[PART 4] WBBSE Class 6 Science Model Activity Task Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

 

wbbse-class-model-activity-task-2021-solutions-pdf

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Environment and Science 2021)


WBBSE Model Activity Task 2021

ষষ্ঠ শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

 Part 4

 

১. ঠিক উত্তর নির্বাচন করো : 

১.১ সিঙ্কোনা গাছের চাল থেকে পাওয়া যায় - (ক) রজন  (খ) কুইনাইন  (গ) রবার  (ঘ) আঠা |

উত্তর: (খ) কুইনাইন

 

১.২ কৃষিষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো - (ক) নুন  (খ) ম্যালাথায়ন (গ) কার্বারিল  (ঘ) ইউরিয়া ।

উত্তর: (ঘ) ইউরিয়া ।


১.৩ কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো - (ক) CCl  (খ) CCl₂  (গ) CCl₄  (ঘ) CCl₃

উত্তর: (গ) CCl₄


২. শূন্যস্থান পূরণ করো : 

২.১ সাগরকুসুম আর ________________ মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায় ।

উত্তর: ক্লাউন মাছ |

 

২.২ কোনো কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় _________ যায় ।

উত্তর: বেড়ে যায় |

 

২.৩ রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহণের ক্ষমতা ________ ।

উত্তর: কম |


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 

৩.১ 'বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাওয়া যায়' - উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো ।

উত্তর: গাছের পাশাপাশি আমাদের জামাকাপড় তৈরির নানান উপাদান আমরা বিভিন্ন প্রানীদের থেকেও পেয়ে থাকি | যেমন:

  • শাড়ি তৈরির কাপড় সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে |
  • ভেড়া, চামড়ি গাই ইত্যাদি থেকে আমরা উল বা পশম পেয়ে থাকি যা শীতবস্ত্র তৈরিতে কাজে লাজে |


৩.২ জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায় ?

উত্তর: জল ও বালির মিশ্রণ কে কেলাসন পদ্ধতির সাহায্যে পৃথক করা যাবে | 

জল ও বালির মিশ্রণকেএকটি পাত্রের মধ্যে নিয়ে সেটিকে উত্তপ্ত করতে থাকলে একসময় জল ফুটতে আরম্ভ করবে | কিছুক্ষণ পর দেখা যাবে যে সমস্ত জল বাষ্পীভূত হয়ে গেছে এবং পাত্রে শুধু মাত্র বালি পড়ে রয়েছে | এভাবে জল ও বালির মিশ্রণ থেকে আমরা বালিকে আলাদা করতে পারি |


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ 'স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া' - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ।

উত্তর: স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া কারণ, স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50 টিরও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক এবং পরজীবীনাশক ঔষধ পাওয়া যায় | এই ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত ওষুধ গুলি আমাদের আমাদের দেহে প্রবেশ করা ক্ষতিকর জীবাণুদের মেরে ফেলে |


৪.২ জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে । এই কাজে কোন পদ্ধতিটি - পরিস্রাবণ, না পাতন - অনুপযুক্ত এবং কেন ?

উত্তর: এক্ষেত্রে পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত | কারণ, নুন জলের এই মিশ্রণে নুন, জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে | তাই, অনেক দিন রেখে দিলেও নুন থিতিয়ে পড়বে না | ফলে পরিস্রাবণ পদ্ধতির দ্বারা এই দ্রবণ থেকে নুনকে ফিরে পাওয়া যাবে না |


 আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject, class 6 model activity task 2021, model activity task class 6 science and environment 2021, model activity task class 6 environment and science answers, model activity task class 6 science and environment, model activity task class 6 science part 1 answers, WBBSE Class 6 Science Model Activity Task Answers, Class 6 Model Activity Task Answers Science, ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post