[PART 4] WBBSE Class 7 History Model Activity Task Solutions 2021 | সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 4

 

wbbse-class7-history-model-activity-task-2021-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task History Part 4 Solutions 2021)



WBBSE Class 7

MODEL ACTIVITY TASK 2021

ইতিহাস

PART 4

 

 

১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তর:

ক -  স্তম্ভ

খ - স্তম্ভ

হর্ষচরিত

বানভট্ট

গৌরবহো

বাকপতিরাজ

কিতাব অল-হিন্দ

অল বিরুনি

               

 

২. বেমানান শব্দটির নিচে দাগ দাও :

ক) বিজালয়া, দন্তিদুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র

কারণ - দন্তিদুর্গ ছিল রাষ্ট্রকূট বংশের রাজা, বাকিরা চোল বংশের রাজা |

খ) বরেন্দ্র, হরিকেল, কনৌজ, গৌড় 

কারণ - কনৌজ ছিল উত্তর ভারতের দিকে, কিন্তু বাকি গুলো ছিল বাংলায় |

গ) হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর

কারণ - হলায়ুধ ছিলেন লক্ষ্মণ সেনের মন্ত্রী, কিন্তু বাকিরা ছিলেন লক্ষ্মণ সেনের সভার রত্ন |

 

৩) সংক্ষেপে (৩০ - ৫০টি শব্দের মধ্যে ) উত্তর দাও :

ক) পাল- সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হত ? 

উত্তরঃ পাল-সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের ছয় ভাগের একভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন। তাঁরা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই তিন প্রকার কর ছাড়াও নানারকমের অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট ও খেয়া ঘাটের ওপরে কর চাপানো হতো। 

 

খ) সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন ? 

উত্তরঃ সাহিত্য হল সমাজের দর্পণ। একদিকে রাজা লক্ষ্মণ সেনের রাজসভার কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্যে ধনী ও বিলাসী জীবনের কথা ফুটে উঠেছে। আবার, গরিব মানুষের জীবনেরও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্যে। সেন যুগে লক্ষ্মণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তাঁর গীতগোনন্দাম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষ্মণসেনের রাজসভার আর এক কবি ধোয়ী লিখেছিলেন পবনদূত কাব্য। এযুগের আর তিনজন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এই পাঁচজন কবি একসাথে লক্ষ্মণসেনের সভার পঞ্চরত্ন ছিলেন। ত্রয়োদশ শতকের গোঁড়ায় কবি শ্রীধর দাসের দ্বারা সংকলিত সদুক্তিকর্নামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। এছাড়াও রাজা বল্লালসেন ও রাজা লক্ষ্মণসেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছেন। অভিধানপ্রণেতা সর্বানন্দ ও গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আর দুজন লেখক। 

 

৪) নিজের ভাষায় লেখো  (১০০ -১২০ শব্দের মধ্যে) :

বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল ? 

উত্তরঃ আনুমানিক ১২০৪ সালের শেষে বা ১২০৫ সালের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মহম্মদ বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলার তুর্কি শাসন শুরু হয়েছিল। এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। বখতিয়ার খলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। বখতিয়ার খলজি লখনৌতিতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকের আস্তানা তৈরি করে দেন।

 

সপ্তম শ্রেনীর ইতিহাসের অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হল :

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 1 

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 2

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 3

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 4

 

আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject, class 7 model activity task 2021, model activity task class 7 history 2021, model activity task class 7 history answers, model activity task class 7 history, model activity task class 7 history part 4 answers, WBBSE Class 7 History Model Activity Task Part 4 Answers, Class 7 Model Activity Task History Answers , সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. স্কুল থেকে model activiy task দিলে আমি
    উত্তর গুলো নিজেই করতাম। অবশেষে নানান website দেখে উত্তর মিলিয়ে নিতাম। কিন্তু এমনভাবে সুন্দর করে কোনো website এ উত্তর গুলি লেখা থাকেনা। কেবলমাত্র এটা ছাড়া।
    �� I like your website

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post