[PART 8] WBBSE Class 9 Physical Science Model Activity Compilation Part 8 Answers | নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 সমাধান

wbbse-class9-model-activity-compilation-physical-science-answers-part8

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক  Compilation এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Compilation Physical Science 2021 PART 8 Solutions)

নবম শ্রেণী

MODEL ACTIVITY COMPILATION

ভৌতবিজ্ঞান

পূর্ণমান = 50

 

১. ঠিক উত্তর নির্বাচন করো :   ১ × ৮ = ৮

১.১ নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো:

উত্তর: একটি ন্যাফথালিন বলের গন্ধ 

 

১.২ আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের

উত্তর: ভরসংখ্যা সমান |

 

১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো:

উত্তর: $\small MLT^{-1}$

 

১.৪ জলের যে ধর্মের জন্য একটি পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো -

উত্তর: (ঘ) জলের পৃষ্ঠটান

 

১.৫ শক্তির মাত্রীয় সংকেত হলো -

উত্তর: (গ) $\small ML^{2}T^{-2}$

 

১.৬ কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো −

উত্তর: (ঘ) N/m


১.৭ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো −

উত্তর: (গ) NO₂ (নাইট্রোজেন ডাইঅক্সাইড)

 

১.৮ একটি বলকে খাড়াভাবে উপরের ছোঁড়া হলো । সর্বোচ্চ বিন্দুতে বলটির −

উত্তর: (খ) স্থিতিশক্তি সর্বাধিক 

 

৩. নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরুপণ করো : ১ × ৬ = ৬

৩.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।

উত্তর:   সত্য   

ব্যাখ্যা : আপেক্ষিক ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই অর্থাৎ, আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি |

 

৩.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm।

উত্তর:  মিথ্যা  

ব্যাখ্যা : একটি বস্তু যদি R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে তবে সেই বস্তুটির দ্বারা সরণ হয় (R + R)= 2R সেমি, যা বৃত্তের ব্যাসের সমান |

চিত্রে, বস্তুটির সরণের মানটি দেখানো হয়েছে |

wbbse-class9-model-activity-task-science-part4


৩.৩ $\small 12^C$ স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 u.

উত্তর:   সত্য  


৩.৪ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ।

উত্তর:   সত্য  

 

৩.৫ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রঙ হলুদ তার pH > 7

উত্তর:   সত্য  

 

৩.৬ কার্য একটি ভেক্টর রাশি ।

উত্তর:   মিথ্যা  

সঠিক উত্তর: কার্য একটি স্কেলার রাশি । 

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৪. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :  ১ × ৩ = ৩

৪.১ SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাই-অক্সাইডের ভর কত ?

উত্তর: SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাই-অক্সাইডের (CO₂) ভর = 0.044 কিলোগ্রাম

 

৪.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে ?

উত্তর: ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি |

 

৪.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো |

উত্তর: সোডিয়াম বাইসালফেট (NaHSO₄) |

 

৫. সংক্ষিপ্ত উত্তর দাও :    ২ × ৯ = ১৮

৫.১ STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো ।

উত্তর: আমরা জানি যে,

1 g/L = 1 Kg/m³

প্রশ্নানুসারে, STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব = 0.0898 g/L

∴ SI এককে এই ঘনত্বের মান হবে = 0.0898 Kg/m³ (উত্তর)


৫.২ একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেক্ট্রনের মোট সংখ্যা 184 | পরমাণুর ভরসংখ্যা 235 হলে এতে নিউট্রন আছে নির্ণয় করো ।

উত্তর: প্রদত্ত যে, মৌলের পরমাণুটিতে প্রোটন ও ইলেক্ট্রনের মোট সংখ্যা 184.

∵ কোনো মৌলে উপস্থিত প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান |

∴ মৌলটিতে উপস্থিত প্রোটন বা নিউট্রন সংখ্যা হবে $\small =\frac{184}{2} = 92$ 

আবার, পরমাণুর ভরসংখ্যা = 235

∴ মৌলটির নিউট্রন সংখ্যা হবে = ভরসংখ্যা − প্রোটনসংখ্যা = 235 −92 = 143 (উত্তর) 

 

৫.৩ এক লিটার দ্রবণে 18 gm গ্লুকোজ ( আণবিক ওজন 180 ) আছে | দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো |

উত্তর: প্রদত্ত,1 লিটার দ্রবনে গ্লুকোজ আছে = 18 gm

গ্লুকোজের আণবিক ওজন = 180

∴ 180 gm গ্লুকোজ = 1 গ্রাম-অণু গ্লুকোজ 

∴ 18 gm গ্লুকোজ = $\small \frac{18}{180} = 0.1$ গ্রাম-অণু গ্লুকোজ 

∴ 1 লিটার দ্রবনে 0.1 গ্রাম-অণু গ্লুকোজ দ্রবীভূত আছে |

∴ দ্রবণের মোলার মাত্রা = 0.1 মোল / লিটার (উত্তর)


৫.৪ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে | একটি রাসায়নিক পরীক্ষায় ওই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে ? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো |

উত্তর: এখানে দুটি অ্যাসিডের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য সিলভার নাইট্রেট AgNO₃ ব্যবহার করতে হবে |

 

সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড $\small HCl$ এর বিক্রিয়ায় অদ্রাব্য সিলভার ক্লোরাইডের (AgCl) সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয় | এই অধঃক্ষেপ নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে দ্রাব্য |

$\small AgNO_{3} + HCl = AgCl \downarrow + HNO_{3}$


কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড $\small H_{2}SO_{4}$ সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে কোনো সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে না |

উপরোক্ত রাসায়নিক পরীক্ষার মাধ্যমে খুব সহজেই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করা যায় |

 

◪◪ এখানে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি হলো সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ এর সৃষ্টি |

 

৫.৫ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো ।

উত্তর: জলে সোডিয়াম ক্লোরাইডের ( NaCl ) আয়ন দ্রবীভূত হলে তা Na⁺ ক্যাটায়ন এবং Cl⁻ অ্যানায়নে বিয়োজিত হয়ে যায় । ফলে সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় ।

অপরদিকে, যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির । তাই, জলে প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্রঅণুতে পরিণত হয় । ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না ।


৫.৬ কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো $\small (2mE)^{1/2}$ ।

উত্তর: প্রশ্নানুসারে, বস্তুটির ভর = $\small m$ এবং

গতিশক্তি = $\small E$

ধরি, বস্তুটির বেগ = $\small v$

∴ বস্তুটির গতিশক্তি, $\small E = \frac{1}{2}mv^{2}$

বা, $\small v^{2} = \frac{2E}{m}$

বা, $\small v = \sqrt{\frac{2E}{m}}$

∴ বস্তুটির ভরবেগ, $\small P = m \times v = m \times \sqrt{\frac{2E}{m}}$

$\small = \sqrt{\frac{2E \times m^{2}}{m}}$

$\small = \sqrt{2mE} = (2mE)^{1/2}$

∴ বস্তুটির ভরবেগ $= (2mE)^{1/2}$ (প্রমাণিত)

 

৫.৭ সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করা যায় ?

উত্তর : প্রথমে বইয়ের পাতাগুলিকে দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে, সাধারণ স্কেল দিয়ে বইয়ের সমস্ত পাতার বেধ বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার মেপে নিতে হবে |

এরপর গড় বেধকে বইয়ের পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে |

যেমন, ধরা যাক, বইটির গড় বেধ = 2 cm এবং বইটির পাতার সংখ্যা = 200টি |

∴ বইটির প্রতিটি পাতার বেঁধে হবে $\small = \frac{2}{200} cm = 0.01 cm$

 

৫.৮ আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী কী সিদ্ধান্তে উপনীত হন ?

উত্তর : আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হন :

① যেহেতু অধিকাংশ আলফা কণা কোনোদিকে বিক্ষিপ্ত না হয়ে সোজাপথে বেরিয়ে আসে অতএব পরমাণু নিরেট নয়, পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা ।

② যে আলফা কণাগুলি সামান্য কোণে বিক্ষিপ্ত হয় সেগুলি পরমাণুর ভিতর কোনো ধনাত্মক আধানের কাছ দিয়ে যায়, এর ফলে আলফা কণার সামান্য বিক্ষেপণ ঘটে ।

③ পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র এক স্থানে পরমাণুর ধনাত্মক আধান ও পরমাণুর প্রায় সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে । একে নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক বলা হয় ।


৫.৯ এক কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো ।

উত্তর : প্রদত্ত,

বস্তুর ভর (m) = 1 kg,  বেগ (v) = 1 m/s

আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি  $\small =\frac{1}{2} \times m \times v^{2}$

∴ বস্তুটির গতিশক্তি হবে $\small =\frac{1}{2} \times 1 \times (1)^{2}$ জুল = 0.5 জুল 

∴ বস্তুটির গতিশক্তি হবে 0.5 জুল । (উত্তর)


৬. নিচের প্রশ্নটির উত্তর দাও :   ৩ × ৪ = ১২

.১ একটি ট্রেন 60 km/h চলছিল। ব্রেক কষার ফলে 1 $\small m/s^2$ মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো |

উত্তর: প্রশ্নানুসারে, ট্রেনটির প্রাথমিক বেগ (u) = 60 km/h

$\small = 60 \times \frac{1000}{3600} = \frac{50}{3}$ m/s

অন্তিম বেগ (v) = 0

মন্দন (a) = 1 m/s²

∵ ট্রেনটিতে মন্দনের সৃষ্টি হয়েছে,

∴ সেক্ষেত্রে, v = u − at

 

বা, $\small 0 = \frac{50}{3} - 1 \times t$

 

বা, $\small t = \frac{50}{3} = 16\frac{2}{3}$

 

∴ ট্রেনটির থামতে $\small 16\frac{2}{3}$ সেকেন্ড সময় লাগবে | (উত্তর)

 

৬.২ একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে । যদি ঐ যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো ( তোমাকে দেওয়া আছে P = 31 ) । যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কী বলতে পারো ?

উত্তর: প্রশ্নানুসারে, জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে

∴ আমরা বলতে পারি,

0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে

1 গ্রাম ফসফরাস আছে $\small \frac{100}{0.031}$ গ্রাম জৈব যৌগে

 31 গ্রাম ফসফরাস আছে $\small \frac{100 \times 31}{0.031}$ গ্রাম জৈব যৌগে

                                  = 100000 গ্রাম 

∵ ফসফরাসের আণবিক ভর 31 

∴ যৌগের মোলার ভর হবে = 100000 গ্রাম

❑❑ অ্যাভোগাড্রো সূত্রানুসারে,যৌগটিতে

$\small 6.023 \times 10^{23}$টি অণুর আয়তন 22.4 লিটার

 

∴ 1টি অণুর আয়তন $\small \frac{22.4}{6.023 \times 10^{23}}$ লিটার

                        $\small 3.72 \times 10^{-23}$ লিটার (উত্তর)


৬.৩ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M | বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো |

উত্তর: ধরি, হালকা বস্তুর ভর = $\small m$ ও বেগ = $\small v$ এবং

ভারী বস্তুর ভর = $\small M$ ও বেগ = $\small V$

প্রশ্নানুসারে, $\small mv = MV$

এখন, হালকা বস্তুর গতিশক্তি $\small E_{m} =\frac{1}{2}mv^{2}$ ও

ভারী বস্তুর গতিশক্তি $\small E_{M} =\frac{1}{2}MV^{2}$

 

∴ $\small \frac{E_{m}}{E_{M}} = \frac{\frac{1}{2}mv^{2}}{\frac{1}{2}MV^{2}}$

 

$\small =\frac{mv^{2}}{MV^{2}}$

 

$\small =\frac{mv^{2}\times m}{MV^{2}\times M}\times \frac{M}{m}$ [ লব ও হর কে $Mm$ দ্বারা গুন করে পাই ]


$\small =\frac{m^2v^2}{M^2V^2}\times \frac{M}{m}$

 

$\small =\frac{M}{m}>1$ [ ∵ M > m ]

 

∴ হালকা বস্তুর গতিশক্তি > ভারী বস্তুর গতিশক্তি 

∴ হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে | (উত্তর)

 

৬.৪ নীচের প্রতিটির একটি করে উদাহরণ দাও :

(ক) অভিকর্ষ বল কাজ করছে, (খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, (গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না ।

উত্তর : (ক) অভিকর্ষ বল কাজ করছে :

একটি বস্তুকে ওপর থেকে নিচের দিকে ফেলা হলে তা পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা আকৃষ্ট হয়ে নেমে আসে । বস্তুর সরণ অভিকর্ষ বলের দিকে হয় বলে এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে বলা হয় ।

(খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে :

একটি বস্তুকে ওপরের দিকে তোলা হলে বস্তুটির সরণ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে বলা হয় ।

(গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না :

এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তা দিয়ে হাঁটছে । এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না । কারণ, এক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে অবস্থান করে ।

 

    CLASS 9 Part 8 All Links    

Part 8 (Final)丨English Model Activity Task 

Part 8 (Final)丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

Part 8 (Final)丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

Part 8 (Final)丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

Part 8 (Final)丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 8 (Final)丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags:  WBBSE Class 9 Physical Science Model Activity Task Compilation Part 8 Answers 2021, Model Activity Task Solutions Physical Science Part 8 Solutions 2021, Class 9 Physical Science Model Activity Task Compilaton, class 9 model activity task part 8 solutions, Model Activity Task Class 9 Physical Science PART 8, WBBSE Class 9 Physical Science Model Activity Task 2021 Answers, wbbse class 9 physical science model activity task part 8, দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post