প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Environment and Science 2021)
WBBSE Model Activity Task 2021
Class 7
পরিবেশ ও বিজ্ঞান
১.১ কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই ।
উত্তর: ╳ ; কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন নাও হতে পারে | যেমন : লীনতাপের ক্ষেত্রে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় |
১.২ ভিটামিন D -এর অভাবে বেরিবেরি রোগ হয় ।
উত্তর: ╳;
ভিটামিন B কমপ্লেক্স এর অভাবে বেরিবেরি রোগ হয় এবংভিটামিন D এর অভাবে রিকেট রোগ হয় |
১.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই ।
উত্তর: ╳;
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখো : P₄ + .....O₂ ⟶ P₄O₁₀
উত্তর: $\small P_{4} + {\color{Blue} 5}O_{2} \rightarrow P_{4} O_{10}$
২.২ মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো ।
উত্তর: আয়োডিন মানবদেহে গলগন্ড বা গয়টার রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে । আয়োডিন হরমোন মানবদেহে থাইরক্সিন হরমোন এর নিঃসরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যার ফলে থাইরয়েড গ্রথির অস্বাভাবিক হারে ফুলে যায় না ।
২.৩ আম দিয়ে তৈরী একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও ।
উত্তর: আমসত্ত্ব, আমের আচার ইত্যাদি আম দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার ।
আরও পড়ুন: সপ্তম শ্রেণী অধ্যায়: আলো | গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরণের বিক্রিয়া হবে ? বিক্রিয়ার সমীকরণ লেখো ।
উত্তর: কিউপ্রিক ক্লোরাইড (CuCl₂) এর জলীয় দ্রবণে জিঙ্কের (Zn) টুকরো যোগ করলে লালচে বাদামী রঙের তামা বা কপার থিতিয়ে পড়বে এবং জিংক ক্লোরাইড উৎপন্ন হবে ।
এটি প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ ।
বিক্রিয়ার সমীকরণটি হল:
$\small {\color{Blue} Zn} + {\color{Red} Cu}Cl_{2} \rightarrow {\color{Blue} Zn}Cl_{2} + {\color{Red} Cu} \downarrow$
৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরী করা যায় ?
উত্তর: প্রথমে জলের উৎস থেকে জল সংগ্রহ করে সেই জলকে অন্তত 20 মিনিট ফুঁটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে ।
দ্বিতীয়ত, সেই জলের মধ্যে ক্লোরিন ট্যাবলেট দিয়ে শোধন করতে হবে ।
এভাবেই ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যেতে পারে ।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো ।
উত্তর: ধরি, $\small x^{\circ}$ উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান |
আমরা জানি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো :
$\small \frac{C}{5} = \frac{F-32}{9}$
বা, $\small \frac{x}{5} = \frac{x-32}{9}$
বা, $\small 9x = 5x - 160$
বা, $\small 9x - 5x = -160$
বা, $\small 4x = -160$
বা, $\small x = \frac{\overset{40}{\mathop{-\not{1}\not{6}\not{0}}}}{\not{4}}$
∴ $\small x = -40$
∴ ─ 40℃ = ─ 40℉
∴ ─ 40° উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান দেখাবে | (উত্তর)
৪.২ কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগের কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর:
কোয়াশিওরকর রোগের কারণ:
খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের কোয়াশিওরকর রোগ দেখা যায় ।
কোয়াশিওরকর রোগের লক্ষণ:
- শিশুর চামড়া গাঢ় বর্ণের হয়ে যায় এবং পেট ফুলে থাকে ।
- চোখ গুলো দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.