাবালে দুবা নারীর যৌনাঙ্গ ছেদনের বিরুদ্ধে লড়াই করার জন্য $250,000 অ্যাস্টার গার্ডিয়ানস গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড জিতেছে?

A. তানজানিয়া

B. রুয়ান্ডা

C. উগান্ডা

D. ইথিওপিয়া

উত্তর: D. ইথিওপিয়া


 84. কোন দিনটিকে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়?

A. 12 মে

B. 13 মে

C. 14 মে

D. 15 মে

উত্তর: D.15 মে


85. শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন:

A. সৌদি আরব

B. ইরান

C. তুরস্ক

D. সংযুক্ত আরব আমিরাত

উত্তর: D. সংযুক্ত আরব আমিরাত


86. বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এবং বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস পালিত হয়?

A. 17 মে

B. ১৮ মে

C. 19 মে

D. 20 মে

উত্তর: A. 17 মে


87. নিচের কোন কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত নয়?

A. সুদিরমান কাপ

B. টমাস কাপ

C. উবার কাপ

D. রাইডার কাপ

উত্তর: D. রাইডার কাপ


88. PM-WANI প্রকল্পের পূর্ণরূপ কি?

A. প্রধানমন্ত্রীর ওয়াইফাই সারাদেশের ইন্টারফেস

B. নেটওয়ার্ক ইন্টারফেস জুড়ে প্রধানমন্ত্রী ওয়াইফাই

C. প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস

D. এর কোনটিই নয়

উত্তর: C. প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস


89. সোমালিয়ার রাজধানী কি এবং কে দেশটির রাষ্ট্রপতি হয়েছেন?

A. মোগাদিশু, হাসান শেখ মোহাম্মদ

B. আদিস আবাবা, মোহাম্মদ আবুদুল্লাহি মোহাম্মদ

C. রিয়াদ, আবদুল্লাহ আবদুল্লাহ

D. কোনোটিই নয়

উত্তর: A. মোগাদিশু, হাসান শেখ মোহাম্মদ


90. থাইল্যান্ডের ব্যাংককে কোন দেশের দল ব্যাডমিন্টনের মর্যাদাপূর্ণ উবার কাপ জিতেছে?

A. মালয়েশিয়া

B. জাপান 

C. চীন

D. দক্ষিণ কোরিয়া

উত্তর: D. দক্ষিণ কোরিয়া


91. কোন সংস্থা ন্যাশনাল ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম (NDAP) চালু করেছে যার লক্ষ্য ভারত সরকারের প্রকাশিত ডেটা অ্যাক্সেস এবং ব্যবহার উন্নত করা?

A. জাতীয় উন্নয়ন পরিষদ

B. জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র

C. নীতি আয়োগ

D. সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং

উত্তর: C. নীতি আয়োগ 


92. বিশ্ব টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে (ডব্লিউটিআইএসডি) ইন্টারনেটের সুবিধা এবং সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর __________ তারিখে পালন করা হয়।

A. 14ই মে

B. 15ই মে

C. ১৬ই মে

D. 17ই মে

উত্তর: D. 17ই মে


93. বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস প্রতি বছর _____ এ পালিত হয়, সচেতনতা বাড়াতে এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ, সনাক্তকরণ এবং চিকিৎসাকে উৎসাহিত করতে।

A. 13ই মে

B. 14ই মে

C. 15ই মে

D. 17 মে

উত্তর: D. 17 মে


94. অমিত শাহ হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL) ক্যাম্পাসে ‘ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরি’ (NCFL) উদ্বোধন করেন। ভারতে কতটি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আছে?

A. দুই

B. পাঁচ

C. সাত

D. তিন

উত্তর: C. সাত


95. ভারত 2021 সালে ___________ এর বেশি মূল্যের রেমিট্যান্স পেয়েছে যা 2021 সালের তুলনায় 8 শতাংশ বেশি।

A. $189 বিলিয়ন

B. $59 বিলিয়ন

C. $89 বিলিয়ন

D. $9 বিলিয়ন

উত্তর: C. $89 বিলিয়ন


96. নিচের কোন প্রতিষ্ঠানের নেতৃত্বে আটটি প্রতিষ্ঠানের দ্বারা 5G টেস্টবেড একটি মাল্টি-ইনস্টিটিউট সহযোগিতামূলক প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছে?

A. IIT মাদ্রাজ

B. IIT পালাক্কাদ

C. IIT খড়গপুর

D. IIT দিল্লি

উত্তর: A. আইআইটি মাদ্রাজ


97. নিচের কোনটি প্রাক্তন RBI ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রাকে এর চেয়ারম্যান নিযুক্ত করেছে?

A. NSE

B. BSE

C. SEBI

D. CSE

উত্তর: B. BSE


98. মুম্বাইয়ের মাজাগন ডকে কে দুটি তৈরি-ইন-ইন্ডিয়া যুদ্ধজাহাজ INS 'সুরাত' এবং 'উদয়গিরি' চালু করেছে?

A. অমিত শাহ

B. রাজনাথ সিং

C. নরেন্দ্র মোদী

D. রামনাথ কোবিন্দ

উত্তর: B. রাজনাথ সিং


99. কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (NIELIT) সেন্টারের উদ্বোধন করেছেন ______।

A. লেহ

B. জম্মু

C. দেরাদুন

D. শ্রীনগর

উত্তর: A. লেহ


100. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'লোক মিলনি' চালু করেছেন, জনসাধারণের অভিযোগের প্রতিকারের জন্য প্রথম ধরনের জনগণের মিথস্ক্রিয়া কর্মসূচি?

A. উত্তর প্রদেশ

B. হরিয়ানা

C. মধ্যপ্রদেশ

D. পাঞ্জাব

উত্তর: D. পাঞ্জাব


101. কোন রাজ্য সরকার 'CSpace' নামে ভারতের প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্ম চালু করবে?

A. কর্ণাটক

B. তেলেঙ্গানা

C. ওড়িশা

D. কেরালা

উত্তর: D. কেরালা.


102. বিশ্বব্যাংক কোন রাজ্যের SRESTHA-G প্রকল্পের জন্য আর্থিক সাহায্য হিসাবে USD 350 মিলিয়ন অনুমোদন করেছে?

A. গুজরাট

B. উত্তর প্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. মধ্যপ্রদেশ

উত্তর: A. গুজরাট


103. ভারতে পাইকারি মূল্য সূচক (WPI) ভিত্তিক মূল্যস্ফীতি এপ্রিল 2022-এ _______________-এ বেড়েছে।

A. 11.49%

B. 12.74%

C. 13.96%

D. 15.08%

উত্তর: D. 15.08%


104. RBI-এর মতে, পাবলিক সেক্টরের ব্যাঙ্কগুলি 2022 সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে জালিয়াতির সাথে জড়িত পরিমাণে 51% এর বেশি হ্রাস পেয়েছে।

A. 30,200 কোটি টাকা

B. 40,295 কোটি টাকা

C. 50,580 কোটি টাকা

D. 70,213 কোটি টাকা

উত্তর: B. 40,295 কোটি টাকা


105. নিচের কোন কোম্পানি সফলভাবে তার Kalam-100 রকেট পরীক্ষা করেছে যা বিক্রম-1 রকেটের তৃতীয় পর্যায়/ইঞ্জিনকে শক্তি দেবে?

A. অগ্নিকুল কসমস

B. Skyroot Aerospace

C. বেলাট্রিক্স অ্যারোস্পেস

D. ধ্রুব স্থান

উত্তর: B. Skyroot Aerospace


106. 'World Economic Situation and Prospects (WESP) Mid-year Update 2022' রিপোর্ট ভারতের GDP বৃদ্ধির অনুমানকে 2022-23-এর জন্য 6.7% থেকে _____-এ নামিয়ে দিয়েছে।

A. 6.1%

B. 6.2%

C. 6.3%

D. 6.4%

উত্তর: D. 6.4%


107. ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি কোন পাহাড়ে "বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন" স্থাপন করেছে?

A. লোটসে

B. মাউন্ট গডউইন অস্টেন

C. মাকালু

D. মাউন্ট এভারেস্ট

উত্তর: D. মাউন্ট এভারেস্ট


108. প্রতি বছর 21 মে সাবেক প্রধানমন্ত্রী ______ এর মৃত্যুবার্ষিকীতে সন্ত্রাসবিরোধী দিবস পালন করা হয়।

A. ইন্দিরা গান্ধী

B. রাজীব গান্ধী

C. সঞ্জয় গান্ধী

D. মহাত্মা গান্ধী

উত্তর: B. রাজীব গান্ধী


109. কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে ভারত FY22 তে _____ এর সর্বকালের সর্বোচ্চ বার্ষিক FDI প্রবাহ রেকর্ড করেছে।

A. $81.57 বিলিয়ন

B. $82.57 বিলিয়ন

C. $83.57 বিলিয়ন

D. $84.57 বিলিয়ন

উত্তর: C. $83.57 বিলিয়ন


110.নিম্নলিখিত কোন ব্যাঙ্ক সম্প্রতি MSME এবং কৃষি খাতে 50টিরও বেশি পণ্য অফার করে সম্পূর্ণ ডিজিটালাইজড ঋণ প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে?

A. IDBI ব্যাঙ্ক

B. ICICI ব্যাঙ্ক

C. SBI ব্যাঙ্ক

D. HDFC ব্যাঙ্ক

উত্তর: A.IDBI ব্যাঙ্ক


111. সম্প্রতি, নিম্নলিখিত রাজ্য সরকারগুলির মধ্যে কোনটি কোভিড -19 রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ এবং ট্র্যাকিং নিশ্চিত করতে ‘HIT Covid অ্যাপ’ চালু করেছে?

A. পাঞ্জাব

B. হরিয়ানা

C. আসাম

D. বিহার

উত্তর: D. বিহার


112. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রথম 'কোভিড আইটেম' অনুদানে GST-এর প্রতিদানের অনুমতি দেয়?

A. পাঞ্জাব

B. হরিয়ানা

C. কেরালা

D. মধ্যপ্রদেশ

উত্তর: B. হরিয়ানা


113. হাইপারভার্জ সম্প্রতি এআই-চালিত অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধার্থে নিম্নলিখিত কোন ব্যাঙ্কের সাথে তার অংশীদারিত্ব ঘোষণা করেছে?

A. IDBI ব্যাঙ্ক

B. ICICI ব্যাঙ্ক

C. SBI ব্যাঙ্ক

D. HDFC ব্যাঙ্ক

উত্তর: C. SBI ব্যাঙ্ক


114. _________ পুরুষ এবং মহিলা উভয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্রথম ক্লাব হয়ে উঠেছে।

A. রিয়াল মাদ্রিদ

B. চেলসি

C.  ম্যান সিটি

D. বার্সেলোনা

উত্তর: D. বার্সেলোনা


115. ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর (সিইও এবং এমডি) হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে?

A. গোপাল ভিট্টল

B. এসএস মুন্দ্রা

C. কমল বাওয়া

D. সলিল পারেখ

উত্তর: D. সলিল পারেখ


116. Paytm-এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে কাকে পুনঃনিযুক্ত করা হয়েছে?

A. বিজয় শেখর শর্মা

B. মধুর দেওরা

C. রিতেশ আগরওয়াল

D. মনোজ সোনি

উত্তর: A. বিজয় শেখর শর্মা


117. কোন ফুটবল ক্লাব 2022 সালে UEFA ইউরোপা ফুটবল লিগের শিরোপা জিতেছে?

A. রেঞ্জার্স এফসি

B. চেলসি

C. বার্সেলোনা

D. রিয়াল মাদ্রিদ

উত্তর: C. বার্সেলোনা


118. জাতিসংঘ (UN) প্রসূতি ফিস্টুলা বন্ধ করার আন্তর্জাতিক দিবস ________ তারিখে চিহ্নিত করা হয়।

A. 21শে মে

B. 22শে মে

C. 23শে মে

D. 25শে মে

উত্তর: D. 25 শে মে


119. কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর নাম বলুন যিনি IIT গুয়াহাটিতে নর্থ ইস্ট রিসার্চ কনক্লেভ (NERC) 2022 চালু করেছেন।

A. নারায়ণ তাতু রানে

B. সর্বানন্দ সোনোয়াল

C. ধর্মেন্দ্র প্রধান

D. রমেশ পোখরিয়াল নিশঙ্ক

উত্তর: C. ধর্মেন্দ্র প্রধান


120. নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোসে রামোস-হোর্টা কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন?

A. পূর্ব তিমুর

B. মালয়েশিয়া

C. ইন্দোনেশিয়া

D. পাপুয়া নিউ গিনি

উত্তর: A. পূর্ব তিমুর


121. ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপ্রিটি (IPEF) এ কতটি দেশ অংশগ্রহণ করে?

A. 9

B. 10

C. 11

D. 13

উত্তর: D. 13


122. 22 থেকে 26 মে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সভায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন কে?

A. কে রাজারামন

B. পীযূষ গোয়াল

C. ভি এম কোয়াত্রা

D. টিভি সোমানাথন

উত্তর: B. পীযূষ গোয়াল


123. যুগ্ম সচিব পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন একান্ত সচিব (PS) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. তরুণ কাপুর

B. নরেশ কুমার

C. বিনয় মোহন কোয়াত্রা

D. বিবেক কুমার

উত্তর: D. বিবেক কুমার


124. কোন রাজ্য/ইউটি সরকার তাদের অগ্নিনির্বাপক বহরে দুটি রোবটকে অন্তর্ভুক্ত করে আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করার একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে?

A. চণ্ডীগড়

B. পুদুচেরি

C. লাক্ষাদ্বীপ

D. দিল্লি

উত্তর: D. দিল্লি


125. কোন রাজ্য সরকার ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 23টি কোম্পানির সাথে 30,000 কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

A. মহারাষ্ট্র

B. পশ্চিমবঙ্গ

C. গুজরাট

D. হরিয়ানা

উত্তর: A. মহারাষ্ট্র


126. কোন ব্যাঙ্ক তার ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট চালু করার ঘোষণা করেছে, যা যোগ্য গ্রাহকদের 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে দেয়?

A. ICICI ব্যাঙ্ক

B. আরবিএল ব্যাঙ্ক

C. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

D. ফেডারেল ব্যাংক

উত্তর: C. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


127. কোন ব্যাঙ্ক রিটেলিওর সাথে অংশীদারিত্ব করেছে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের একটি নতুন পরিসর চালু করতে যা প্রাথমিকভাবে বণিক বিভাগে কেমিস্ট এবং ফার্মেসিদের লক্ষ্য করে?

A. HDFC ব্যাঙ্ক

B. ইয়েস ব্যাঙ্ক

C. ICICI ব্যাঙ্ক

D. অ্যাক্সিস ব্যাঙ্ক

উত্তর: C. ICICI ব্যাঙ্ক


128. মিউজিক একাডেমি 2021 সালের জন্য সঙ্গীতা কালানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন?

A. নেইভেলি আর সান্তানগোপালন

B. তিরুভারুর ভক্তথাথসালাম

C. লালগুড়ি জিজেআর কৃষ্ণান

D. বিজয়লক্ষ্মী

উত্তর: D. বিজয়লক্ষ্মী




আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: current affairs in bengali, May 2022 Current Affairs, Current Affairs in Bengali PDF, Bengali Monthly Current Affairs PDf Download, Bangla GK May 2022 PDF, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post