প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো । আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Online Portal থেকে দেওয়া সপ্তম শ্রেণীর Model Activity Task এর Part 3 এর উত্তরগুলি । (WBBSE Class 7 Science Model Activity Task Solutions)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো:
১. উদাহরণসহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো ।
উত্তর:
নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য |
নিয়মিত প্রতিফলন | বিক্ষিপ্ত প্রতিফলন |
i) মসৃন এবং চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন দেখা যায় । | i) অমসৃণ ও খসখসে তলে বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় । |
ii) নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব সৃষ্টি হয় । | ii) বিক্ষিপ্ত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব সৃষ্টি হয় না । |
iii) নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে চলে । | iii) বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে । |
iv) নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তলকে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিগুলিকে ইচ্ছে মতো যেকোনো দিকে ফেলা যায় । | iv) বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলিকে ইচ্ছে মতো যেকোনো দিকে ফেলা যায় না । |
২. একটি পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলি করা হলো । প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের কি পরিবর্তন দেখা যাবে: (ক) উৎসকে দূরে সরানো হলো (খ) ছিদ্রকে বড়ো করা হলো ।
উত্তর:
কী পরিবর্তন করা হল | কি দেখা যাবে |
(ক) উৎসকে দূরে সরানো হলো | পর্দায় উৎসের যে প্রতিকৃতি দেখা যায় তার আকৃতি আগের তুলনায় ছোট হয়ে যাবে । |
(খ) ছিদ্রকে বড়ো করা হলো | ছিদ্র বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে । এর ফলে প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা প্রতিকৃতি তৈরী করবে । এর ফলে সমস্ত প্রতিকৃতি মিলে গিয়ে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরী করবে । |
৩. তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় ?
উত্তর: নিম্নলিখিত উপায়ে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা যায়:
》তড়িৎ প্রবাহমাত্রার পরিমান বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পায় ।
》তড়িৎ চুম্বকের মজ্জার প্রতি একক দৈর্ঘ্যে অন্তরিত তারের কুণ্ডলীর পাকসংখ্যা বাড়ালে চুম্বকের শক্তি বাড়ে ।
》তড়িৎ চুম্বকের মজ্জার (অর্থাৎ যে উপাদান দিয়ে তড়িৎ চুম্বকটি তৈরি হয়) পরিবর্তন করেও তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা যায় ।
》তড়িৎচুম্বকের মজ্জার আকৃতি পরিবর্তন করে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা যায় । দেখা গেছে যে, তড়িৎচুম্বকের মজ্জার আকৃতি 'U' আকৃতির হলে চুম্বকের শক্তি অনেকাংশে বৃদ্ধি পায় ।
৪. কচুরিপানার খর্বধাবক ও আলুর স্ফীতকন্দের কাজ কী কী ?
উত্তর: ▪️ কচুরিপানার খর্বধাবক অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করতে সাহায্য করে ।
▪️▪ আলুর স্ফীতকন্দ খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ জননে সাহায্য করে ।
৫. পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো ।
উত্তর:
পাতার বিভিন্ন অংশের কাজ |
পাতার অংশ | কাজ |
১. পত্রমূল
| পত্রমূল পাতাকে কান্ড বা শাখার সাথে জুড়ে রাখে এবং পাতার মধ্য দিয়ে জল ও খাদ্য পরিবহনে সাহায্য করে । |
২. পত্রবৃন্ত
| পত্রবৃন্ত পত্রফলককে ধরে রাখে এবং পত্রফলকের সমস্ত ভার বহন করে । |
৩. পত্রফলক
| পত্রফলকের প্রধান কাজ হল সালোকসংশ্লেষ পদ্ধতিতে গাছের খাবার তৈরী করা । এছাড়া গাছ এবং পরিবেশের মধ্যে নানারকম গ্যাসীয় আদান-প্রদানও পত্রফলকের মাধ্যমে হয়ে থাকে । |
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা
প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক
করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো |
নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task class 7, WBBSE Class 7 Science Model Activity Task Solutions, model activity task class 7 pdf, model activity task class 7 science part 1, model activity task class 7 science, class 7 paribesh o bigyan, মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 পরিবেশ ও বিজ্ঞান পার্ট 3 , Class 7 Paribesh o biggan model activty task solutions
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.