প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Compilation এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | (Class 7 Model Activity Task Compilation Health and Physical Education 2021 PART 8 Solutions)
Class 7
MODEL ACTIVITY COMPILATION
FINAL
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান = 50
(ক) সঠিক উত্তরটিকে বেছে নিয়ে (√) চিহ্ন দাও : ১ × ১০ = ১০
(১) ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : (iii) ১৯২০
(২) অ্যাথলেটিকস শব্দটি কোথা থেকে এসেছে ?
উত্তর : (iii) অ্যাথলন
(৩) মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ান হয়েছিল ?
উত্তর : (ii) ১৯১১
(৪) মেদাধিক্যের কারণ কী ?
(১) শরীরচর্চার অনভ্যাস (২) হরমোনের সমস্যা
(৩) ফাস্টফুড খাওয়া (৪) সব কয়টি
উত্তর: (৪) সব কয়টি
(৫) সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে ?
(১) ১০% (২) ১৫%
(৩) ২% (৪) ২৫%
উত্তর: (২) ১৫%
(৬) মেদ বৃদ্ধি রুখতে কী করতে হবে ?
(১) শরীরচর্চা (২) পরিমিত খাওয়া
(৩) সঠিক জীবনশৈলী (৪) সব কয়টি
উত্তর: (৪) সব কয়টি
(৭) খাদ্য থেকে প্রাপ্ত চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে ?
(১) হৃৎপিন্ডের কার্যক্ষমতা বাড়ায় (২) মেদাধিক্য ঘটায়
(৩) স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় (৪) হাড়ের গঠন সুদৃঢ় করেউত্তর: (২) মেদাধিক্য ঘটায়
(৮) একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত ?
উত্তর: (২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম / মিটার²
(৯) যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ?
উত্তর: (২) রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় |
(১০) কোনটি দেহভর সূচকের সুত্র ?
উত্তর:
(খ) শূন্যস্থান পূরণ করো : ১ × ৯ = ৯
(১) খেলা মানুষের _____________ প্রবৃত্তি ।
উত্তর :
(২) গ্রিক শব্দ ____________ থেকে জিমনাস্টিকস কথাটি এসেছে |
উত্তর : জিমনস
(৩) জৈনধর্ম __________ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান |
উত্তর : অহিংসার
(৪) এন. সি. সি. -র _________ _________ রং নৌসেনা বাহিনীর প্রতীক |
উত্তর :স্বপ্নময় হালকা নীল
(৫) _____ দেহ ও মনের মধ্যে সমন্বয়সাধন করে, যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক ।
উত্তর : ব্যায়াম
(৬) ব্যায়াম পেশির _____ প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ।
উত্তর : চোট
(৭) পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা ________ দূর করা সম্ভব ।
উত্তর : মেদবাহুল্য
(৮) যখন তখন ______ পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে ।
উত্তর : ঘুমিয়ে
(৯) প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে ২০০০ ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই _________ পরামর্শ নিতে হবে ।
উত্তর : বিশেষজ্ঞের
(গ) সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো ।
(১) বিদ্যালয়ের মিড-ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি ।
উত্তর: সত্য
(২) মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে ।
উত্তর: সত্য
(৩) ব্যায়াম করলে হৃদপিন্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় ।
উত্তর: সত্য
(৪) প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় |
উত্তর: সত্য
(৫) খেলাধুলা করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে |
উত্তর: সত্য
(ঘ) নীচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে, ছবির পাশের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো ।
(১) উষ্ট্রাসন
(২) ধনুরাসন
(ঙ) নীচের
ছবি দেখে ছবির নীচে ফাঁকা ঘরে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লেখো এবং
ভঙ্গিটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লেখো । ১ × ৬ = ৬
(১) উত্তর :
ছবিতে দেখানো ভঙ্গিটি হলো : পূর্ণধনুরাসন
ছবিটি যে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি হলো : একক ক্রীড়া যোগাসন
(২) উত্তর :
ছবিতে দেখানো ভঙ্গিটি হলো : আদেশ 'তেজ চলো'
ছবিটি যে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি হলো : কুচকাওয়াজ
(৩) উত্তর :
ছবিতে দেখানো ভঙ্গিটি হলো : আদেশ 'তেজ চলো'
ছবিটি যে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি হলো : কুচকাওয়াজ
(৪) উত্তর :
ছবিতে দেখানো ভঙ্গিটি হলো : এক হাতে কার্ট হুইল
ছবিটি যে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি হলো : জিমন্যাস্টিক
(৫) উত্তর :
ছবিতে দেখানো ভঙ্গিটি হলো : পিরামিডের একটি কৌশল
ছবিটি যে ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি হলো : সমবেত ক্রীড়া
(৬) উত্তর :
ছবিতে দেখানো ভঙ্গিটি হলো : খালি হাতে ব্যায়ামের একটি কৌশল
(চ) নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৫ × ২ = ১০
(১) স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো ।
উত্তর : স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাবগুলি হলো :
(i) হৃৎপিন্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ।
(ii) ফুসফুসের আয়তন ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় ।
(iii) নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের জ্ঞান বৃদ্ধি করতে ।
(iv) উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে ।
(v) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ।(২) মেদ ঝরাতে কী কী করতে হবে লেখো ।
উত্তর : মেদ ঝরাতে যা যা করতে হবে তা হলো :
(i) শিশুদের খিদে পেলে তবেই খেতে দিতে হবে ।
(ii) অধিক পরিমাণে শাক-সবজি খেতে হবে এবং ফ্যাট জাতীয় খাদ্য, মাছ মাংস যথাসম্ভব কম খেতে হবে ।
(iii) যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে ।
(iv) প্রতিদিন ৩০-৪৫ মিনিট ধরে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে ।
(v) মিষ্টিজাতীয় খাবার, ফাস্টফুড, অতিরিক্ত তেল-ঝাল-মশলাযুক্ত খাবার খাওয়া বর্জন করতে হবে ।
(ছ) দু-এক কথায় উত্তর দাও : ২ × ৪ = ৮
(১) খেলা কী ?
উত্তর : খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে |
(২) প্রত্যক্ষ বিনোদন কাকে বলে ?
উত্তর : যেসকল কাজে ব্যক্তি প্রত্যক্ষভাবে অংশগ্রহনের মাধ্যমে আনন্দলাভ করে সেই সকল কাজকে প্রত্যক্ষ বিনোদন বলে | যেমন : গান করা, আবৃত্তি করা ইত্যাদি |
(৩) সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও |
উত্তর : বাগান তৈরি করা |
(৪) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি লেখো |
উত্তর : শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি হলো :
(i) শিশুর বুদ্ধি ও বিকাশের উন্নতিসাধন |
(ii) সুস্বাস্থ্য গঠন |
(iii) মানসিক তৎপরতার উন্নতিসাধন |
(iv) উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতার উন্নয়ন |
(v) বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতিসাধন |
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags:
WBBSE Class 7 Health and Physical Education Model Activity Task Compilation Part 8 Final Answers 2021, Model Activity Task Solutions Health and Physical Education Part 8 Solutions 2021,
Class 7 Health and Physical Education Model Activity Task Compilation, class 7
model activity task part 8 solutions, Model Activity Task Class 7 Health and Physical Education Final, WBBSE Class 7 Health and Physical Education Model
Activity Task 2021 Answers, wbbse class 7 Health and Physical Education model activity task part 8, সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 8
Thank you sir
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.