[PART 7] Class 5 Health and Physical Education Model Activity Task Solutions Part 7 | পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7

wbbse-class5-physical-education-model-activity-task-part7-solutions-october

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অক্টোবর মাসের পঞ্চম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Physical Education 2021 PART 7 October Month)

WBBSE Class 5

Model Activity Task 2021

Month : October

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

PART 7

 ১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৬ = ৬

(ক) উত্তর: ভীতির

(খ) উত্তর: দমকলে 

(গ) উত্তর: গ্যাসের 

(ঘ) উত্তর: আঁচলে 

(ঙ) উত্তর: জানালাটা 

(চ) উত্তর: অপরাধ 

  

esho-seekhi-telegram-group
টেলিগ্রামে যুক্ত হন

২। নীচের ছবিগুলি শনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করো : ১ × ৬ = ৬

(ক) উত্তর:  চিত্রটিতে গ্যাসের গন্ধ নাকে আসছে এবং গ্যাসের উনুনটি জ্বলন্ত অবস্থায় রয়েছে । এক্ষেত্রে সর্বপ্রথমে দেখতে হবে যে গ্যাসের নব বন্ধ রয়েছে কি না । যদি বন্ধ না থাকে তবে দ্রুত বন্ধ করতে হবে । এছাড়া যদি সন্দেহ হয় যে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিক করছে তবে তৎক্ষণাৎ গ্যাস সরবরাহকারী সংস্থাকে খবর দিতে হবে ।

 

(খ) উত্তর: এই চিত্রটিতে জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢালা হচ্ছে । এটি কখনই করা উচিত নয় । এতে আগুন লেগে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । স্টোভে তেল ঢালার সময় সর্বদা স্টোভ বন্ধ করে তবেই তেল ঢালতে হবে ।

 

(গ) উত্তর: এই চিত্রটিতে এক ব্যক্তি ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোচ্ছে । এটি কখনই করা উচিত নয় । মোমবাতিটি উল্টে গিয়ে ঘরে আগুন লেগে যেতে পারে । এছাড়া মোমবাতি ঘরে জ্বলতে থাকলে বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় যার ফলে শ্বাসকষ্ট হতে পারে এমনকি ব্যক্তিটির প্রাণহানি পর্যন্ত হতে পারে ।


CLASS 5 PART 7 All Links

Part 7丨English Model Activity Task 

Part 7丨আমাদের পরিবেশ মডেল টাস্ক

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 




আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 5 all subject part 7, class 5 model activity task 2021, model activity task class 5 physical education 2021, model activity task class 5 physical education part 6 answers, model activity task class 5 health and physical education october month, model activity task class 5 physical education part 7 answers, WBBSE Class 5 Health and Physical Education Model Activity Task Part 7 Answers, Class 5 Model Activity Task Answers Health and Physical Education, পঞ্চম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post