প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি আলোচনা করবো । (WBBSE Madhyamik Physical Science Suggestion 2021 ) | এই প্রশ্নগুলি ছোট প্রশ্ন ও MCQ এর জন্য গুরুত্বপূর্ণ |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
Short Questions with Answers
Chapter: পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা
প্রশ্নমান-1
1. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে ?
উত্তর: সাতটি পর্যায় ও নয়টি শ্রেণী
2. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে ?
উত্তর: সাতটি পর্যায় এবং 18 টি শ্রেণি ।
3. পর্যায় সারণিতে কোন কোন পর্যায় কি হ্রস্ব পর্যায় বলে?
উত্তর: দ্বিতীয় ও তৃতীয় পর্যায় কে |
উত্তর: সাতটি পর্যায় ও নয়টি শ্রেণী
2. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে ?
উত্তর: সাতটি পর্যায় এবং 18 টি শ্রেণি ।
3. পর্যায় সারণিতে কোন কোন পর্যায় কি হ্রস্ব পর্যায় বলে?
উত্তর: দ্বিতীয় ও তৃতীয় পর্যায় কে |
4. মেন্ডেলিফের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোন শ্রেণীতে?
উত্তর: শূন্য শ্রেণীতে ।
5. আধুনিক পর্যায় সারণির কোন পর্যায়ে কে অতি দীর্ঘ পর্যায় বলে?
উত্তর: ষষ্ঠ পর্যায় কে
6. পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা কত?
উত্তর: 30 টি
7. মেন্ডেলিফ এর পর্যায় সারণিতে ক্ষার ধাতু গুলি কোন গ্রুপে অবস্থিত ?
উত্তর: প্রথম শ্রেণীর A উপশ্রেণী তে অর্থাৎ IA শ্রেণীতে ।
8. আধুনিক পর্যায় সারণিতে হ্যালোজেন মৌল গুলির অবস্থান কোন শ্রেণীতে ?
উত্তর: 17 নং শ্রেণীতে ।
9. নিষ্ক্রিয় গ্যাস গুলির যোজ্যতা কত?
উত্তর: শূন্য
10. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায় অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস টির নাম লেখ ।
উত্তর: হিলিয়াম
11. কোন মৌলকে মেন্ডেলিফ দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন ?
উত্তর: হাইড্রোজেন মৌলকে
12. দুটি সন্ধিগত মৌলের নাম লেখ ।
উত্তর: আয়রন (Au) ও কপার (Cu)
13. মেন্ডেলিফের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে ?
উত্তর: 6 টি
14. একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখ ।
উত্তর: রেডন (Rn)
15. কোন হ্যালোজেন মৌল টির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি?
উত্তর: ফ্লুওরিন (F)
16. কোন হ্যালোজেন মৌল টির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম?
উত্তর: আয়োডিন (I)
17. ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও : I, Cl, Br, F
উত্তর: F < Cl < Br < I
18. H, Na, K, Li কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও ।
উত্তর: K < Na < Li < H
19. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেনিতে অবস্থান করে ?
উত্তর: 2 নং শ্রেনিতে |
20. মৌলের পর্যায়গত ধর্ম নয় এরূপ দুটি ধর্মের নাম লেখ |
উত্তর: তেজস্ক্রিয়তা , ঘনত্ব |
Tags: Madhyamik Physical Science, Madhyamik Physical Science Suggestions 2021, WBBSE Class 10 Physical Science, Physical Science Suggestions, Madhyamik Suggestions, model activity task class 10 life science part 3, WBBSE Online Study, Madhyamik 2021 Suggestions,মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন,
উপরের প্রশ্নোত্তর গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.