উত্তরমালা
উত্তর: 1 নিউটন = 1 কিগ্রা × 1 মিটার/সেকেন্ড²
= 1000 গ্রাম × 100 সেমি/সেকেন্ড²
\[=10^{5}\thinspace gm\cdot cm/sec^2\thinspace(Ans.)\]
২. একটি নিস্তড়িৎ পরমানুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি ও M কক্ষে 2টি ইলেকট্রন আছে | মৌলটির পরমানু ক্রমাঙ্ক কত? মৌলের পরমানুটির M কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরী হবে তার সংকেত লেখ |
উত্তর: K কক্ষে = 2টি, L কক্ষে = 8টি, M কক্ষে = 2টি
∴ মোট ইলেকট্রন সংখ্যা= (2+8+2)= 12 টি
∴ মোট প্রোটন সংখ্যাও হবে 12 টি
মৌলের পরমানুটির M কক্ষ থেকে দুটি ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরী হবে তার সংকেত হবে Mg²+
৩. একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে?
উত্তর: ধরি, কোনো মাপনী চোঙে n ফোঁটা জল ঢালা হল এবং এর ফলে জলের আয়তন হল V cm3
∴ n ফোঁটা জলের আয়তন = V cm3
1 ফোঁটা জলের আয়তন = V/n cm3
উত্তর: 1 ফোঁটা জলের আয়তন V/n cm3
৪. রাদারফোর্ডের পরমানু মডেলের ত্রুটিগুলি লেখো |
উত্তর:
1. ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রন গুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকলে ইলেকট্রনগুলি সর্বদা নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি বিকিরণ করতে থাকবে | ফলে ইলেকট্রনগুলির কক্ষপথের ব্যাসার্ধ ক্রমাগত কমতে থাকবে এবং একসময়ে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের ওপরে আছড়ে পড়বে |
2. রাদারফোর্ডের পরমানু মডেল অনুসারে ত্বরান্বিত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন বিকিরণের ফলে পরমানু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী উত্পন্ন হওয়ার কথা | কিন্তু পরীক্ষায় হাইড্রোজেন পরমানু থেকে বিচ্ছিন বর্ণালী বা রেখা বর্ণালী পাওয়া যায় | তাই, এই পরমানু মডেল পরীক্ষালব্ধ হাইড্রোজেন পরমানুর রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না |
৫. একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল | 1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 cm/s | গাড়ির ত্বরণ নির্ণয় কর |
উত্তর: গাড়িটির প্রাথমিক বেগ = 20 cm/sec
অন্তিম বেগ = 50 cm/sec
আমরা জানি, 1 মিটার = 100 সেমি
20 cm যেতে গাড়িটির সময় লাগে = 1 সেকেন্ড
1 cm যেতে গাড়িটির সময় লাগে = 1/20 সেকেন্ড
∴ 100 cm যেতে গাড়িটির সময় লাগে \[= \frac{1}{20}\times 100\thinspace Seconds\]
\[= 5\thinspace Seconds (Ans.)\]
সুতরাং, প্রয়োজনীয় সময় = 5 সেকেন্ড
সুতরাং, নির্ণেয় ত্বরণ= বেগের পরিবর্তন/ প্রয়োজনীয় সময়
= অন্তিম বেগ –প্রাথমিক বেগ/ প্রয়োজনীয় সময়
\[=\frac{50-20}{5}\thinspace cm/sec^{2}\]
\[=6\thinspace cm/sec^{2}\]
উত্তর: সুতরাং, গাড়িটির ত্বরণ = 6 cm/sec²
নবম শ্রেণী ভৌতবিজ্ঞান এর অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হলো :
▶ নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 1
▶ নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 2
▶ নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 3
▶ নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 4
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 Physical Science part 1, model activity task class 9 physical science answers, model activity task class 9 Physical Science, model activity task class 9 physical science part 1 2021 answers, WBBSE Class 9 Physical Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Physical Science, নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021
History
ReplyDeleteKhub bhalo
ReplyDeleteধন্যবাদ |
Deleteআশা করি আমাদের এই প্রয়াসে আপনি উপকৃত হয়েছেন |
ভবিষ্যতে আমাদের পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করে রাখতে পারেন | আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পাশের Follow Us এর ফেসবুক এ ক্লিক করুন |
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.