নবম শ্রেণী জীবনবিজ্ঞান (সালোকসংশ্লেষ) প্রশ্নোত্তর 2020 | Class 9 Life Science Short Questions & Answers

wbbse-class-9-life-science-questions


আজকের এই পোস্টটিতে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের সালোকসংশ্লেষ অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করবো । নিচে দেওয়া প্রশ্নোত্তরগুলি পড়লে তোমরা সালোকসংশ্লেষ অধ্যায়ের সমস্ত ছোট প্রশ্নের উত্তরগুলি অনায়াসেই পরীক্ষায়  লিখে আসতে পারবে এবং আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হয়তো আসবে না । (WBBSE Class 9 Life Science Important Questions 2020)

 

অধ্যায়: জৈবনিক প্রক্রিয়া

আজকের আলোচনার বিষয় : সালোকসংশ্লেষ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

1. 'সালোকসংশ্লেষ' বা 'ফটোসিনথেসিস' শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: বিজ্ঞানী বার্নেস (Barnes) 1898 খ্রিস্টাব্দে ।

2. সালোকসংশ্লেষ কথাটির অর্থ কী ?
উত্তর: সালোকসংশ্লেষ শব্দটিকে ভাঙলে আমরা পাই সালোক এবং সংশ্লেষ এই শব্দ দুটি । অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষ বা তৈরী হওয়াকেই সালোকসংশ্লেষ বলে ।

3. সালোকসংশ্লেষ কোথায় সংঘটিত হয় ?
উত্তর: ক্লোরোফিল যুক্ত সমস্ত সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষ ঘটে থাকে ।

4. সালোকসংশ্লেষ উদ্ভিদের কোন অংশে ঘটে থাকে ?
উত্তর: উদ্ভিদের পাতার মেসোফিল কলার ক্লোরোফিলযুক্ত অংশে প্রধানত সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় ।

5. গাছের রান্নাঘর কাকে বলা হয় এবং কেন ?
উত্তর: পাতাকে গাছের রান্নাঘর বলা হয়ে থাকে কারণ, গাছের পাতাই একমাত্র সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে গাছের খাদ্য তৈরী করে ।

6. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য কী কী উপাদান বা কাঁচামালের প্রয়োজন হয় ?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রধানত কার্বন ডাই-অক্সাইড (CO2), জল (H2O) এবং সূর্যালোকের প্রয়োজন । এছাড়াও ক্লোরোফিলের প্রয়োজন হয় যা উদ্ভিদের পাতায় উপস্থিত থাকে ।

7. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী কী তৈরী হয় ?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ, জল এবং অক্সিজেন তৈরী হয় ।

8. সালোকসংশ্লেষকারী অঙ্গাণুর নাম কী ?
উত্তর: ক্লোরোপ্লাস্ট ।

9. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী ?
উত্তর: জল (H2O)

10.কোনপ্রকার উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা খাদ্য তৈরী করতে পারে না ?
উত্তর: যেসব উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই তারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা খাদ্য তৈরী করতে পারে না ।
যেমন- ছত্রাক জাতীয় উদ্ভিদ, স্বর্ণলতা ইত্যাদি ।

11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি লেখ ।

উত্তর:
wbbse-class-9-life-science

12. সালোকসংশ্লেষ কী ধরণের প্রক্রিয়া ?

উত্তর: উপচিতি মূলক প্রক্রিয়া ।

13. সালোকসংশ্লেষে উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগটির নাম কি ?
উত্তর: ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)।

14. NADP এর পুরো নাম কী ?

উত্তর: নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই-নিউক্লিওটাইড ফসফেট ।

15. ATP এর পুরো নাম কী ?
উত্তর: অ্যাডিনোসিন ডাই ফসফেট |

15. ATP গঠনে সাহায্যকারী মৌলটির নাম কী?
উত্তর: ফসফরাস |

16. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO2) |

17. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি?
উত্তর: NADP 

18. সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?
উত্তর: ক্লোরপ্লাস্টের স্ট্রোমায় অন্ধকার দশা সম্পন্ন হয় |

19. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয় ?
উত্তর: ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা সম্পন্ন হয় |

20. ক্লোরোফিলে উপস্থিত ধাতব উপাদানটির নাম কী ?
উত্তর: ম্যাগনেসিয়াম (Mg)

21. ATP তৈরির হওয়ার প্রক্রিয়াটির কী নাম ?
উত্তর: ফোটোফসফোরাইলেশন ।

22. ফটোলিসিস কাকে বলে ?
উত্তর: জলের অণুর H+ ও OH- আয়নে ভেঙে যাওয়ার ঘটনাকে ফটোলিসিস বলে ।

23. কোন জীব সালোকসংশ্লেষ প্রক্রিয়া ছাড়াই নিজের খাদ্য তৈরী করতে পারে ?
উত্তর: থিওব্যাসিলাস নামক এক প্রকার জীবানু |

24. RuBP এর পুরো নাম লেখ |
উত্তর: RuBP = রাইবিউলোজ বিস ফসফেট |

25. RuBISCO এর পুরো নাম কী ?
উত্তর: RuBISCO= রাইবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ |

26. এনার্জি কারেন্সি কাকে বলা হয় ?
উত্তর: ATP কে এনার্জি কারেন্সিবলা হয় |

27. কোন কোন মৌলের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরসিস রোগ হয় |
উত্তর: নাইট্রোজেন (N),আয়রন (Fe) ও ম্যাগনেসিয়াম (Mg) এর অভাবে |

28.সালোকসংশ্লেষের অন্ধকার দশার ওপর নাম কী ?
উত্তর: ব্ল্যাক ম্যান দশা |

29. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে দুটি উৎসেচক অংশগ্রহণ করে তাদের নাম কি ?
উত্তর: NADP এবং ADP ।

30. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন দশাতে CO2 গ্যাসের প্রয়োজন হয় ?
উত্তর: অন্ধকার দশাতে |

উপরের প্রশ্নগুলি ছাড়াও যদি তোমাদের এই অধ্যায় এর উপর আরো কোনো প্রশ্ন থাকে তবে টা আমাদের কমেন্ট করে জানাও | এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন করে ফেলতে পারো |
আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন ।
আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post