প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর "পরিবেশ ও ইতিহাস" এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 3 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে |
( Class 6 Model Activity Task History Solutions)
WBBSE Model Activity Task
Class 6
পরিবেশ ও ইতিহাস
Part 3
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
1) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
1.1 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন - (চন্দ্রগুপ্ত মৌর্য/ বিন্দুসার/ অশোক/)
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য ।
1.2 অশোকের আমলে সংঘটিত হয়েছিল - (হিদাসপিসের যুদ্ধ/ মগধের যুদ্ধ/ কলিঙ্গ যুদ্ধ)
উত্তর: কলিঙ্গ যুদ্ধ ।
1.3 অর্থশাত্র রচনা করেন - (পুরু/ কৌটিল্য/ বিন্দুসার)
উত্তর: কৌটিল্য ।
২) 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :
উত্তরঃ
3) নীচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল লেখো :
3.1 মগদের রাজধানী ছিল পাটলিপুত্রে ।
উত্তর: ঠিক
3.2 অশোক জৈন ধর্মে দীক্ষা নেন ।
উত্তর: ভুল
3.3 প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ।
উত্তর: ভুল
4) এক কথায় উত্তর দাও :
4.1 সাম্রাজ্য কি ?
উত্তর: কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড়ো শাসন এলাকাকে সাম্রাজ্য বলা হয় ।
4.2 মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর: মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক ।
4.3 মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হত ?
উত্তর: মৌর্য আমলে জেলা প্রশাসনকে বিষয় বা আহর বলা হত ।
Class 6 ইতিহাস MODEL TASK PART 1/button/#169c0c
Class 6 ইতিহাস MODEL TASK PART 2 /button/#169c0c
Class 6 ইতিহাস MODEL TASK PART 3/button/#169c0c
▶ Class 6 Math Model Activity Task Part 1
▶ Class 6 Math Model Activity Task Part 2
▶ Class 6 Math Model Activity Task Part 3
▶ Class 6 English Model Activity Task Part 1
▶ Class 6 English Model Activity Task Part 2
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags:
model activity task class 6 all subject, class 6 model activity task,
model activity task class 6, WBBSE Class 6 History Model Activity Task
Solutions Part 3, model activity task class 6 History Part 3, model
activity task class 6 itihas, model activity task class 6 west
bengal, class 6 History and Environment
model activity task answers 2021, ষষ্ঠ শ্রেণী পরিবশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 3
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.