[PART 7] Model Activity Task Class 5 Mathematics Part 7 Solutions 2021 | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 সমাধান | October Month

wbbse-model-activity-task-class5-math-part7-solutions-october

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Mathematics 2021 PART 7 October Month )


পঞ্চম শ্রেণী

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

গণিত

Month : October

PART 7

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন :   ১ × ৪ = ৪

(ক) wbbse-class5-math-model-ac,tivity-task-part7-answers-october-month চিত্রে কালো অংশটি সাদা অংশটি থেকে

উত্তর: (b) $\frac{২}{১০}$ অংশ বেশি

 

(খ) ৫ ও ৪ এর সাধারণ গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুণিতকটি হলো

উত্তর: (d) ২০

 

(গ) প্রকৃত ভগ্নাংশটি হলো

উত্তর: (d) $ \frac{২}{৩}$

 

(ঘ) $\small \frac {১}{২}$ কিগ্রা + $\small \frac {১}{২}$ কিগ্রা

উত্তর: (c) ১ কিগ্রা.  -এর সমান

 

২. সত্য/মিথ্যা লেখো (T/F): ১ × ৩ = ৩

(ক)wbbse-class5-math-model-ac,tivity-task-part7-answers-october-monthচিত্রে AB একটি সরলরেখা ।

উত্তর:  মিথ্যা 

 

(খ) .২, .১ থেকে ১ বেশি

উত্তর:  মিথ্যা 

সঠিক উত্তর : .২ - .১ = .১


(গ) wbbse-class5-math-model-ac,tivity-task-part7-answers-october-monthP এবং Q বিন্দু দুটি যোগ করে অসংখ্য সরলরেখাংশ পাওয়া যায় ।

উত্তর:  মিথ্যা 

সঠিক উত্তর : P এবং Q বিন্দু দুটি যোগ করে কেবলমাত্র একটি সরলরেখা পাওয়া যায় |

 

৩. স্তম্ভ মেলাও:( যেকোনো তিনটি ) ৩ 

৪ ÷ ১০

.০০৪

সমান ৪০ ভাগের ৪ ভাগ

.০৪

৪ ÷ ১০০

.১

সমান ১০০০ ভাগের ৪ ভাগ

.৪

উত্তর: 

৪ ÷ ১০

.৪

সমান ৪০ ভাগের ৪ ভাগ

.১

৪ ÷ ১০০

.০৪

সমান ১০০০ ভাগের ৪ ভাগ

.০০৪


 

৪. (ক) যোগফল নির্ণয় করো: $\small \frac{১}{৩}+\frac {১}{২}$ অংশ  ২

উত্তর: $\small \frac{১}{৩}+\frac {১}{২}$ অংশ

= $\small \frac{২+৩}{৬}$ অংশ


=$\small \frac {৫}{৬}$ অংশ(উত্তর)

 

(খ) ৩৬ বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো । হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো ।  ১ × ৩ = ৩

উত্তর: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬ বর্গসেমি.

∴ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = $\small \sqrt{৩৬} $ ৬ সেমি.

$\small = \sqrt{৬\times ৬} $ ৬ সেমি.

= ৬ সেমি.

∴ হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য ৬ সেমি. (উত্তর)

 

অথবা 

সরল করো : ১৬ ÷ ৪ × ২ ÷ ৪ × ৩       ১ × ৩ = ৩ 

উত্তর:  ১৬ ÷ ৪ × ২ ÷ ৪ × ৩

= ৪ × ২ ÷ ৪ × ৩

= ৮ ÷ ৪ × ৩

=  ২ × ৩

= ৬ 

∴ নির্ণেয় সরলফল = ৬

 

CLASS 5 PART 7 All Links

Part 7丨English Model Activity Task 

Part 7丨আমাদের পরিবেশ মডেল টাস্ক

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 

 


esho-seekhi-telegram-group
টেলিগ্রামে যুক্ত হন

 

আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |

 
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |


আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

 এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 5 all subject, class 5 model activity task 2021, model activity task class 5 mathematics October 2021, model activity task class 5 math part 7 answers, model activity task class 5 math, model activity task class 5 science answers, WBBSE Class 5 Mathematics Model Activity Task Part 7 Answers, Class 5 Model Activity Task Answers Science Part 7, Class 5 Mathematics Model Activity Task Part 7 Solutions, পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 উত্তরমালা 2021,পঞ্চম শ্রেণী অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 সমাধান

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post