প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
পঞ্চম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 MCQ Adaptation Package Math Answers 2021 )
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
পঞ্চম শ্রেণী
গণিত
1. বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬৫ বছর । সাতবছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে ?
উত্তর : ২) ৭৯
2. ১৫ মিটার লম্বা ফিতে থেকে ৫ মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট আছে ?
উত্তর : ৩) $\small \frac {২}{৩}$ অংশ
3. একটি তরমুজের ওজন ২ কেজি ৭০০ গ্রাম এবং একটি আনারসের ওজন ১ কেজি ১০০ গ্রাম । তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি?
উত্তর : ১) ১ কেজি ৬০০ গ্রাম
4. $\small \boxed{?} \thinspace \div$ ১৫ = ৮
উত্তর : ৪) ১২০
5. মূল্যসূচী অনুযায়ী ৮ টি পেন ও ৫ টি পেনসিলের মোট মূল্য কত হবে ?
উত্তর : ২) ১১৬ টাকা
6. শূন্যস্থান পূরণ কর:
$\small \frac {১}{৫}=\frac{৩}{১৫}=\frac{৫}{২৫}=\frac{৭}{\boxed?} $
উত্তর : ৩) ৩৫
7. ৫ মিটার লম্বা বাঁশ থেকে ৩ মিটার ২৫ সেমি টুকরো কেটে নেওয়া হল। কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল?
উত্তর : ৩) ১৭৫ সেমি
8. ১৬ পরবর্তী বর্গ সংখ্যাটি কত?
উত্তর : ৩) ২৫
9.
ঘড়িটির কাঁটাদুটির মধ্যের কোণটি কি ধরনের ?
উত্তর : ২) সমকোণ
10. মিনার বাড়ি থেকে স্কুল যেতে ১০ মিনিট ১৫ সেকেন্ড এবং টিনার ১২ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। টিনার কত বেশি সময় লাগে?
উত্তর : ৪) ১ মিনিট ৫৫ সেকেন্ড
11. একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ২৫ মিটার। পার্কটির পরিসীমা কত?
উত্তর : ৪) ১১০ মিটার
12. ২০০৮ = _____?_____।
উত্তর : ৩) ২০০০+৮
13. ২৩০৫ টি পেন ১১ জন ছাত্রছাত্রী মধ্যে সমানভাবে ভাগ করার পর কয়টি পেন অবশিষ্ট আছে?
উত্তর : ৩) ৬
14. একটি বর্গাকার মাঠের চারিদিকে পরিসীমা ৬৪ মিটার মাঠটির ক্ষেত্রফল কত?
উত্তর : ৩) ২৫৬ বর্গমিটার
15. কোনটি ছোটো ? ১৯৯৯ সেন্টিমিটার অথবা ১৯৯ মিটার
উত্তর : ১) ১৯৯৯ সেন্টিমিটার
16. প্রতি কেজি আপেলের দাম ১০০ টাকা এবং প্রতি কেজি আমের দাম ৬৫ টাকা হলে $\small ৩\frac {১}{২}$ কেজি আমি ও $\small ১\frac {১}{২}$ কেজি আপেলের দাম কত?
উত্তর : ৪) ৩৭৭.৫০ টাকা
17. সমান ১০০০ ভাগের ৫ ভাগ = ?
উত্তর : ২) ০.০০৫
18. রবি পরীক্ষায় নীচের তালিকা অনুযায়ী কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ?
উত্তর : ২) অঙ্ক
19. ২০২৫ গ্রাম আলু ও ১৯৭৫ গ্রাম পিয়াজের মোট ওজন কত ?
উত্তর : ৩) ৪ কেজির সমান
20. লুডোর ছক্কার কয়টি তল ?
উত্তর : ৪) ৬
আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:model
activity task class 5 math mcq adaptation package answers, mcq adaptation package class 5 math,
mcq adaptation package class 5 mathematics answers, WBBSE Class 5 Mathematics MCQ Adaptation Package Answers, Math MCQ Adaptation Package Answers,
Class 5 MCQ Answers Math, পঞ্চম শ্রেণী অঙ্ক বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, পঞ্চম শ্রেণী গণিত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.