প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 5 Model Activity Task Amader Paribesh 2022 Month)
ষষ্ঠ শ্রেণী
আমাদের পরিবেশ
Model Activity Task 2022
Month : January 2022
পূর্ণমান = ১৫
১. ঠিক বাক্যের পাশে ✔ আর ভুল বাক্যের পাশে '✕' চিহ্ন দাও : ১ × ৩ = ৩
১.১. ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরী হয় ।
উত্তর : ✕
১.২. নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া |
উত্তর : ✔
১.৩. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০ টি হাড় থাকে |
উত্তর : ✕
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো : ১ × ৩ = ৩
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৩ = ৬
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম লেখো ।
উত্তর : মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম হল রেডিয়াস ও আলনা ।
৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনো দুটো কাজের উল্লেখ করো|
উত্তর : যেসব কাজে পেশি আমাদের সাহায্য করে তা হল :
(i) আমাদের চোখে পেশি থাকার ফলেই আমরা দেখতে পাই ।
(ii) আমাদের যেকোনো কাজ করার জন্য পেশির প্রয়োজন হয় ।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী ?
উত্তর : রক্ত আমদের শরীরের একটি প্রয়োজনীয় উপাদান । রক্তের মাধ্যমেই আমাদের গ্রহণ করা অক্সিজেন সারা দেহে ছড়িয়ে পরে এবং শরীরে উৎপন্ন কার্বন-ডাই অক্সাইড এই রক্তের মাধ্যমেই আমাদের ফুসফুসে আসে এবং তারপর দেহ থেকে বেরিয়ে যায় ।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ × ১ = ৩
হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হবে ?
উত্তর : হাড়ের জোড় না থাকলে আমরা আমাদের হাত-পা ভাঁজ করতে পারতাম না, ফলস্বরূপ আমরা চলাফেরা করতে পারতাম না | এককথায় হাড়ের জোড় না থাকলে আমরা জীবন্ত অচল প্রাণী হয়ে যেতাম |
CLASS 5 Model Activity Task
January 2022 Part 1 All Links
January丨English Model Activity Task
January丨আমাদের পরিবেশ মডেল টাস্ক
January丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্কআমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task class 5 science january 2022, model activity task 2022 class 5 all subject january 2022 answers, class 5 model activity task 2022,
model activity task class 5 science 2022, class 5 science model activity task january 2022 part 1 answers, model activity task class 5 Science 2022 January Month, WBBSE Class 5 Environmental Science Model Activity Task 2022 Answers, WBBSE Class 5 Amader Paribesh Model Activity Task Answers January 2022, Class 5 Model Activity Task 2022 Part 1 Answers Science, পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.