নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 উত্তরমালা | Wbbse Class 9 Life Science Model Activity Task Part 2 | Esho Seekhi

wbbse-class-9-life-science-model-task-part-2-answers
প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো । আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া নবম শ্রেণীর জীবনবিজ্ঞান মডেল টাস্ক পার্ট 2 এর উত্তরগুলি | (WBBSE Class 9 Life Science Model Activity Task Part 2 Answers/Solutions)

উত্তরগুলি আলোচনার পূর্বে চলে দেখে নেওয়া যাক Class 9 Life Science Model Activity Task Part 2 এর প্রশ্নগুলি
wbbse-class-9-life-science-model-task-part-2-answers

নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 উত্তরমালা

নিচের প্রশ্নগুলির উত্তর দাও:


১. নিউক্লিয়াসের একটি পরিছন্ন চিত্র অঙ্কন নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (ক) নিউক্লিওপ্লাজম (খ) নিউক্লিওজালিকা (গ) নিউক্লীয়পর্দা (ঘ) নিউক্লিওলাস
উত্তর: নিচে নিউক্লিয়াসের চিত্র এঁকে তার অংশগুলি চিহ্নিত করা হল:
nucleus-image-wbbse-class-9-life-science


২. জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো । যোগকলার কাজ লেখো ।
উত্তর: প্রোটিনের গুরুত্ব : 
প্রোটিন জীবদেহের বৃদ্ধি, কোশের গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে । 
আমাদের দেহে সকল প্রকারের উৎসেচক গঠনে প্রোটিন সহায়তা করে । 
প্রোটিন জীবদেহে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের চাহিদা পূরণ করে । 
প্রোটিন দেহে অ্যান্টিবডি সৃষ্টিতে সাহায্য করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।

যোগকলার কাজ :
  1. যোগকলা দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে ।
  2. দেহের অনাক্রম্যতাকে বজায় রাখতে সাহায্য করে ।
  3. দেহের চলন ও গমনে সাহায্য করে এবং দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে ।
 
৩. ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো । নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো -- নিডোব্লাস্ট কোশ, কম্বপ্লেট, টিউবফিট ।
উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল:
 ব্যক্তবীজী উদ্ভিদের মূলদেহটি রেণুধর দেহ ও ডিপ্লয়েড প্রকৃতির । এদের দেহে প্রকৃত মূল,কান্ড ও পাতা থাকে ।
ব্যক্তবীজী উদ্ভিদে বীজ উৎপন্ন হলেও ফল উৎপন্ন হয় না । এই কারণেই এদের ব্যক্তবীজী বলা হয় ।
 

বৈশিষ্ট্য পর্বের নাম
প্রাণীর নাম
নিডোব্লাস্ট কোশনিডেরিয়াহাইড্রা, জেলিফিশ
কম্বপ্লেটটিনোফোরাবেরো, হর্মিফোরা
টিউবফিটএকাইনোডার্মাটাতারামাছ, সমুদ্রশশা


৪. মানবদেহে প্লীহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো । প্রাণীকোশের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো ।
উত্তর: ◾ প্লীহার অবস্থান: প্লীহা হল মানবদেহের বৃহত্তম লসিকা অঙ্গ । প্লীহার অবস্থান বক্ষ ও উদর গহ্বরের বিভেদ মধ্যচ্ছদার ঠিক নিচে, উদর গহ্বরের উপরের বাঁদিকে এবং নবম থেকে একাদশ পাঁজরের সমতলে ।

≽ প্লীহার ভূমিকা:
  প্লীহা দেহের অনাক্রম্যতা বৃদ্ধিতে সাহায্য করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, পরজীবী ইত্যাদি ধ্বংস করে দেহের সুরক্ষা করে ।
প্লীহা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে ।

◾ প্রাণীকোশের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব:
প্রাণীকোশের বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা খুবই উল্লেখযোগ্য কারণ:
কোশের মাইটোসিস ও মিয়োসিস বিভাজনে সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে ।
সেন্ট্রোজোম কোশ বিভাজনের শেষ পর্যায়ে ক্রোমোজোমের  সাহায্য করে ।
শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে ।


নবম শ্রেণীর অন্যান্য মডেল টাস্কগুলির উত্তরগুলির লিংক নিচে দেওয়া হলো :

নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3 
নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 2
নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3



উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন ।

আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

2/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post