প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
অষ্টম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 MCQ Adaptation Package Math Answers 2021 )
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণী
গণিত
1. $ \frac{3}{2} \times (\frac{7}{8}+\frac{11}{12})=$
উত্তর : (a) $ \frac{43}{16}$
2.
x এর মান কত?
উত্তর : (b) 25°
3. পেয়াঁজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে, তার পরিবার পেয়াঁজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাই তিনি প্রতিমাসে পেয়াঁজের ব্যবহার শতকরা কত কমাবেন?
উত্তর : (c) $ 16\frac{2}{3}$%
4. তুমি লাল ফিতের $\small \frac{1}{4}$ অংশ নিয়েছো। তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের $\small \frac{2}{7}$অংশ ফিতে নিয়ে নিল। তোমার আর কত অংশ ফিতে রইলো?
উত্তর : $ \frac{5}{28}$
5.
$ \angle ACD=114^{\circ}$,$\angle ABC=\frca{1}{2}\angle BAC$
$\angle ABC$ এর মান কত?
উত্তর : (c) $38^{\circ}$
6. $ \frac{3}{x+3}=\frac{5}{x+2}$ হলে x= ?
উত্তর : (b) $ -\frac{9}{2}$
7. একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ $ 135^{\circ}$বহুভুজের বহুসংখ্যা কত?
উত্তর : (c) 8
8. একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি। যায়, গাড়িটির গতিবেগ কত?
উত্তর : (a) 5 মিটার প্রতি সেকেন্ডে
9.
উপরের দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা?
উত্তর : (c) আপেল এবং আম
10. দুই অংকের একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9। যদি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক x হয় , তবে সংখ্যাটি কত?
উত্তর : (c) 90 − 9x
11. 40 সে.মি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হল। বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
উত্তর : (b) 100 বর্গসেমি
12.
লোকসংগীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত শতাংশ?
উত্তর : (a) $ \frac{1}{5}$
13.একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 সেমি ও 6 সেমি হলে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
উত্তর : (c) 9 সেমি
14.
AB=AC,$\angle ACE=115^{\circ}$ হলে $ \angle BAC$ =কত?
উত্তর : (d) 50°
15. $100^{100}$ এর সমান হল :
উত্তর : (a) $2^{100} \times 50^{100}$
16. 36 লিটার ডেটল-জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5 :1 হলে, জলের পরিমাণ কত?
উত্তর : (b) 30 লিটার
17. $3ab,9a^{2}c,12a^2c^2$ এর ল.সা.গু কত?
উত্তর : (c) $36a^2bc^2$
18. গ্রিল তৈরির কারখানা 15 দিন 3 টি লোহার গ্রিল তৈরি হয় । 8 টি এইরকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে?
উত্তর : (a) 40 দিন
19.
উত্তর : 70°
20. কর্ড লাইনে হওয়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কি.মি , কিন্তু মেন্ লাইনে সেই দূরত্ব 5 % বেশি। মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত?
উত্তর : (d) 89.2 কিমি
Class 8 All Subjects MCQ Adaptation Link
MCQ Adaptation Package | বাংলা
MCQ Adaptation Package | পরিবেশ ও বিজ্ঞান
MCQ Adaptation Package | ইতিহাস
MCQ Adaptation Package | ভূগোল
আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:model
activity task class 8 math mcq adaptation package answers, mcq adaptation package class 8 math,
mcq adaptation package class 8 math answers, WBBSE Class 8 Mathematics MCQ Adaptation Package Answers, Math MCQ Adaptation Package Answers,
Class 8 MCQ Answers Math, অষ্টম শ্রেণী অঙ্ক বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, অষ্টম শ্রেণী গণিত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.