[PART 3] Class 6 Science Model Activity Task Solutions | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 3


wbbe-class6-science-model-activity-task-solutions-part3

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর "পরিবেশ ও বিজ্ঞান" এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 3 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে |

( Class 6 Model Activity Task Environment and Science )


WBBSE Model Activity Task

Class 6

পরিবেশ ও বিজ্ঞান

 Part 3

 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

১. কোনো রাশির একক বলতে কী বোঝো ?

উত্তর: কোনো ভৌতরাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমান ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়, তাকে ওই ভৌতরাশিটির একক বলে | যেমন: মিটার, সেকেন্ডইত্যাদি |

 

২. SI একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো |

উত্তর: SI এককের দুটি সুবিধা হলো:

SI একক পৃথিবীর সকল দেশে ব্যবহার করা হয় | তাই SI এককে পরিমাপ করলে তা পৃথিবীর সবাই নির্দ্বিধায় মেনে নেবে |

SI এককে কোনো রাশির এক একক থেকে অন্য বড়ো বা ছোটো এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, অন্য কোনো সংখ্যা দিয়ে গুন বা ভাগ করতে হয় না |


৩. একটি মাপনী চোঙ ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোটো পাথরের ঘনত্ব কীভাবে নির্ণয় করবে ?

উত্তর:  

একটি মাপনী চোঙ ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোটো পাথরের ঘনত্ব নির্ণয়

🔸প্রথমেই একটি পাথরের টুকরো নেওয়া হলো এবং তুলাযন্ত্রের সাহায্যে সেই পাথরের টুকরোটির ভর পরিমাপ করা হলো | ধরি, পাথরটির ভর m গ্রাম 

 

🔸তারপর, আয়তন মাপক চোঙের একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নেওয়া হলো এবং জলতলের পথ নেওয়া হলো | মনে করি, ওই পাঠের মান V₁ cc .

 

🔸এইবার সেই পাথরটিকে মোম লাগানো সরু সুতোয় বেঁধে ধীরে ধীরে পুরোপুরি ভাবে জলের মধ্যে ডোবানো হলো | এর ফলে চোঙের মধ্যে জলতল কিছুটা উপরে উঠে আসবে | এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হলো |

মনে করি, এই পাঠের মান V₂ cc.

∴ পাথরটির আয়তন = (V₂ – V₁) cc.

এখন আমরা জানি, কোনো বস্তুর ঘনত্ব = ভর ÷ আয়তন

 

∴ পাথরটির ঘনত্ব হবে =$\small \frac{m}{(V_2-V_1)}$ গ্রাম / cc

 

wbbse-class6-model-activity-task-english-part3-pic

 

 

৪. একটি লোহার বলের ব্যাস 10 cm হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো |

উত্তর: লোহার বলটি হলো গোলাকার | তাই আমাদের ক্ষেত্রফল বের করার জন্য গোলকের ক্ষেত্রফল বের করতে হবে |

আমরা জানি, 

গোলকের ওপরের তলের ক্ষেত্রফল = $4\pi r^{2}$,  যেখানে r = গোলকের ব্যাসার্ধ

প্রশ্নানুসারে, লোহার বলটির ব্যাস = 10 cm

∴ লোহার বলটির ব্যাসার্ধ $\small \frac{10}{2} = 5$ cm

∴ লোহার বলটির ওপরের তলের ক্ষেত্রফল = $4\pi r^{2}$

$\small =4\times 3.14\times (5)^{2}$ বর্গসেমি. [$\small \pi = 3.14$]

$\small =4\times 3.14\times 5\times 5$ বর্গসেমি.

=  314 বর্গসেমি. (উত্তর)


৫. গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো |

উত্তর: 1 গড় সৌরদিন = 24 ঘন্টা

= 24 ✖ 60 ✖ 60 সেকেন্ড

= 86400 সেকেন্ড (উত্তর)

 

Class 6 এর অন্যান্য মডেল টাস্ক এর লিংক নিচে দেওয়া হলো :

 ▶ Class 6 Math Model Activity Task Part 1

 ▶ Class 6 Math Model Activity Task Part 2

 ▶ Class 6 Math Model Activity Task Part 3

 ▶ Class 6 English Model Activity Task Part 1

 ▶ Class 6 English Model Activity Task Part 2

 ▶ Class 6 English Model Activity Task Part 3 
 
 

 



  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags: model activity task class 6 all subject, class 6 model activity task, model activity task class 6, WBBSE Class 6 Science Model Activity Task Solutions Part 3, model activity task class 6 Paribesh O Viggan part 3, model activity task class 6 science, model activity task class 6 west bengal, class 6 paribesh o biggan model activity task answers 2021, ষষ্ঠ শ্রেণী পরিবশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট  3


© Esho Seekhi Online Education Plarform

 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post