WBBSE Class 5 MCQ Adaptation Package Bengali | পঞ্চম শ্রেণী বাংলা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Esho Seekhi

wbbse-class5-mcq-adaptation-package-bengali-solutions-esho-seekhi
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া পঞ্চম শ্রেনীর বাংলা এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 MCQ Adaptation Package Bengali Answers 2021 )

MCQ Adaptation Package

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

পঞ্চম শ্রেণী

বাংলা 

1. বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করেন - 

উত্তর : C) প্রৌঢ় বয়সে 

 

2. বই বিক্রি করে জীবনের শেষ ভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল - 

উত্তর : C) তিরিশ হাজার টাকা 

 

3. এখনকার 'বিদ্যাসাগর কলেজ' এর আগের নাম ছিল - 

উত্তর : A) মেট্রোপলিটন কলেজ 

 

4. বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত- 

উত্তর : C) বিধবাবিবাহ আইনসিদ্ধ করা 

 

5. 'মোটা ভাত মোটা কাপড়' কথাটি যা বোঝায়- 

উত্তর : B) বিলাসিতাহীন জীবন কাটানো 

 

6. দুধ-ভাতের মতোই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখেছে - 

উত্তর : D) মাছে - ভাতে 

 

7. নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল- 

উত্তর : B) রুই-কাতলা খাওয়ানো 

 

8. এখনকার বাঙালি জীবনের স্বপ্নে দেখার রূপকথা - 

উত্তর : D) সবকটিই

 

9. ফুলকপি দিয়ে রান্না হত - 

উত্তর : C) ভেটকি মাছ 

 

10. যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ যাদের- 

উত্তর : C) সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা

 

11. 'সবুজসাথী' প্রকল্পের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয় -

উত্তর : D) সাইকেল 

 

12. 'আই সি টি @ স্কুল' এর মত বিদ্যালয় কম্পিউটারের ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হল - 

উত্তর : C) কে - ইয়ান 

 

13. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয় পোশাক দেওয়া হয় - 

উত্তর : D) প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত 

 

14. পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে- 

উত্তর : B) মধ্যাহ্নকালীন আহারের 

 

15. 'স্থিরীকৃত' শব্দের সমার্থক শব্দ হলো - 

উত্তর : D) অনুমোদিত

 


আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |

 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags:model activity task class 5 bengali mcq adaptation package answers, mcq adaptation package class 5 bangla, mcq adaptation package class 5 bengali answers, WBBSE Class 5 Bengali NAS MCQ Adaptation Package Answers, Bangla NAS MCQ Adaptation Package Answers, Class 5 MCQ Answers Bengali, পঞ্চম শ্রেণী বাংলা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, পঞ্চম শ্রেণী বাংলা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post