পরিবেশ ও বিজ্ঞান | বিভিন্ন মৌলের নাম ও চিহ্ন | WBBSE Physical Science | Name and Sign of Important Elements

 

wbbse-physical-science-name-of-elements 

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ মৌল ও তাদের চিহ্নগুলি | এই মৌল গুলির নাম ও চিহ্ন মনে রাখা খুবই প্রয়োজনীয় | এই পোস্টটি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম, নবম ও দশম শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী হবে আশা করছি |

WBBSE Physical Science : Name and Sign of some important elements.

 

 

বিভিন্ন মৌলের নাম ও চিহ্ন

চিহ্ন কী ?
উত্তর: কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে ইংরেজি বর্ণমালার একটি বা দুটি অক্ষরের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে, একেই মৌলের চিহ্ন বলে |

নিচে বিভিন্ন মৌলের নাম ও তাদের চিহ্ন সারণী আকারে দেওয়া হলো |



মৌলের নাম

চিহ্ন

কার্বন

C

হাইড্রোজেন

H

নাইট্রোজেন

N

অক্সিজেন

O

অ্যালুমিনিয়াম

Al

নিকেল

Ni

আর্সেনিক

As

সিলিকন

Si

জিঙ্ক

Zn

বোরন

B

পটাশিয়াম

K

সোডিয়াম

Na

ক্যালসিয়াম

Ca

ম্যাগনেশিয়াম

Mg

ফ্লুওরিন

F

সালফার

S

ব্রোমিন

Br

লেড বা সিসা

Pb

তামা বা কপার

Cu

লোহা বা আয়রন

Fe

সোনা

Au

রুপা বা সিলভার

Ag

টিন

Sn

পারদ

Hg

কুরিয়াম

Cm

আইনস্টাইনিয়াম

Es

আমেরিসিয়াম

Am

পোলোনিয়াম

Po

ইউরানিয়াম

U

নেপচুনিয়াম

Np

প্লুটোনিয়াম

Pu

 

Tags: WBBSE Physical Science, Name of Elements, Sign of Elements, Periodic Table of Elements, wbbse physical science, madhyamik physical science

এই পোস্টটি নিয়ে তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post