[PART 1] WBBSE Model Activity Task Class 6 Geography and Environment | ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল উত্তরমালা

 

wbbse-model-activity-task-class6-geography-part1

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর "পরিবেশ ও ভূগোল" এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে |

( Class 6 Model Activity Task Environment and Science )


WBBSE Model Activity Task

Class 6

পরিবেশ ও ভূগোল

 Part 1

 

 নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১. চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র আভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। 

উত্তরঃ  চন্দ্র অভিযানকারীরা তাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বেশ কিছু তথ্য দিয়েছেন। চাঁদ পৃথিবীর তুলনায় হালকা এবং চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কম হওয়ায় পৃথিবীর তুলনায় চাঁদে সমস্ত জিনিস ছায় ভাগ হালকা হয়ে থাকে। বায়ু শূন্য স্থানে শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় জেতে পারে না বলে চাঁদে একে অপরের সাথে ইশারায় কথা বলতে হয়। এই পরিবেশে কোন উদ্ভিদ জন্মাতে পারে না। সূর্যের আলো পৌছতে পারে না বলে এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর, বিশালাকার গর্ত গুলোকে পৃথিবী থেকে কালো দাগের মত দেখায়, যাকে চাঁদের কলঙ্ক বলা হয়। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ না ঘটায় এখানে কোন রং দেখতে পাওয়া যায় না। চাঁদে দু সপ্তাহে একদিন হয়, ফলে সূর্যের তাপে পাথর প্রায় ১১৭ ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে ওঠে। আবার রাতও ছলে দু সপ্তাহ ধরে তাই তাপমাত্রা তখন ১৫০ ° সেলসিয়াস হিমাঙ্কের নীচে নেমে যায় |

 

২. "পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো"- যুক্তি সহকারে বক্তব্যটি ব্যাখ্যা কর।

উত্তরঃ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত গতিতে ঘোরে বুলে ওপর নীচ কিছুটা চাপা এবং মাঝবরাবর ৪২ কিমি স্ফীত। কমলালেবু বা ন্যাসপাতির সাথে পৃথিবীর আকৃতির মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরাজিতে বলা হয় জিয়ড। পৃথিবীর গায়ে পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর থাকা সত্ত্বেও মহাকাশ থেকে পৃথিবীকে মসৃণ গোলকের মতো দেখায়।

 

৩. একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষ রেখা মানসহ চিহ্নিত কর। 

উত্তর: 

wbbse-class6-model-activity-task-geography-part1


৪. তোমার দেশের উত্তরে সমভূমি অঞ্চলে ঘন বসতিপূর্ণ হওয়ার কারন ব্যাখ্যা কর। 

উত্তরঃ ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসম রাজ্য নিয়ে উত্তরের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এখানকার প্রাধান নদনদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকড়, পলি বয়ে এনে সমভূমি তৈরি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্ছলের মাটি খুবই উর্বর হওয়ায় চাষ বাস খুব ভাল হয়। সমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থাও ভাল হয়। তাই এখানে ঘন জনবসতি গড়ে উঠেছে।

 

Class 6 এর অন্যান্য মডেল টাস্ক এর লিংক নিচে দেওয়া হলো :

 ▶ Class 6 Math Model Activity Task Part 1

 ▶ Class 6 Math Model Activity Task Part 2

 ▶ Class 6 Math Model Activity Task Part 3

 ▶ Class 6 English Model Activity Task Part 1

 ▶ Class 6 English Model Activity Task Part 2

 ▶ Class 6 English Model Activity Task Part 3 
 
 

 



  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags: model activity task class 6 all subject, class 6 model activity task, model activity task class 6, WBBSE Class 6 Geography and Environment Model Activity Task Solutions Part 3, model activity task class 6 Geography and Environment part 1, model activity task class 6 science, model activity task class 6 west bengal, class 6 Geography and Environment model activity task answers 2021, ষষ্ঠ শ্রেণী পরিবশ ও ভূগোলমডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট  1


© Esho Seekhi Online Education Plarform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post