[PART 6] Model Activity Task Class 7 Math Part 6 Solutions 2021 | সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | September Month

wbbse-model-activity-task-class7-math-part6-solutions-september

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Mathematics 2021 PART 6 September Month)

WBBSE Class 7

Model Activity Task 2021 

Month : September

গণিত

PART 6

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন:    1 × 4 = 4

(i) যখন কোনো ট্রেন সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে −

(a) ট্রেনটির নিজের দৈর্ঘ্য     (b) সেতুর দৈর্ঘ্য 

(c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য   (d) সেতুর দৈর্ঘ্য − ট্রেনটির নিজের দৈর্ঘ্য

উত্তর: (c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য  

 

(ii) ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল =

(a) (বাহুর দৈর্ঘ্য)²     (b) বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি

(c) $\small \frac{1}{2}$(ভূমির দৈর্ঘ্য + উচ্চতা)  (d) $\small \frac{1}{2}$ভূমির দৈর্ঘ্য × উচ্চতা 

উত্তর: (d) $\small \frac{1}{2}$ভূমির দৈর্ঘ্য × উচ্চতা

 

(iii) $\small a^2-b^2$ =

(a) (a+b)²    (b) (a-b)²

(c) (a+b) (a-b)    (d) (a+b)² + (a-b)²

উত্তর: (a+b)(a-b)

 

(iv) wbbse-class7-math-model-activity-task-part6-solutions-septemberরাস্তাসহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে

(a) 23 মি., 21 মি. (b) 29 মি., 21 মি.

(c) 26 মি., 21 মি. (d) 26 মি., 15 মি.

উত্তর: (d) 26 মি., 15 মি.

 

2. সত্য/মিথ্যা লেখো (T/F):  1 × 4 = 4

(i) দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখ ।

উত্তর:   সত্য  

 

(ii) প্রথম ট্রেনের গতিবেগ x কিমি./ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি./ঘন্টা । ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে (x-y) কিমি. ।

উত্তর:  মিথ্যা  

 

(iii)wbbse-class7-math-model-activity-task-part6-solutions-septemberচিত্রে $\small \angle 1$ ও $\small \angle 2$ কোণ জোড়কে একান্তর কোণ বলা হয়।

উত্তর:  মিথ্যা  

 

(iv) x এর যেকোনো মানের জন্য, $\small (x+5)(x+3)=x^2+8x+15$ −এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয় । তাই এটি একটি অভেদ ।

উত্তর:   সত্য  

 

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:  2 × 3 = 6

(i) $\small \sqrt 2$ এর দুই দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো ।

উত্তর: 

1 ) 2.0000 ( 1.414
     1____
24)100(
       96
  281)400(
          281
2824)11900(
           11296
               604

∴ $\small \sqrt 2 =1.414 $
∴ $\small \sqrt 2 =1.41$ (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান) (উত্তর)
 
 

(ii) ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো ।

উত্তর: ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো :

  1. বাহু-বাহু-বাহু বা S-S-S
  2. বাহু-কোণ-বাহু বা S-A-S
  3. কোণ-কোণ-বাহু বা A-A-S
  4. সমকোণ-অতিভুজ-বাহু বা R-H-S

(iii) $\small x+y=5$ এবং $\small x-y=1$ হলে, $\small 8xy(x^2+y^2)$ এর মান নির্ণয় করো । 

উত্তর:$\small 8xy(x^2+y^2)$

$\small = 4xy \space \cdot \space 2(x^2+y^2)$

$\small =\left \{\left (x+y \right )^{2}-\left ( x-y \right )^{2} \right \} \space \cdot \space \left \{\left (x+y \right )^{2}+\left ( x-y \right )^{2} \right \} $

$\small =\left \{\left (5 \right )^{2}-\left ( 1 \right )^{2} \right \} \space \cdot \space \left \{\left (5 \right )^{2}+\left ( 1 \right )^{2} \right \}$

$\small =\left \{ 25-1 \right \} \space \cdot \space \left \{ 25+1 \right \}$

$\small =24 \space \cdot \space 26$

$\small = 624$ (উত্তর)

 

4. ABC একটি ত্রিভুজ আঁকো যার BC = 5.5 সেমি,  $\small \angle ABC= 60^{o}$ ও$\small \angle ACB= 30^{\circ}$ ।  4

উত্তর:

wbbse-model-activity-task-class7-english-part6-solutions-geometry


অথবা 

90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো ।   4

উত্তর: 1 ঘন্টা= 3600 সেকেন্ড 

1000 মিটার = 1 কিমি. 

গণিতের ভাষায় সমস্যাটি হলো :

সময় (সেকেন্ড)          দূরত্ব (মিটার)

      25                          90

    3600                          ?

সময় বাড়লে একই সময়ে ট্রেনটি বেশি দূরত্ব অতিক্রম করবে |

তাই, সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক |

∴ সমানুপাতটি হবে, 25 : 3600  : :  90 : *

 

∴ নির্ণেয় দূরত্ব $\small  \frac{\overset{144}{\not{3}\not{6}\not{0}\not{0}} \times 90}{\not{2}\not{5}} = 12960$ মিটার = 12.96 কিমি.

∴ রেলগাড়িটি 3600 সেকেন্ড অর্থাৎ 1 ঘন্টায় 12.96 কিমি. দূরত্ব অতিক্রম করে |

∴ রেলগাড়িটির গতিবেগ 12.96 কিমি./ঘন্টা | (উত্তর)


CLASS 7 All Model Activity Task Part 6 Solutions (September) Links 

সপ্তম শ্রেণী ইংরেজি মডেল টাস্ক পার্ট 6 (English)

সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 6

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল টাস্ক পার্ট 6

সপ্তম শ্রেণী ভূগোল মডেল টাস্ক পার্ট 6

সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক পার্ট 6




আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject second series, class 7 model activity task 2021, model activity task part 6 class 7 math 2021, model activity task class 7 math answers, model activity task class 7 math september, model activity task class 7 mathematics part 6 answers, WBBSE Class 7 Math Model Activity Task Answers September Month, Class 7 Model Activity Task Answers Mathematics, সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 6


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post