প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task History 2021)
WBBSE Model Activity Task 2021
ষষ্ঠ শ্রেণী
ইতিহাস
১) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে __________।
উত্তর: পূর্ব আফ্রিকাতে |
খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ___________ |
উত্তর: জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
গ) হরপ্পা সভ্যতা ________ ঐতিহাসিক যুগের সভ্যতা ।
উত্তর: প্রায় ইতিহাস |
২) ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো |
উত্তর:
৩. একটি বা দুটি বাক্যে উত্তর লেখো :
ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো ?
উত্তরঃ মেহেরগড় সভ্যতায় মূলত গম ও যব চাষের প্রমাণ মিলেছে ।
আরও পড়ুন ▶ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 4 সমাধান
খ) উপমহাদেশের পুরনো গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখ।
উত্তরঃ ভারতের মধ্যপ্রদেশের ভীমভেটকায় প্রাচীন প্রস্তর যুগের একটা গুহা চিত্র পাওয়া গেছে। এছাড়া ইন্দোনেশিয়ার মারকো দ্বীপে, ইউরোপের ফ্রান্সে চাউভেত গুহায়, স্পেনের আলতামিরা গুহায়, আর্জেন্টিনার সান্তাক্রজ প্রদেশের Cave of the Hands গুহা ইত্যাদিতে গুহা বসতির চিত্র পাওয়া গেছে ।
৪. নিজের ভাষায় লেখো |
তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুহসের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন ?
উত্তরঃ আগুনের ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনে এক বিশাল পরিসর জুড়ে পরিবর্তন নিয়ে আসে। শুরুর দিকে আদিম মানুষেরা বিভিন্ন ভাবে মাঝে মধ্যে আগুন জ্বলে উঠতে দেখতে পেত, কখনও জঙ্গলে দাবানল থেকে, কখনও বজ্রপাতের থেকে, আবার কখনও হাতিয়ার বানাতে গিয়ে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। এইভাবে আদিম মানুষের আগুনের সাথে পরিচয় হয়। আগুনের আবিষ্কারের পরে মানুষ তাকে কাজে লাগাতে শুরু করে। বাসস্থানে আলো জ্বালাতে, জঙ্গলের পশুদের তাড়াতে আগুন কাজে লাগতে শুরু করল। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু করল। ঝলসানো নরম মাংস খেত বলে তাদের চোয়ালের ও দাঁতের জোর কম লাগত। এইভাবে তাদরে চোয়াল সরু হয়ে গেল। সামনের ধারালো উঁচু দাঁত ছোটো হয়ে গেল। এইভাবে আদিম মানুষের শরীরে বল বৃদ্ধি পেল ও বুদ্ধির বিকাশ ঘটল।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 6 all subject, class 6 model activity task 2021, model activity task class 6 history 2021, model activity task class 6 poribesh o itihaas answers, model activity task class 6 history, model activity task class 6 history part 4 answers, WBBSE Class 6 History Model Activity Task Answers, Class 6 Model Activity Task Answers History, ষষ্ঠ শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021
THANK YOU SO MUCH ♥️♥️
ReplyDeleteThanks
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.