[PART 4] WBBSE Class 8 Science Model Activity Task 2021 | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 উত্তরমালা

 

wbbse-class8-model-activity-task-science-solutions-2021


প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Environment and Science 2021)


WBBSE Model Activity Task 2021

Class 8

পরিবেশ ও বিজ্ঞান

 Part 4


১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১  চাপের SI একক হলো ㅡ ক) নিউটন খ) নিউটন বর্গমিটার গ) নিউটন/ বর্গমিটার ঘ) নিউটন / বর্গমিটার

উত্তর: গ) নিউটন /বর্গমিটার


১.২. আইসোবারের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের ㅡ ক) ভর সমান খ) প্রোটন সংখ্যা সমান গ) নিউট্রন সংখ্যা সমান ঘ) ভরসংখ্যা সমান |

উত্তর: ঘ) ভরসংখ্যা সমান ।


১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো ㅡ ক) মাইটোকনড্রিয়া খ) রাইবোজোম গ) নিউক্লিয়াস ঘ) লাইসোজোম |

উত্তর: ঘ) লাইসোজোম


২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে ?

উত্তর: 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে ।


২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো ㅡ Na, Fe, (H), Cu, Au | এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটি চিহ্নিত করো ।

উত্তর: উপরের তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটি হবে Na অর্থাৎ সোডিয়াম ।


২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে ?

উত্তর: রড কোশ



৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো ।

উত্তর: কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো:

$\small F = K \thinspace \frac{q_{1} \times q_{2}}{r^{2}}$

যেখানে, q₁ও q₂ হলো তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমাণ,

r = তড়িতাহিত বস্তুদুটির মধ্যে দূরত্ব,

F = বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল ।

 

◼◼ K রাশিটির SI একক হলো: নিউটন • মিটার²/ কুলম্ব²



৩.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় ?

উত্তর:

(i) খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা তাদের কোশীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় ।

(ii) এছাড়া তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশ প্রচুর পরিমাণে উপস্থিত থাকে ।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কী রকমের তা এঁকে দেখাও ।

উত্তর:

 

wbbse-class8-model-activity-task-2021-solutions



৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো ।

উত্তর:

গঠন: এন্ডোপ্লাজমীয় জালিকা একক পর্দাবৃত নানা আকারের নলাকার উপাদানের সমন্বয়ে গঠিত । এটি প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে ।

কাজ : এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোশীয় বস্তু যেমন - প্রোটিন, লিপিড এর সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশগ্রহণ করে থাকে ।

 

 



  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

READ ALSO


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task part 4 2021 class 8 all subject, class 8 model activity task 2021, model activity task class 8 science and environment part 4 solutions 2021, model activity task class 8 environment and science answers, model activity task class 8 science and environment, model activity task class 8 science part 1 answers, WBBSE Class 8 Science Model Activity Task Answers, Class 8 Model Activity Task Answers Science, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4উত্তরমালা 2021

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post