Class 9 Life Science Model Task Part 3 Answers | নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3


Class 9 Life Science Model Activity Task wbbse

আজকের এই পোস্টটিতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া  নবম শ্রেনীর জীবনবিজ্ঞান এর Model Activity Task এর Part 3 এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব |  (WBBSE Class 9 Life Science Model Activity Task Part 3 Solutions)


নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল টাস্ক পার্ট উত্তরমালা:

নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১.সালোকসংশ্লেষে জলের ভুমিকা লেখ । পরিবেশে $ \small O_2-CO_2 $ এর ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা কর ।
উত্তর:  সালোকসংশ্লেষে জলের ভূমিকাগুলি নিচে আলোচনা হল:
  • সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে অক্সিজেন উৎপন্ন হয় আর এটির উৎস হল জল ।
  • সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায়  কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য হাইড্রোজেনের প্রয়োজন হয় আর এই হাইড্রোজেন জলের থেকে পাওয়া যায় ।
  • এছাড়া সালোকসংশ্লেষের অন্যতম কাঁচামাল হিসেবে জল ব্যবহৃত হয় ।
≽≽ পরিবেশে $ \small O_2-CO_2 $ এর ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের ভূমিকা নিম্নলিখিত:
সমগ্র জীবজগৎ শ্বসনের জন্য অক্সিজেন($ \small O_2 $) গ্রহন করে এবং কার্বন ডাই অক্সাইড($ \small CO_2$) ত্যাগ করে । এর ফলে পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়।উদ্ভিদরা তাদের সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাই অক্সাইড($ \small CO_2$)-কে গ্রহন করে এবং উপজাত পদার্থ রূপে অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় । ফলে পরিবেশে অক্সিজেনের এই ঘাটতি ও কার্বন ডাইঅক্সাইড এর বৃদ্ধি পুনরায় ভারসাম্যে চলে আসে ।
এভাবেই সালোকসংশ্লেষের মাধ্যমে পরিবেশে অক্সিজেন ($ \small O_2 $) ও কার্বন ডাই অক্সাইড ($ \small CO_2$) এর ভারসাম্য বজায় থাকে।
Wbbse-Class-9-Life-Science-Answers


২. তাপমাত্রা কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে ? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন ?
উত্তর: ≽ তাপমাত্রার সাথে বাষ্পমোচনের সরল সম্পর্ক । তাপমাত্রা বাড়লে বাতাসের আর্দ্রতা হ্রাস পায় ফলস্বরূপ বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় । গ্রীষ্মকালে বাষ্পমোচনের হার বেশি থাকে ।

  বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারন:
বাষ্পমোচন না হলে যেমন রসস্ফীতি অবস্থা,খাদ্যদ্রব্য সহ অন্যান্য পদার্থের চলাচল ঘটবে না তেমনি মাত্রাতিরিক্ত বাষ্পমোচন ঘটলে বিপাকীয় কার্য সহ বৃদ্ধি বন্ধ হয়ে যায় । তাই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে।

৩.প্রঃ কোনো মৌলের ম্যাক্র বা মাইক্রো-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্তির কারন উল্লেখ কর । উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যেকোনো তিনটি সাধারন কাজ ব্যাখ্যা কর।
 উত্তর:  উদ্ভিদ ও প্রানি দেহগঠন ও পুষ্টিসাধনের জন্য মৌলিক উপাদানের প্রয়োজন হয় । এই উপাদান গুলিকে ম্যাক্র বা মাইক্রো-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্তির কারন নিম্নে আলোচনা করা হল :
  1. কিছু পরিপোষক পদার্থ আছে যেগুলি জীবদেহে(উদ্ভিদ ও প্রানি) অধিক পরিমানে থাকে । তাই এদেরকে ম্যাক্র-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
  2. কিছু পরিপোষক পদার্থ আছে যেগুলি জীবদেহে(উদ্ভিদ ও প্রানি) কম মাত্রায় থাকে । তাই এদেরকে মাইক্রো-নিউট্রিয়েন্ট শ্রেনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
≽≽ উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের কাজগুলি হল :
  1. অভিস্রবনীয় ভারসাম্য - নাইট্রেট,সালফেট,ক্লোরিন আয়ন,পটাশিয়াম আয়ন এসব অপরিহার্য মৌল গুলি উদ্ভিদ দেহে অভিস্রবনীয় ভারসাম্য বজায় রাখে ।
  2.  ক্লোরোফিল সংশ্লেষ:  ম্যাগনেশিয়াম (Mg) ক্লোরোফিল অনুর কেন্দ্রীয় ধাতু হিসেবে থেকে ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
  3. প্রোটোপ্লাজম গঠন: বিভিন্ন মৌল প্রোটোপ্লাজম গঠনে অংশ গ্রহন করে । যেমন-কার্বন(C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O) ইত্যাদি। 
৪. সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য লেখ । ব্যাপন ও অভিস্রবনের দুটি পার্থক্য উল্লেখ কর ।
উত্তর: ◼️   সক্রিয় পরিবহনের বৈশিষ্টগুলি নিচে আলোচনা করা হল: 
➊ সক্রিয় পরিবহনে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না ।
➋ এই প্রকার পরিবহনে বাহকের একান্ত প্রয়োজন ।
➌ সক্রিয় পরিবহন পদার্থের অণু বা আয়নের নির্দিষ্টতা, সম্পৃক্ততা, প্রতিরোধ প্রভৃতির উপর নির্ভর করে ।

◼️◼️

ব্যাপন ও অভিস্রবনের পার্থক্য
ব্যাপনঅভিস্রবণ
i) এক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার দরকার হয় না।i) এক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার দরকার হয়।
ii) এক্ষেত্রে পদার্থের অনুগুলি কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্ব যুক্ত স্থানে ছড়িয়ে পড়ে।ii) এক্ষেত্রে পদার্থের অনুগুলি কম ঘনত্বযুক্ত দ্রবন থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবনের দিকে ছড়িয়ে পড়ে ।




উপরের দেওয়া  নবম শ্রেনীর জীবনবিজ্ঞান এর Model Activity Task এর Part 3 এর উত্তরগুলি নিয়ে কোনরকম প্রশ্ন থাকলে টা আমাদের কমেন্ট করে জানাতে পারো |

Tags: Wbbse Class 9 Model Activity Tasks, Wbbse Class 9 Life Science Model Task Answers, Life Science Model Activity Task solutions








4/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. Thankssse bro brother 😍😍😍😍😍😎😎😋😋😋😋😘😘😘😘😘😚😚😚😙😗😗

    ReplyDelete
  2. THANKS..ESHOSEEKHI..WEBSITE..😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🥰🤩🥰😍😇😀😀😃😃😄😁😆😘😇😘😇🤩🤩🥰🤩🥰🤩🤩🥰🤩🥰🤩🥰🤩🥰🤩🤩🤩😍😇😍😜😝😝🤪😝🤪😝🥰😝😝🤪😜😝😝😝🤪😝🥰😝🤪🤑😇🤑🤪🤑😜🤑🤑😜🤑🤪🤑😇🤑🤑🤩😇🤩😇🤩🤩😇😍😃😍😃😍😃

    ReplyDelete
    Replies
    1. Thank You so much.......
      Keep Supporting us.....

      Delete
  3. Thank you soo much.......

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post