[PART 4] WBBSE Class 8 Geography Model Activity Task 2021 | অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

 

wbbsae-class8-model-activity-task-2021-solutions-geography-part4

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Geography 2021)


WBBSE Model Activity Task 2021

Class 8

পরিবেশ ও ভূগোল

 Part 4

 

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ 

১.১ ঠিক জোড়টি নির্বাচন করো । 

ক) অন্তঃকেন্দ্রমন্ডল - পদার্থের তরল অবস্থা

খ) বহিঃকেন্দ্রমন্ডল - পদার্থের ঘনত্ব সর্বাধিক  

গ) অ্যাস্থেনোস্ফিয়ার -পরিচলন স্রোতের সৃষ্টি। 

ঘ) ভূত্বক - লোহা ও নিকেলের আধিক্য

উত্তর: গ) অ্যাস্থেনোস্ফিয়ার -পরিচলন স্রোতের সৃষ্টি |


১.২) রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে - 

ক) মহাসাগরীয় - মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর

খ) মহাসাগরীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর

গ) মহাদেশীয়-মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর

ঘ) মহাদেশীয়-মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর

উত্তর: ঘ) মহাদেশীয়-মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর ।


১.৩) উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে - 

ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার 

খ) নেপাল ও ভুটানের |

গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে 

ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে 

উত্তর: খ) নেপাল ও ভুটানের |

 

২) একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

২.১) কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পর তীব্রতা পরিমাপ করা হয় ?

উত্তরঃ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পর তীব্রতা পরিমাপ করা হয়।

 

২.২) কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় ?

উত্তরঃ পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।

 

২.৩) ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত ?

উত্তরঃ ভারতের শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত।

 

৩) সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১) ভূ-অভ্যন্তরে কোন স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে ?

উত্তরঃ অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর ২৯০০ কিমি থেকে ৫১০০ কিমি পুরু। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীকে অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা এই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।

 

৩.২) অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 

উত্তরঃ অভিসারী পাতসীমানায় পাত দুটো পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে এবং এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাত ঘটে। এই জন্য অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এইভাবে গড়ে উঠেছে। 

 

৪) উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগেয়শিলার শ্রেনিবিভাগ করো। 

উত্তরঃ পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি হল আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। 

             উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। ভূ-অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর  দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। যেমন- ব্যাসল্ট। 

            আবার, ভূ-অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌছাতে না পেরে  ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদবেধি আগ্নেয় শিলার সৃষ্টি করে। যেমন- গ্রানাইট। এই উদবেধি আগ্নেয় শিলা আবার দুরকমের হয়। ম্যাগমা  ভূ-অভ্যন্তরের কোনো ফাটল দিয়ে বেরিয়ে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা। যেমন- ডোলেরাইট। আবার, ম্যাগমা  ভূ-অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে পাতালিক শিলা। যেমন- গ্রানাইট। 

 

 



  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject, class 8 model activity task 2021, model activity task class 8 geography 2021, model activity task class 8 geography answers, model activity task class 8 geography, model activity task class 8 geography part 4 answers, WBBSE Class 8 Geography Model Activity Task Answers, Class 8 Model Activity Task Answers Geography 2021, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021

5/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. Sir 2.1 er answer ta bhul a6e.ota rikhtar scale hobe

    ReplyDelete
  2. ওটা সিসমোগ্রাফ হবে | প্রশ্নে ভুমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম চেয়েছে তাই ওটার উত্তর সিসমোগ্রাফ হবে | রিখটার স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের একক কোনো যন্ত্র নয় |
    আশা করি বোঝাতে পারলাম |

    ধন্যবাদ
    TEAM ESHO SEEKHI

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post