প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task History 2021 Part 3)
MODEL ACTIVITY TASK 2021
CLASS 9
ইতিহাস
১) ২-৩ টি বাক্যে উত্তর দাও :
ক) ইয়াং ইতালি : ইতালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ ম্যাৎসিনি প্রতিষ্ঠিত যুব সংগঠন হলো ইয়াং ইতালি। এই দলের সদস্য হওয়ার জন্য বসয়সীমা ছিল ৪০ বছর। কোনো বিদেশী শক্তির দ্বারা যুবশক্তির আত্মবলীদানের মাধ্যমে ইতালি থেকে অস্ট্রিয়াবাসীদেরকে বিতাড়িত করা এবং ইতালির মুক্তিলাভের পর সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা ইত্যাদি ছিল এই দলের মূল আদর্শ।
খ) জোলভারেইন : জার্মান অর্থনীতিবীদ ম্যাজেনের উদ্যোগে জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে এবং পাশাপাশি প্রাশিয়ার নেতৃত্বে ভিন্ন ভিন্ন জার্মান রাজ্যকে একত্রিত করে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠা করা হয় ১৮২৯ সালে। এই সংঘটি জোলভারেইন নামে পরিচিত।
গ) রিসর্জিমেন্টো : পুনর্জাগরণ হলো এই কথাটির অর্থ। ইতালীয়দের মনে জাতীয় চেতনার বা জাতীয়তাবোধের সঞ্চার ঘটে ইতালি ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে। জাতীয়তাবোধে সোচ্চার ইতালীয়রা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে যা রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত।
ঘ) ঘেটো : শহরের একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের নাম হলো ঘেটো। এই এলাকা গুলিতে ধর্মীয় সংখ্যালঘু বা সামাজিক অর্থনৈতিক কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহাদের বসবাস এলাকা সুনির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহৃত হতো। পরবর্তীতে বহিরাগত মানুষদের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো বলা হয়।
ঙ) ফ্যাক্টরি প্রথা : ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লবের পর বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে এই কারখানা গুলিতে শিল্পোৎপাদনের গুণগত মান ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটে। এই বৃহৎ কল-কারখানা ভিত্তিক ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত।
২. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও
উত্তর:
৩. ৭-৮ টি বাক্যে উত্তর দাও।
ক. বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সাথে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্কে বিশ্লেষণ করো।
উত্তর: শিল্প প্রযুক্তির বিপ্লব ও তার যথাযথ ব্যবহার ছিল প্রধান কারণ ইংল্যান্ডের শিল্পে বিপ্লবের পিছনে। বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সাথে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের চরিত্রে বদল আসে। তার কারণ গুলি হলো -
- ইংল্যান্ডে বিভিন্ন আবিষ্কারের ফলে ১৭৩৩ খ্রিস্টাব্দ থেকে ১৭৮৫ খ্রিস্টাব্দের মধ্যে সুতো কাটা এবং কাপড় বোনার ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন দেখা যায়।
- খুব সহজে ও তাড়াতাড়ি লোহা গলাবার উদ্দেশ্যে একধরণের চুল্লি ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় যার ফলে ১৭৭০ সালের মধ্যে লৌহ যুগ ইংল্যান্ডের প্রযুক্তিতে প্রবেশ করে।
- পাশাপাশি দেখতে পাওয়া যায় যে ইংল্যান্ডের রাস্তা গুলি পাথরকুঁচি ও পিচের মাধ্যমে তৈরী হতে থাকে। ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে।
- শিল্প স্থাপনের পরিসর আরও বাড়ানোর জন্য কয়াল উৎপাদনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। ফলে কয়লা খনিতে বাষ্পচালিত যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। ইতিমধ্যে ১৮১৫ সালে হামফ্রে ডেভির আবিষ্কার নিরাপত্তা বাতি খনিতে কাজ করা আরও বেশী সহজ করে দেয়। ফলে কয়লা উত্তোলনের পরিমাণ বাড়ে।
এই পথেই ইংল্যান্ডের শিল্প উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং তার সাথে পণ্যের গুনগত মানের উন্নয়ন শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে ।
খ. ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ?
উত্তর: শিল্পবিপ্লবের পরবর্তীকালে বাজার দখল, কাঁচামাল সংগ্রহ, সাম্রাজ্যবাদী নীতি ইত্যাদি কারণে ব্যাপক ভাবে ঔপনিবেশিক প্রতিযোগিতা শুরু হয় ইউরোপীয় দেশগুলির মধ্যে। প্রতিযোগিতার এলাকা গুলির মধ্যে অন্যতম ছিল চীন ও আফ্রিকা । আফ্রিকা ১৮৭০ সাল পর্যন্ত ইউরোপীয় দেশগুলির কাছে অজানা ছিল বলে আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে পরিচিত ছিল। উত্তমাশা অন্তরীপ, নাটাল, কেপি কলোনি ইত্যাদি স্থানে আফ্রিকায় বিদেশী উপনিবেশ ছিল। আফ্রিকা সম্পর্কে বিস্তারিত জানতে বেলজিয়ামের দ্বিতীয় লিওপোল্ড আন্তর্জাতিক আফ্রিকা সভা গঠন করেন। দ্বিতীয় লিওপোল্ড কঙ্গো অববাহিকা উপনিবেশ স্থাপন করার ফলে ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে বিরোধ বাধে। সমসাময়িক অবস্থায় ইংল্যান্ড, জার্মানি, ইতালি, পর্তুগাল ইত্যাদি দেশগুলির মধ্যে চীনের উপরে দখল নিয়ে পুনরায় বিরোধ বাধে।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 History part 3, model activity task class 9 history answers, model activity task class 9 History, model activity task class 9 history part 3 2021 answers, WBBSE Class 9 History Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers History, নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.