[PART 8] WBBSE Class 6 Model Activity Compilation Geography | ষষ্ঠ শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল পার্ট 8 | Banglar Shiksha Portal

 

wbbse-class6-model-activity-compilation-geography-answers-part8

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো  বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও ভূগোল এর 2021 এর Model Activity Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Compilation Geography 2021 PART 8 October Month)

WBBSE Class 6

Model Activity Compilation

পরিবেশ ও ভূগোল
 
পূর্ণমান - 50

 

১.  বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :        × ৯ = ৯

১.১  ঠিক জোড়টি হল -

উত্তর : গ) উপগ্রহ- নক্ষত্রের আলোয় আলোকিত 

 

১.২  নিরক্ষরেখা সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্মৃত কাল্পনিক লেখা হলো -

উত্তর : খ) কর্কটক্রান্তি রেখা

 

১.৩  যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হল - 

উত্তর : ঘ) পশ্চিমবঙ্গ

 

১.৪  সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবগুলোকে রক্ষাকারী ওজোন স্তর আছে -

উত্তর : খ) স্ট্রাটোস্ফিয়ার এর

 

১.৫ আন্টার্টিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হল -

উত্তর : গ) মস 

 

১.৬  ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো -

উত্তর : গ) মাটির জল ধারণ ক্ষমতা কম

 

১.৭  উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হল -

উত্তর : খ) আটলান্টিক মহাসাগর

 

১.৮  পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি -

উত্তর : ক) উষ্ণ-আর্দ্র 

 

১.৯  ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল -

উত্তর : গ) নর্মদা

 

২. শূন্যস্থান পূরণ করো :  × ৩ = ৩

২.১ সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু  _________ প্রকৃতির ।

উত্তর : সমভাবাপন্ন


২.২ নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে______উদ্ভিদ বলে ।

উত্তর : পর্ণমোচী


২.৩ সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে বাকিরা আমাদের দেশে উড়ে আসে তারা        পাখি নামে পরিচিত ।

উত্তর : পরিযায়ী

 

৩. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :  × ৩ = ৩

২.১ গোলাকার পৃথিবীর দ্রুতগতিতে অবর্তন করা এটি মাঝ বরাবর স্ফীত ।

উত্তর :    ঠিক  

 

২.২  ০° ও ১৮০° দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটা লেখা ।

উত্তর :   ভুল   

 

২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন ।

উত্তর :    ঠিক  

 

৪. স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩

উত্তর :

ক স্তম্ভ

খ স্তম্ভ

৪.১ আর্দ্রতা

ii) হাইগ্রোমিটার

৪.২ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ

iii) গডউইন অস্টিন

৪.৩ অখন্ড স্থলভাগ

i) প্যানজিয়া

 

৫. সংক্ষিপ্ত উত্তর দাও :  ২ × ৪ = ৮

৫.১ তারার রঙের সঙ্গে উষ্ণতা সম্পর্ক লেখ ।

উত্তর : তারার রঙের সঙ্গে উষ্ণতার এক বিশেষ সম্পর্ক রয়েছে । যে সমস্ত তারাদের উষ্ণতা কম তাদের রং সাধারণত লাল হয় । আবার, একটু বেশি উষ্ণতা তারাদের রং হলুদ হয় ।

 

৫.২ দিগন্তরেখা কাকে বলে ?

উত্তরঃ  কোন বিষয়ে প্রান্তরের ধারে দাঁড়িয়ে বা সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরে তাকালেই মনে হয় রামচরণ রাশি আকাশের সাথে একটি বৃত্ত রেখার মিশে গিয়েছে। এই কাল্পনিক রেখা টিকে দিগন্ত রেখা বা হরাইজন বলে ।

 

৫.৩ বারিমন্ডল কীভাবে সৃষ্টি হয়েছে ?

উত্তরঃ  পৃথিবীর সৃষ্টি হওয়ার বহু কোটি বছর পর পৃথিবীর বাইরের আবরণ আস্তে আস্তে শীতল হয়ে প্রচুর জলীয় বাষ্প সৃষ্টি করে। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। শত শত বছর ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে পৃথিবীর নিচু জায়গা গুলো জলে ভরাট হয়ে সাগর-মহাসাগর, হ্রদ তৈরি করে। এভাবেই বিশাল বারিমন্ডলের সৃষ্টি হয়েছে ।

 

৫.৪ বিকিরণ পদ্ধতি তে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় ?

উত্তরঃ  সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। এরপর সূর্য থেকে বিকিরণ পদ্ধতিটা আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এল বায়ুমন্ডলকে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠ কে উত্তপ্ত করে। উত্তপ্ত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করার পর ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। এইভাবে আস্তে আস্তে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়।

 

৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :  ৩ × ৩ = ৯

৬.১ পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছেন তার একটি চিত্র  আঁকো ।

উত্তর :


৬.২ পলিমাটির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তরঃ  পলিমাটির তিনটি বৈশিষ্ট্য হলো -

  1.  পলি মাটির জল ধারণ ক্ষমতা অনেক বেশি ।
  2.  এই মাটিতে ধান, পাট, গম প্রভৃতি ফসল অত্যন্ত ভালো হয় |
  3.  পলি মাটিতে জৈব পদার্থ বেশি থাকে বলে এই মাঠে অত্যন্ত উর্বর |

 

৬.৩ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ?

উত্তর : বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্টিকা বেশ কিছু দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন-

  • বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্টিকায় বরফ গলে যাচ্ছে। ফলে মহাদেশের আয়তন ধীরে ধীরে  কমছে।
  • আন্টার্টিকা মহাদেশের ধাকা প্রাণীগুলি যেমন পেঙ্গুইন, তুষার ভালু্‌ক, সিল ইত্যাদি আস্তে আস্তে  বিপন্ন হচ্ছে।
  • এই মহাদেশটি বরফে আবৃত। বরফ ও এখানকার প্রাণী কমে যাচ্ছে বলে মহাদেশ টি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

 

৭.  নিচের প্রশ্নগুলির উত্তর দাও :   ৫ × ৩ = ১৫

৭.১  হিমালয়ার উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বত শ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ দাও ।

উত্তরঃ  হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি পর্বতশ্রেণী হলো- হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয় ।

  • হিমাদ্রি হিমালয় : হিমালয় পাহাড়ের গড় উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। অসংখ্য চির তুষারাবৃত গিরিশৃঙ্গের অবস্থান এখানকার প্রধান বৈশিষ্ট্য । এই হিমালয় উল্লেখযোগ্য কয়েকটি শৃঙ্গ হল- মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি।
  • হিমাচল হিমালয় : হিমাদ্রি হিমালয়ের দক্ষিণ দিকে হিমাচল হিমালয়ের অবস্থিত।  2.5- 3 কোটি বছর আগে দ্বিতীয়বার আলোড়ন এই অংশে গঠিত হয়, এর গড় উচ্চতা 3500- 4500 মিটার। পিরপাঞ্জাল, ধাউলাধার, নাগটিক্কা, মুসৌরি এখানকার বিখ্যাত পর্বত।
  • শিবালিক হিমালয় : নির্বাচনে হিমাদ্রি হিমালয় থেকে নদীর নুড়ি, বালি, পলি বয়ে নিয়ে এসে পাদদেশে সঞ্চয় করে এবং 20 থেকে 2 কোটি বছর আগে তৃতীয়বার ভূ-আলোড়ন এই সঞ্চিত পদার্থ বধিত শিবালিক গঠন করে। এটি হিমালয় দক্ষিণতম অংশ এবং এর গড় উচ্চতা 600- 1500 মিটার। শিবালিক ও হিমাচল এর মাঝে উপত্যকা গুলি কে দুন বলে । 

 

৭.২ বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়া কে কিভাবে নিয়ন্ত্রন করে তা ব্যাখ্যা করো ।

উত্তরঃ  কোন নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া বায়ুর চাপ ও বায়ু প্রবাহ উভয়ের উপরে নির্ভরশীল। যেমন-

  •  বায়ুর চাপ : বায়ুচাপের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন ঘটে । নিম্নচাপ বলয় উত্তপ্ত বায়ু উচ্চচাপ বলয় দিকে প্রবাহিত হওয়ায় সেই অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায় । গভীর নিম্নচাপ ও উচ্চচাপ আবহাওয়া সৃষ্টি করে । আবহাওয়া মানচিত্রে বায়ুচাপের ভদ্রলোক প্রকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস দেখা সম্ভব হয় । 
  •  বায়ুপ্রবাহ : বায়ু চাপের তারতম্য হয় বলেই বায়ু প্রবাহিত হয়। উচ্চচাপ উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে, আবার নিম্নচাপ যুক্ত অঞ্চল থেকে উচ্চচাপ এর দিকে বায়ু প্রবাহিত হয়। কোন স্থানের উপর দিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হলে সেখানে বৃষ্টিপাত হয়, আবার অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে বৃষ্টি হয় না। এইভাবে বায়ুর চাপ ও বায়ু প্রবাহ আবহাওয়া কে নিয়ন্ত্রণ করে ।

 

৭.৩ অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো ?

উত্তরঃ   বিচার বিবেচনা করে গাছ কাটা এবং সেইসঙ্গে বৃক্ষরোপনের মাধ্যমে গাছের  অভাব পূরণ কে অরণ্য সংরক্ষণ বলে। সংরক্ষণের প্রয়োজনীয়তা পরিবেশগত ভারসাম্য নিরিখে কোন দেশের আয়তন এর প্রায়  তিন ভাগের এক ভাগ অরণ্য আবৃত হওয়া প্রয়োজন। ভারতে বনভূমির পরিমাণ মোট ভৌগোলিক আয়তন এর মাত্র 20.55 %। এই কারণে বনভূমি সংরক্ষণ একান্ত হয়ে প্রয়োজন। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলি হল- 

  •  পরিবেশের ভারসাম্য রক্ষাঃ  গাছ দূষিত কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে। ফলে বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসের মধ্যে সমতা বজায় থাকে।
  •  মৃত্তিকা ক্ষয়রোধঃ  গাছের শিকর মাটিকে আঁকড়ে ধরে থাকে। চঞ্চলের যতবেশি গাছ কাটা হয় সেখানকার মার্টি তত বেশি ক্ষয়প্রাপ্ত হয়। ফলে একদিকে যেমন বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়, কৃষি কাজের ক্ষতি হয়, পাশাপাশি পার্বত্য অঞ্চলে ধ্বস নামতে দেখা যায়।
  •  বনজ সম্পদের অব্যাহত যোগানঃ  বনভূমি থেকে প্রাপ্ত কাঠ  জানালা, দরজা, আসবাবপত্র, জাহাজ নির্মাণ শিল্প, কাগজ শিল্প এবং নিউজপ্রিন্ট শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয়। এছাড়া মধু, মোম কুইনাইন এবং অন্যান্য ওষুধ পত্র তৈরি করার জন্য বিভিন্ন ধরনের গাছের প্রয়োজন হয়।
  •  মরুভূমির সম্প্রসারণ রোধঃ  বনভূমি ধ্বংসের প্রভাব মরুভূমির সংলগ্ন অঞ্চলেও বৃষ্টিপাতের অভাবে খরা দেখা দেয়। উদ্ভিদের দ্বারা বাধাপ্রাপ্ত না হওয়ায় বালি ক্রমাগত উড়ে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয় এবং অঞ্চলটিকে প্রসারিত করে। এইভাবে মরুভূমির সম্প্রসারণ ঘটে। মরুভূমির সম্প্রসারণ রোধে অরণ্য সংরক্ষণ বিশেষ প্রয়োজন।
  •  জীবজগতের ভারসাম্য রক্ষার্থেঃ  বনভূমি ধ্বংসের কারণে উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকা প্রাণীকুলের জীবন সংশয় ঘটবে। ফলে পরিবেশের খাদ্য শৃংখল বিনষ্ট হবে এবং বাস্তু তন্ত্রের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হবে। সমগ্র জীবকুলের জীবন রক্ষার্থে অরণ্য সংরক্ষণ বিশেষভাবে প্রয়োজন। 

 

আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject model activity task compilation part 8 answers, class 6 model activity task part 8, model activity task part 8 class 6 geography 2021, model activity task compilation class 6 geography answers, model activity compilation class 6 geography, model activity task class 6 geography part 7 answers, WBBSE Class 6 Geography Model Activity Compilation Answers, Class 6 Model Activity Task Compilation Answers Geography, ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 8

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post