Class 5 Model Activity Task Mathematics Part 3 Solutions-WBBSE

Class-5-Model-activity-task-part-3

 এই পোস্টটিতে wbbse এর Class 5 Mathematics এর Model Activity Task এর উত্তরগুলি আলোচনা করা হয়েছে ।

বিষয়: ভগ্নাংশ

(Task-1)


1. অনুষ্কা তার খাতায় পাশের চিত্রটি অঙ্কন করেছে | চিত্রের কত অংশ চিহ্নিত করা নেই ?

Wbbse-Class-5-Model-task-answers

উত্তর: অনুষ্কার আঁকা চিত্রে চিহ্নিত করা রয়েছে--\[=\frac{3}{9}=\frac{1}{3}\]
ধরি, মোট অংশ = 1
∴ চিহ্নিত করা নেই-\[=(1-\frac{1}{3})=(\frac{3-1}{3})=\frac{2}{3}\]

2. 2/5 কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর 60


উত্তর:2/5 এর হরে 5 রয়েছে । তাই, হর 60 করতে আমাদের ভগ্নাংশটির হরকে 12 দিয়ে গুন্ করতে হবে ।
আবার হরকে 12 দিয়ে গুন করলে লবকেও 12 দিয়ে গুন করতে হবে । তাই, ভগ্নাংশটি হবে,
\[\frac{2}{5}= \frac{2\times12}{5\times12}=\frac{24}{60}\]

3. 1/2, 2/6 এবং 2/3 এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি ?

উত্তর: 2, 3 ও 6 এর লসাগু = 6
\[\frac{1}{2}=\frac{1\times2}{3\times2}=\frac{2}{6}\]
\[\frac{2}{6}=\frac{2\times1}{6\times1}=\frac{2}{6}\]
\[\frac{2}{3}=\frac{2\times2}{3\times2}=\frac{4}{6}\]
∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো -\[\frac{4}{6}\thinspace \thinspace \thinspace or \thinspace \thinspace \frac{2}{3}\]
4. 120/1272 কে লঘিষ্ঠ আকারে পরিণত করো ।
উত্তর: \[\frac{120}{1272}=\frac{120\div 24}{1272\div24}=\frac{5}{53} (Ans.)\]

5. যোগ করোঃ- 2/3 + 1/18 +1/9
\[\frac{2}{3}+\frac{1}{18}+\frac{1}{9}\]
\[=\frac{12+1+2}{18}\]
\[=\frac{15}{18}=\frac{5}{6}(Ans.)\]

(Task-2)


1. সরল করো : 2/7+ 3/14 - 3/28

উত্তর: \[\frac{2}{7}+\frac{3}{14}-\frac{3}{28}=\frac{8+6-3}{28}\]
\[=\frac{14-3}{28}=\frac{11}{28}\thinspace\thinspace(Ans.)\]
4. পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসলে প্রতিটি সরলরেখাংশ বরাবর তিনটি ভগ্নাংশের যোগফল সোয়ান হয় ?
wbbse-class-5-math-solutions
উত্তর: উপরের চিত্রের ত্রিভুজটির একটি সরলরেখার উপর অবস্থিত তিনটি ভগ্নাংশ যোগ করলে যোগফল হয় ১১/১৩.
 তাই ? চিহ্নের স্থানের ভগ্নাংশটি বের করার জন্য আমাদের সেই সরলরেখার উপর অবস্থিত দুটি ভগ্নাংশ অর্থাৎ ৫/১৩
এবং ১/১৩ কে যোগ করে যোগফলটিকে ১১/১৩ থেকে বিয়োগ করতে হবে ।
Wbbse-class-5-model-activity task-answers-part-3

Wbbse-class-5-math-model-activity-task


3. বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 8/9 অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি ?
উত্তর: ধরি, মোট ছাত্র= 1 অংশ

∴ খেলায় যোগদান করে নি,-\[1-\frac{8}{9}=\frac{9-8}{9}=\frac{1}{9}অংশ\]
4. রথীনবাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন । তিনি 5/12 অংশ টাকার ফল এবং 3/7 অংশ টাকার সবজি কিনলেন । তাঁর কাছে আর কত টাকা আছে ?
উত্তর: রথীনবাবু মোট খরচ করেছেন,-\[\frac{5}{12}+\frac{3}{7}=\frac{35+36}{84}=\frac{71}{84}অংশ\]
ধরি, মোট টাকা = 1 অংশ |

∴ তাঁর কাছে এখন বাকি আছে মোট টাকার-\[1-\frac{71}{84}=\frac{84-71}{84}=\frac{13}{84} অংশ টাকা\]
5. হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর 1/4 অংশ ফুটবল খেলতে, 2/3 অংশ কাবাডি খেলতে এবং বাকি ছাত্রছাত্রীরা ভলিবল খেলতে ভালোবাসে । কত অংশ ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে ? 

উত্তর: ফুটবল এবং ভলিবল খেলতে ভালবাসে এরকম মোট ছাত্রছাত্রী,-\[=\frac{1}{4}+\frac{2}{3}=\frac{3+8}{12}\]
\[=\frac{11}{12}\]

∴ ভলিবল খেলতে ভালবাসে এরকম ছাত্রছাত্রী\[=1-\frac{11}{12}=\frac{12-11}{12}=\frac{1}{12}\thinspace(Ans.)\]

আরও দেখুন : পঞ্চম শ্রেণীর ইংরেজি মডেল টাস্ক উত্তর । Class 5 English Model Task Answers


উপরের Class 5 Mathematics এর Model Task এর উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com




6/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. class 4 model activity task gonit

    ReplyDelete
    Replies
    1. Ok we will try to upload Class 4 Math as soon as possible.

      Thank You
      Team Esho Seekhi

      Delete
  2. khub sundor ekti post. Thanks for sharing.

    ReplyDelete
  3. Thank u so much for this q,a solution

    ReplyDelete
    Replies
    1. You are Welcome....Keep Supporting Us..We will create more educational stuffs for free in future...:)

      Delete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post