[PART 4] WBBSE Class 9 Physical Science Model Activity Task Solutions 2021 | নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক

wbbse-class9-model-activity-task-part4-2021-physical-science-solutions


প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভৌত বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Physical Science 2021)



WBBSE Class 9

MODEL ACTIVITY TASK 2021

ভৌত বিজ্ঞান

PART 4

 
 

১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো:

উত্তর: একটি ন্যাফথালিন বলের গন্ধ 

 

১.২ আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের

উত্তর: ভরসংখ্যা সমান |

 

১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো:

উত্তর: $\small MLT^{-1}$


২. নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরুপণ করো:

২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।

উত্তর:   সত্য   

ব্যাখ্যা : আপেক্ষিক ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই অর্থাৎ, আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি |

 

২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm।

উত্তর:  মিথ্যা  

ব্যাখ্যা : একটি বস্তু যদি R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে তবে সেই বস্তুটির দ্বারা সরণ হয় (R + R)= 2R সেমি, যা বৃত্তের ব্যাসের সমান |

চিত্রে, বস্তুটির সরণের মানটি দেখানো হয়েছে |

wbbse-class9-model-activity-task-science-part4


২.৩ $\small 12^C$ স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 u.

উত্তর:   সত্য  


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও।

৩.১ STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো ।

উত্তর: আমরা জানি যে,

1 g/L = 1 Kg/m³

প্রশ্নানুসারে, STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব = 0.0898 g/L

∴ SI এককে এই ঘনত্বের মান হবে = 0.0898 Kg/m³ (উত্তর)


৩.২ একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেক্ট্রনের মোট সংখ্যা 184 | পরমাণুর ভরসংখ্যা 235 হলে এতে নিউট্রন আছে নির্ণয় করো ।

উত্তর: প্রদত্ত যে, মৌলের পরমাণুটিতে প্রোটন ও ইলেক্ট্রনের মোট সংখ্যা 184.

∵ কোনো মৌলে উপস্থিত প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান |

∴ মৌলটিতে উপস্থিত প্রোটন বা নিউট্রন সংখ্যা হবে $\small =\frac{184}{2} = 92$ 

আবার, পরমাণুর ভরসংখ্যা = 235

∴ মৌলটির নিউট্রন সংখ্যা হবে = ভরসংখ্যা − প্রোটনসংখ্যা = 235 −92 = 143 (উত্তর)


৪. নিচের প্রশ্নটির উত্তর দাও:

৪.১ একটি ট্রেন 60 km/h চলছিল। ব্রেক কষার ফলে 1 $\small m/s^2$ মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো |

উত্তর: প্রশ্নানুসারে, ট্রেনটির প্রাথমিক বেগ (u) = 60 km/h

$\small = 60 \times \frac{1000}{3600} = \frac{50}{3}$ m/s

অন্তিম বেগ (v) = 0

মন্দন (a) = 1 m/s²

∵ ট্রেনটিতে মন্দনের সৃষ্টি হয়েছে,

∴ সেক্ষেত্রে, v = u − at

 

বা, $\small 0 = \frac{50}{3} - 1 \times t$

 

বা, $\small t = \frac{50}{3} = 16\frac{2}{3}$

 

∴ ট্রেনটির থামতে $\small 16\frac{2}{3}$ সেকেন্ড সময় লাগবে | (উত্তর)

 

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান এর অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হলো :

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 1

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 2

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 3

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 4

 

 আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 Physical Science part 4, model activity task class 9 physical science answers, model activity task class 9 Physical Science, model activity task class 9 physical science part 4 2021 answers, WBBSE Class 9 Physical Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Physical Science, নবম  শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post