আজকের এই পোস্টটিতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেনীর জীবনবিজ্ঞান এর Model Activity Task এর Part 3 এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব | (WBBSE Class 9 Life Science Model Activity Task Part 3 Solutions)
নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3 উত্তরমালা:
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১.সালোকসংশ্লেষে জলের ভুমিকা লেখ । পরিবেশে $ \small O_2-CO_2 $ এর ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা কর ।
উত্তর: ≽ সালোকসংশ্লেষে জলের ভূমিকাগুলি নিচে আলোচনা হল:
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে অক্সিজেন উৎপন্ন হয় আর এটির উৎস হল জল ।
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য হাইড্রোজেনের প্রয়োজন হয় আর এই হাইড্রোজেন জলের থেকে পাওয়া যায় ।
- এছাড়া সালোকসংশ্লেষের অন্যতম কাঁচামাল হিসেবে জল ব্যবহৃত হয় ।
সমগ্র জীবজগৎ শ্বসনের জন্য অক্সিজেন($ \small O_2 $) গ্রহন করে এবং কার্বন ডাই অক্সাইড($ \small CO_2$) ত্যাগ করে । এর ফলে পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়।উদ্ভিদরা তাদের সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাই অক্সাইড($ \small CO_2$)-কে গ্রহন করে এবং উপজাত পদার্থ রূপে অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় । ফলে পরিবেশে অক্সিজেনের এই ঘাটতি ও কার্বন ডাইঅক্সাইড এর বৃদ্ধি পুনরায় ভারসাম্যে চলে আসে ।
এভাবেই সালোকসংশ্লেষের মাধ্যমে পরিবেশে অক্সিজেন ($ \small O_2 $) ও কার্বন ডাই অক্সাইড ($ \small CO_2$) এর ভারসাম্য বজায় থাকে।
২. তাপমাত্রা কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে ? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন ?
উত্তর: ≽ তাপমাত্রার সাথে বাষ্পমোচনের সরল সম্পর্ক । তাপমাত্রা বাড়লে বাতাসের আর্দ্রতা হ্রাস পায় ফলস্বরূপ বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় । গ্রীষ্মকালে বাষ্পমোচনের হার বেশি থাকে ।
≽≽ বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারন:
বাষ্পমোচন না হলে যেমন রসস্ফীতি অবস্থা,খাদ্যদ্রব্য সহ অন্যান্য পদার্থের চলাচল ঘটবে না তেমনি মাত্রাতিরিক্ত বাষ্পমোচন ঘটলে বিপাকীয় কার্য সহ বৃদ্ধি বন্ধ হয়ে যায় । তাই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে।
৩.প্রঃ কোনো মৌলের ম্যাক্র বা মাইক্রো-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্তির কারন উল্লেখ কর । উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যেকোনো তিনটি সাধারন কাজ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্ভিদ ও প্রানি দেহগঠন ও পুষ্টিসাধনের জন্য মৌলিক উপাদানের প্রয়োজন হয় । এই উপাদান গুলিকে ম্যাক্র বা মাইক্রো-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্তির কারন নিম্নে আলোচনা করা হল :
- কিছু পরিপোষক পদার্থ আছে যেগুলি জীবদেহে(উদ্ভিদ ও প্রানি) অধিক পরিমানে থাকে । তাই এদেরকে ম্যাক্র-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
- কিছু পরিপোষক পদার্থ আছে যেগুলি জীবদেহে(উদ্ভিদ ও প্রানি) কম মাত্রায় থাকে । তাই এদেরকে মাইক্রো-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- অভিস্রবনীয় ভারসাম্য - নাইট্রেট,সালফেট,ক্লোরিন আয়ন,পটাশিয়াম আয়ন এসব অপরিহার্য মৌল গুলি উদ্ভিদ দেহে অভিস্রবনীয় ভারসাম্য বজায় রাখে ।
- ক্লোরোফিল সংশ্লেষ: ম্যাগনেশিয়াম (Mg) ক্লোরোফিল অনুর কেন্দ্রীয় ধাতু হিসেবে থেকে ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
- প্রোটোপ্লাজম গঠন: বিভিন্ন মৌল প্রোটোপ্লাজম গঠনে অংশ গ্রহন করে । যেমন-কার্বন(C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O) ইত্যাদি।
উত্তর: ◼️ সক্রিয় পরিবহনের বৈশিষ্টগুলি নিচে আলোচনা করা হল:
➊ সক্রিয় পরিবহনে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না ।
➋ এই প্রকার পরিবহনে বাহকের একান্ত প্রয়োজন ।
➌ সক্রিয় পরিবহন পদার্থের অণু বা আয়নের নির্দিষ্টতা, সম্পৃক্ততা, প্রতিরোধ প্রভৃতির উপর নির্ভর করে ।
◼️◼️
উপরের দেওয়া নবম শ্রেনীর জীবনবিজ্ঞান এর Model Activity Task এর Part 3 এর উত্তরগুলি নিয়ে কোনরকম প্রশ্ন থাকলে টা আমাদের কমেন্ট করে জানাতে পারো |
Tags: Wbbse Class 9 Model Activity Tasks, Wbbse Class 9 Life Science Model Task Answers, Life Science Model Activity Task solutions
Thankssse bro brother 😍😍😍😍😍😎😎😋😋😋😋😘😘😘😘😘😚😚😚😙😗😗
ReplyDeleteTHANKS..ESHOSEEKHI..WEBSITE..😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🥰🤩🥰😍😇😀😀😃😃😄😁😆😘😇😘😇🤩🤩🥰🤩🥰🤩🤩🥰🤩🥰🤩🥰🤩🥰🤩🤩🤩😍😇😍😜😝😝🤪😝🤪😝🥰😝😝🤪😜😝😝😝🤪😝🥰😝🤪🤑😇🤑🤪🤑😜🤑🤑😜🤑🤪🤑😇🤑🤑🤩😇🤩😇🤩🤩😇😍😃😍😃😍😃
ReplyDeleteThank You so much.......
DeleteKeep Supporting us.....
Thank you soo much.......
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.