প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর জীবনবিজ্ঞান এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 2022 এর
উত্তরগুলি |
## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |
( Class 9 Model Activity Task Life Science Part 2 2022 February Month)
নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
Model Activity Task 2022
Month : February 2022
পূর্ণমান = 20
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৪ = ৪
১.১ প্রোক্যারিওটিক কোশে রাইবোজমের উপএকক দুটি নির্বাচন করো −
উত্তর : (ঘ) 50S ও 30S
১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা স্থির করো −
উত্তর : (গ) মাইটোকনড্রিয়া − প্রোটিন সংশ্লেষ করা
১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করো −
উত্তর : (খ) যোগ কলা
২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : ১ × ৪ = ৪
২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে ।
উত্তর : সত্য
২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয় ।
উত্তর : মিথ্যা
২.৩ DNA -তে রাইবোজ শর্করা উপস্থিত থাকে ।
উত্তর : মিথ্যা
# RNA তে রাইবোজ শর্করা থাকে ।
২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি ।
উত্তর : সত্য
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮
৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উত্তর : প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য হল :
(i) প্যারেনকাইমা কলার কোশগুলি প্রায় সমান ব্যাসযুক্ত, গোলাকার বা বহুভুজাকার এবং সজীব কোশ ।
(ii) কোশগুলি ঘনসন্নিবিষ্ট নয়, তাই কোশান্তর রন্ধ্রযুক্ত ।
(iii) কোশগুলিতে একটি করে নিউক্লিয়াস বর্তমান । ভ্যাকুওল থাকে ।
৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে ?
উত্তর : মানবদেহে বৃক্ক একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ । বৃক্ক প্রধানত মানবদেহের রেচনক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে । বৃক্ক নানাভাবে মানবদেহকে সুস্থ রাখে:
(i) বৃক্ক দেহের রেচন পদার্থগুলিকে পরিস্রুত করে এবং মূত্র উৎপাদন করে দেহে জলসাম্য বজায় রাখে ।
(ii) রেনিন, এরিথ্রোপোয়েটিন ইত্যাদি ক্ষরণ করে, যারা রক্ত কণিকা উৎপাদনে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে ।
৩.৩ কোশপর্দার কাজ ব্যাখ্যা করো ।
উত্তর : কোশপর্দার কাজ
(i) কোশপর্দা কোশের বাইরের পরিবেশ ও কোশের ভিতরের প্রোটোপ্লাজমের মধ্যে একটি অভিস্রবণীয় ব্যবধায়ক হিসাবে কাজ করে ও প্রোটোপ্লাজমকে রক্ষা করে ।
(ii) কোশমধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে ।
(iii) কোশমধ্যস্থ পদার্থ বা কোশবহিঃস্থ পদার্থের পরিবহণ নিয়ন্ত্রণ করে ।
৩.৪ মানবদেহে ভিটামিন D -এর ভূমিকা আলোচনা করো ।
উত্তর : মানবদেহে ভিটামিন D -এর ভূমিকাগুলি হল নিম্নরূপ :
(i) মানবদেহে ক্যালশিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে ।
(ii) অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে ।
(iii) রিকেট রোগ প্রতিরোধ করে ।
(iv) ফসফরাস ও ক্যালশিয়ামের বিপাক-ক্রিয়া নিয়ন্ত্রণ করে ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করো । প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখো । ২ + ৩ = ৫
❑ ভাজক কলার কাজ :
(i) উদ্ভিদদেহে সব ধরনের কলাই ভাজক কলা থেকে উৎপন্ন হয়ে থাকে ।
(ii) ভাজক কলা নতুন অপত্য কোশ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ।
(iii) ভাজক কলার মাধ্যমেই উদ্ভিদে নতুন পাতা, মূল ও কাণ্ডের শাখা, ফুল, ফল ইত্যাদি তৈরি হয় ।
(iv) ভাজক কলার কোশগুলি বিভাজিত হয়ে উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয় ।
❑❑ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য :
CLASS 9 Model Activity Task
February 2022 All Links
Part 2丨English Model Activity Task
Part 2丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)
Part 2丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)
Part 2丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)
Part 2丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task class 9 all subject february 2022 answers, class 9 model activity task 2022 answers,
model activity task class 9 life science part 2 2022, class 9 life science model activity task part 2, model activity task class 9 life science 2022 February Month, WBBSE Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 Answers, Class 9 Model Activity Task 2022 Part 2 Answers Life Science, নবম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.