প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা নবম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর কিছুপ্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব | এই পোস্টে আমরা নবম শ্রেনীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎপরিমাপ অধ্যায়টির প্রশ্নোত্তর আলোচনা করব | (WBBSE Class 9 Physical Science Notes)
নবম শ্রেণী : ভৌতবিজ্ঞান
অধ্যায়: পরিমাপ (Measurement)
প্রশ্নোত্তর:
1. ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে ?উত্তর: পরিমাপযোগ্য যেকোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে |
যেমন: দৈর্ঘ্য,গতিবেগ,উষ্ণতা,ভর,সময় ইত্যাদি |
2. ভৌত রাশি কয় প্রকারের?
উত্তর: রাশি দুই প্রকারের স্কেলার রাশি ও ভেক্টর রাশি |
উত্তর: রাশি দুই প্রকারের স্কেলার রাশি ও ভেক্টর রাশি |
3. স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও ।
উত্তর: যেসব রাশির কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে ।
যেমন: দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি |
4. ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ দাও ।
উত্তর: যেসব রাশির মান এবং অভিমুখ দুই-ই আছে তাদের ভেক্টর রাশি বলে ।
4. ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ দাও ।
উত্তর: যেসব রাশির মান এবং অভিমুখ দুই-ই আছে তাদের ভেক্টর রাশি বলে ।
যেমন: বেগ, ত্বরণ, সরণ, ওজন, ভরবেগ ইত্যাদি ।
আরও পড়ুন: নবম শ্রেণী জীবনবিজ্ঞান :সালোকসংশ্লেষ প্রশ্নোত্তর
5. স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য লেখ ।
6. ভৌতরাশির একক কাকে বলে ?
উত্তর: কোনো ভৌতরাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমান ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়, তাকে ওই ভৌতরাশিটির একক বলে |
7. এককের প্রয়োজনীয়তাগুলি লেখো |
উত্তর: ⓵ একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন | কেবলমাত্র ভৌতরাশির মান দিয়ে কিছু বোঝা যায় না | যেমন- কেবল 10 বললে কিছুই বোঝা যায় না, কিন্তু 10 সেমি বললে নির্দিষ্ট দৈর্ঘ্যকে বজায় |
⓶ একক একই ভৌতরাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে |
8. প্রাথমিক একক বা মৌলিক একক কাকে বলে ?
উত্তর: যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোন রকম ভাবে অন্য এককের উপর নির্ভরশীল নয় এবং যে সমস্ত একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক বা মূল একক বলে ।
যেমন- দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির একক হল প্রাথমিক বা মূল একক ।
9. লব্ধ একক কাকে বলে ?
যেসব একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলা হয় ।
10. একক প্রকাশের বিভিন্ন পদ্ধতি গুলির নাম লেখ ।
একক প্রকাশের চারটি প্রচলিত পদ্ধতি রয়েছে । পদ্ধতি গুলি হলো - i) CGS বা মেট্রিক পদ্ধতি, ii) SI পদ্ধতি, iii) FPS পদ্ধতি, iv) MKS পদ্ধতি |
উত্তর: যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোন রকম ভাবে অন্য এককের উপর নির্ভরশীল নয় এবং যে সমস্ত একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক বা মূল একক বলে ।
যেমন- দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির একক হল প্রাথমিক বা মূল একক ।
9. লব্ধ একক কাকে বলে ?
যেসব একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলা হয় ।
10. একক প্রকাশের বিভিন্ন পদ্ধতি গুলির নাম লেখ ।
একক প্রকাশের চারটি প্রচলিত পদ্ধতি রয়েছে । পদ্ধতি গুলি হলো - i) CGS বা মেট্রিক পদ্ধতি, ii) SI পদ্ধতি, iii) FPS পদ্ধতি, iv) MKS পদ্ধতি |
বর্তমানে CGS ও SI পদ্ধতিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে |
11. CGS ও SI পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক লেখো |
এই অধ্যায় এর আরও প্রশ্নোত্তর পেতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে PDF Download করুন |
PDF মূল্য: মাত্র 29/- টাকা
Tags: WBBSE Class 9 Physical Science, Class 9 Physical Science Notes, WBBSE Class 9
উপরের প্রশ্নগুলি ছাড়াও যদি তোমাদের এই অধ্যায় এর উপর আরো কোনো প্রশ্ন থাকে তবে টা আমাদের কমেন্ট করে জানাও | এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন করে ফেলতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন ।
আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন ।
আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.