WBBSE Class 5 MCQ Adaptation Package Environmental Science | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Esho Seekhi

 

wbbse-class5-mcq-adaptation-package-science-solutions-esho-seekhi

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর আমাদের পরিবেশ এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | ( Class 5 MCQ Adaptation Package Science Answers 2021 )

MCQ Adaptation Package

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

পঞ্চম শ্রেণী

আমাদের পরিবেশ

১. সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নীচে দেখানো হলো । এটি দেখে প্রশ্নের উত্তর দাও ।

wbbse-class5-mcq-adaptation-package-science-asnwers-nas-mcq

সুপ্রিয়ার মামার নাম কি ?

উত্তর : (খ) আশিস 


২. মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো ।

উত্তর : (খ) মুখবিবর → গ্রাসনালি → পাকস্থলি → ক্ষুদ্রান্ত্র 

 

৩. 

wbbse-class5-mcq-adaptation-package-science-asnwers-nas-mcq-eshoseekhi

উপরের ছবিতে পৃথিবীর 'ঘ' চিহ্নিত স্থানে কী হবে ?

উত্তর : (ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না 

 

৪. বিভিন্ন ধরনের যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও ।

উত্তর : (গ) পালকি → গোরুর গাড়ি → দু-চাকা রিকশা → সাইকেল 

 

৫. 

wbbse-class5-mcq-adaptation-package-environmental-science-asnwers-nas-mcq-eshoseekhi

একটি এলাকার পরিবহণ মাধ্যমের মানচিত্রটি দেওয়া আছে । মানচিত্রটি দেখে বলো কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারে ?

উত্তর : (ক) সাইকেল 


৬. নীচের চিত্রলেখ দুটি দেখো ।

wbbse-class5-mcq-adaptation-package-environmental-science-asnwers-nas-mcq-eshoseekhi
2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে ?

উত্তর : (ঘ) মৌরলা ও ন্যাদোশ 


৭. এক টুকরো বরফ রোদে রাখলে দু ঘন্টা পরে তাকে আবার দেখা যায় না । একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তির চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে 

উত্তর : (খ) কঠিন → তরল → গ্যাস 

 

৮. এক চামচ নুন এক কাপ জলে গোলার পরে সেই নুনজলকে দুদিন রোদে রাখলে যা হবে তা হলো 

উত্তর : (ঘ) জল উবে যাবে নুন পরে থাকবে 


৯. মাছ কেটে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে রাখা হল । কী করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ?

উত্তর : (ঘ) ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে 


১০. একই রকমেরে তিনটি বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে । প্রথমটায় একটা ফুটবল আকারের নিরেট লোহার বল দ্বিতীয়টায় একটা ক্রিকেট বল আর তৃতীয়টায় পাঁচটা কাচের মার্বেল দেওয়া হল । প্রত্যেক বালতি থেকেই কিছুটা জল উপচে পড়লো । বালতি থেকে যতটা জল উপচে পড়বে তারের ক্রম হল -

উত্তর : (ক) প্রথম > দ্বিতীয় > তৃতীয় 


১১. চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে । সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রাবারের টায়ার । প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রম হল -

উত্তর : (গ) কাঠ → ধাতু → রাবার 

 

১২. লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয় । নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হল এই যে -

উত্তর : (ঘ) জল-হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায় ।


১৩. তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ । তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয় ?

উত্তর : (গ) বেশি পরিমাণে ভাজা খাবার দাওয়া 


১৪. 'আগামী ২৪ ঘন্টায় ৯০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে' −  টেলিভিশনে এই খবরটাশোনার পর তুমি তোমার আশপাশের মানুষদের কীভাবেসতর্ক করবে?

উত্তর : (ঘ) ঝড়ের সময় পাকাবাড়িতে আশ্রয় নিতে বলবে 


১৫. নীচের কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না ?

উত্তর : (গ) চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে 


১৬. ছবিগুলি দেখে নীচের প্রশ্নটির উত্তর দাও :

wbbse-class5-mcq-adaptation-package-environmental-science-asnwers-nas-mcq-eshoseekhi 
কোন প্রাণীটি মেরুদন্ডী এবং তার পাখনা আছে ?

উত্তর : (খ) মাছ 


১৭. ঠিক জোড়টি নির্বাচন করো −

উত্তর : পাহাড়ি অঞ্চলের গাছ − পাইন 

 

১৮. সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎশক্তি তৈরি করা হয় । এইভাবে শক্তি উৎপাদন প্রচলিত না হওয়ায় একে বলে অপ্রচলিত শক্তি । এইরকম আরেকটি অপ্রচলিত শক্তির উৎস কী ?

উত্তর : (গ) জৈব গ্যাস

 


আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |

 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags:model activity task class 5 science mcq adaptation package answers, mcq adaptation package class 5 amader poribesh , mcq adaptation package class 5 science answers, WBBSE Class 5 Science NAS MCQ Adaptation Package Answers, Amader Paribesh NAS MCQ Adaptation Package Answers, Class 5 MCQ Answers Amader Paribesh, পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post