[PART 1] Class 7 History Model Activity Task WBBSE | সপ্তম শ্রেণী পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

wbbse-class7-model-activity-task-solutions-part1

 

 

 প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখি তে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া সপ্তম শ্রেনীর 'পরিবেশ ও ইতিহাস' মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে আমরা পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 এর উত্তরগুলি আলোচনা করেছি |


Model Activity Task

Class 7

ইতিহাস

PART 1

অধ্যায়:

১. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা |

২. ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা |

 

১) "সেনযুগের বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল" - এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখ। 

উত্তরঃ সেন যুগে পাল যুগের মতো বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি। ব্রাহ্মধর্মকে প্রাধান্য দিতেন সেন রাজারা। বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল ব্রাহ্ম ধর্মের মধ্যে। বৃহস্পতি, গঙ্গা, জমুনা, মাতৃকা,ইন্দ্র, অগ্নি, সূর্য, শিব, বিষ্ণু, পূজো করা হত। লক্ষণ সেন ছিলেন বৈষ্ণ সেন রাজাদের মধ্যে , তবে তার পূর্বসূরিরা শৈব ছিলেন। 

 

২) প্রাচীন বাংলার যে অঞ্চলে ও নদী গুলোর নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছো, তার একটি তালিকা তৈরি করো।

উত্তর: প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি হল - বাঙ্গাল, রাঢ়, সাম্র,  পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, গৌর, সমতট ও হরিকেল

প্রাচীন বাংলার প্রধান নদী গুলি হল - পদ্মা, মেঘনা, করতোয়া, অজয়, ভাগিরথি, দামোদর, কংসাবতী ।  

 

৩) ভারতের সামন্ততন্ত্রের একটি ছবি একে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ ও পিরামিডের আকৃতি কেন জরুরি দুটি অথবা তিনটি বাক্যে লেখ । 

উত্তর: তৎকালীন সমাজ ব্যবস্থায় গভীরভাবে রেখাপাত করেছিল ভারতের আদি মধ্য যুগের সমরকালে গড়ে ওঠা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা। সামন্ততন্ত্রের একটি ছবি আঁকা হলে অনেকটা ত্রিভুজের আকার নেয়। কারণ এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন শ্রেণীর বা শাসক শ্রেণীর ওপর শোষণকারী ব্যক্তির সংখ্যা উপর থেকে ক্রম পর্যায়ে কমে  একজন শাসক বা রাজ্যের উপর এসে দাঁড়াতো। ফলে সাধারণত সেটি ত্রিভুজের মতো দেখতে লাগতো। সবচাইতে নিম্নে ছিল কৃষক শ্রেণী ও সাধারণ শ্রেণী। তাদের ওপর বেশ কিছু মাঝারি শাসক ছিল । 

 

wbbse-class7-model-activity-task-history-solutions

 

 

৪) পাল ও সেন যুগে কি কি চাষ হতো তার একটি তালিকা তৈরি করো।  কোন কোন ফসল এখন চাষ করা হয় ? 

উত্তর: পাল ও সেন যুগে বাংলার প্রধান কৃষি ফসলগুলির মধ্যে ছিল ধান। তাছাড়া শাকসবজি, পান, সুপারি, এলাচ, মহুয়া পাট, সরষে, আখ, নীল, তুলো চাষ ইত্যাদি প্রচুর পরিমাণে করা হতো । 

 

◼◼ পাল ও সেন যুগে যেসব ফসল চাষ হতো সেই ফসল এখনও চাষ করা হয়। যেমন - ধান, সরষে, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙ্গে, কচু, কাঁকরোল, আখ, পাট প্রভৃতি । 


সপ্তম শ্রেনীর ইতিহাসের অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হল :

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 1 

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 2

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 3

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 4

 




আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

সপ্তম শ্রেনীর অন্যান্য মডেল টাস্কের উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন

Class 7 Model Activity Task Links

গণিত মডেল টাস্ক

Part 1

Part 2

Part 3

বিজ্ঞান মডেল টাস্ক

Part 1

Part 2

Part 3

ইংরেজি মডেল টাস্ক

Part 1

Part 2

Part 3

ভূগোল মডেল টাস্ক

Part 1

Part 2

Part 3

ইতিহাস মডেল টাস্ক

Part 1

Part 2

Part 3



 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 7 history part 1, WBBSE Class 7 History Model Activity Task Solutions, Class 7 Model Activity Task Banglar Shiksha, west bengal board history model activity task, Model Activity Task Part 1 Solutions, WBBSE Class 7 History and Environment Model Activity Task Answers 2021, সপ্তম শ্রেণী পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post