প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task History 2021 Part 4)
MODEL ACTIVITY TASK 2021
CLASS 9
ইতিহাস
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(ক) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন _____ |
উত্তর: ষোড়শ লুই
(খ) 'কাঁদিদ' নামক গ্রন্থটি রচনা করেন_____ |
উত্তর: ভলতেয়ার
(গ) ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলে মন্তব্য করেছিলেন ____ |
উত্তর: অ্যাডাম স্মিথ |
২. ক- স্তম্ভের সাথে খ - স্তম্ভ মেলাও:
উত্তর:
৩। দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) কারা 'ইনটেন্ডেন্ট' নাম পরিচিত ছিলেন ?
উত্তর : ফ্রান্সের প্রাচীন যুগের আওতাধীন এবং প্রশাসনিক কিছু কর্মকর্তা ছিল যারা প্রতিটি প্রদেশে রাজার এজেন্ট হিসাবে কাজ করতেন। ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিল। প্রায় ১৬৪০ সাল থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ইনটেন্ডেন্টরা ফরাসি রাজতন্ত্রের প্রশাসনিক একীকরণ এবং সার্বিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(খ) 'লিজিয়ান অব অনার' কি ?
উত্তরঃ লিজিয়ান অব অনার হল নেপলিয়ান বোনাপার্ট কতৃক প্রতিষ্ঠিত ফরাসি সরকারের একটি সম্মাননা। ১৮০২ সালে ১৯ মে তারিখে প্রথম ফরাসি প্রজাতন্ত্রে এটি প্রতিষ্টিত হয়েছিল। এটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা এবং এটি পাঁচটি ভাগে বিভক্ত। এই পাঁচটি ডিগ্রি হলো - Chevalier (নাইট), Officer (অফিসার), Commander (কমান্ডার), Grand Officer (গ্র্যান্ড অফিসার), Grand-Croix (গ্র্যান্ড ক্রস)।
উত্তর: নেপোলিয়ানের বার্লিন ডিক্রি মহাদেশ থেকে ব্রিট্রিশ বানিজ্য বাদ দেওয়ার চেষ্টা করা হয় ১৮০৬ সালে। ব্রিটিশ সরকার প্রিভি কাউন্সিল দ্বারা অনুমোদিত সার্বভৌমের জরুরি ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলে আদাশের জবাব দেয়। ১৮০৭ সালে নভেম্বর ও ডিসেম্বরের আদেশে ব্রিটিশ বানিজ্যকে বাদ দিয়ে যে কোনো বন্দরের অবরোধ ঘোষণা করা হয়ে ছিল। এই ঘোষণা অর্ডারস ইন কাউন্সিল নামে পরিচিত।
৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও :
'কোড নেপোলিয়ান' বিষয়ে একটি টীকা লেখো |
কোড নেপোলিয়ান: ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হলো কোড নেপোলিয়ান। সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে নেপোলিয়ান বোনাপার্ট ৪ জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, সেটি কোড নেপোলিয়ান নামে খ্যাত। ২২৮৭ টি বিধি সংবলিত এই আইন সংহিতার তিনটি ভাগ রয়েছে, যথা: দেওয়ানি, ফৌজিদারি এবং বানিজ্যিক আইন। ধর্মীয় সহিষ্ণুতা, সমতা, ব্যক্তিস্বাধীনতা অ সম্পত্তির অধিকারের স্বীকৃতি ছিল এই আইন সংহিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।
প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয় সাধন করে নেপোলিয়ান বোনাপার্ট কোড নেপলিয়ান রচনা করেছিলেন। এই আইনের ফলে সামাজিক ক্ষেত্রে সাম্য ও একতা প্রতিষ্টিত হওয়ার পাশাপাশি পারিবারিক বন্ধনও যথেষ্ট দৃঢ় হয়। সকল নাগরিক সমান মর্যাদা ও সমান সুযোগ লেভার অধিকারে স্বীকৃত হয়। উত্তরাধিকার সূত্রে চাকরি পাওয়ার বদলে যোগত্যার নিরিখে চাকরি প্রদান গুরুত্ব পায়। ফলত নিম্ন সম্প্রদায়ভুক্ত সুযোগ্য ব্যক্তিরাও সামাজিক মর্যাদা অর্জন করে ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 History part 4, model activity task class 9 history answers, model activity task class 9 History, model activity task class 9 history part 4 2021 answers, WBBSE Class 9 History Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers History, নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.