[PART 6] Model Activity Task Class 7 Science Part 6 Solutions 2021 | সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | September Month


wbbse-model-activity-task-class7-science-part6-solutions-september

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Environment and Science 2021 PART 6 September Month)

WBBSE Class 7

Model Activity Task 2021 

Month : September

পরিবেশ ও বিজ্ঞান

PART 6


১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৩ =৩

১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো −

(ক) দেয়াল  (খ) কাগজ  (গ) কাপড়  (ঘ) আয়না 

উত্তর: (ঘ) আয়না


১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো −

(ক) সূর্য  (খ) বায়ুপ্রবাহ  (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস 

উত্তর: (গ) জীবাশ্ম জ্বালানি

 

১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো −

(ক) আলু  (খ) কচুরিপানা  (গ) বেল  (ঘ) কুমড়ো 

উত্তর: (খ) কচুরিপানা

 

২. ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✖' চিহ্ন দাও : ১ × ৩ =৩

২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয় ।

উত্তর:   ✖   

ব্যাখ্যা : চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য × 0.86

বা, চৌম্বক দৈর্ঘ্য / চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য = 0.86

উপরের এই সম্পর্ক থেকে বলা যায় যে, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে ।


২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে ।

উত্তর:   ✖   

সঠিক উত্তর : কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্ব বা নোড বলে ।


২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ ।

উত্তর:   ✖   

সঠিক উত্তর : তেঁতুল পাতা হলো যৌগিক পত্রের উদাহরণ ।


wbbse-class7-physical-science-notes-pdf


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ২ = ৪

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত − লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?

উত্তর: চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত ।

কারণ, কাঠ হলো তড়িতের কুপরিবাহী, অর্থাৎ কাঠের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না | তাই ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করার সময় কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করলে বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা কমে যায় |

আরও পড়ুন: সপ্তম শ্রেণী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | অধ্যায়: চুম্বক

 

৩.২ উদ্ভিদের মুলের প্রধান কাজ কী কী ?

উত্তর: উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হলো :

  1. উদ্ভিদের মূল উদ্ভিদকে মাটির সঙ্গে শক্তভাবে আবদ্ধ করে রাখে ।
  2. উদ্ভিদের মূল মাটি থেকে জল ও প্রয়োজনীয় খনিজ লবণ শোষণে সাহায্য করে ।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :  ৩ × ২ = ৬

৪.১ সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো ।

উত্তর: সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে ।

কারণ, সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে তা অসংখ্য ছোটো ছোটো ছিদ্রের সমষ্টিরূপে কাজ করে । ফলে প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি পৃথক পৃথক প্রতিকৃতি তৈরি করে । এর ফলে সমস্ত প্রতিকৃতি গুলি মিশে গিয়ে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরী করে ।

আরও পড়ুন : সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায়: আলো | প্রশ্নোত্তর

 

৪.২ সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো ।

উত্তর: নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে :

  1. সমুদ্রের মাছ ঘন মূত্র ত্যাগ করে । ফলে তাদের দেহ থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায় ।
  2. সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে ।

 

CLASS 7 All Model Activity Task Part 6 Solutions (September) Links 

সপ্তম শ্রেণী ইংরেজি মডেল টাস্ক পার্ট 6 (English)

সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 6

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল টাস্ক পার্ট 6

সপ্তম শ্রেণী ভূগোল মডেল টাস্ক পার্ট 6

সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক পার্ট 6




আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject second series, class 7 model activity task 2021, model activity task part 6 class 7 science and environment 2021, model activity task class 7 environment and science answers, model activity task class 7 science september, model activity task class 7 science part 6 answers, WBBSE Class 7 Science Model Activity Task Answers September Month, Class 7 Model Activity Task Answers Science, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 6


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post