[ PART 2 ] Class 9 History Model Activity Task Part 2 February 2022 Solutions | নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী 2022

 

wbbse-class9-model-activity-task-history-part2-february-2022-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের ফেব্রুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ইতিহাস এর 2022 এর ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 2022 এর উত্তরগুলি |  

## প্রদত্ত মডেল টাস্কগুলির উত্তর আমরা প্রকাশ করছি বিশেষ করে সমাজের সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যাদের প্রাইভেট টিউশন নেই এবং অর্থাভাবে যারা প্রয়োজনীয় রেফারেন্স বই নিতে পারে না তাদের জন্যে | আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তারা শিক্ষালাভের মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারবে |

( Class 9 Model Activity Task History Part 2 2022 February Month)

নবম শ্রেণী

ইতিহাস

Model Activity Task 2022

Month : February 2022

পূর্ণমান = 20

১. সত্য বা মিথ্যা নির্ণয় করো :  ১ × ৪ = ৪

ক) নেপোলিয়ন ফ্রান্সে কনস্যুলেটের শাসনের অবসান ঘটান ।

উত্তর :    মিথ্যা   

 

খ) নেপোলিয়নের আইন সংহিতা 2287 টি বিধি বা ধারা ছিল ।

উত্তর :    সত্য   

 

গ) জার্মানিতে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । 

উত্তর :    মিথ্যা   

 

ঘ) ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন ।

উত্তর :    মিথ্যা   

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন


২. স্তম্ভ মেলাও :    ১ × ৪ = ৪

উত্তর :

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

ট্রাফালগারের নৌযুদ্ধ

১৮০৫ খ্রিস্টাব্দ

ফনটেনব্ল্যু চুক্তি

১৮০৭ খ্রিস্টাব্দ (১৮১৪)

নেপোলিয়নের রাশিয়া অভিযান

১৮১২ খ্রিস্টাব্দ

ওয়াটারলুর যুদ্ধ

১৮১৫ খ্রিস্টাব্দ

 

৩. দু - তিনটি বাক্যে উত্তর দাও :   ২ × ২ = ৪

ক) লিপজিগ এর যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত ? 

উত্তর : নেপোলিয়নের ক্ষমতাকে বিধ্বস্ত করতে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রশিয়া এবং সুইডেন চতুর্থ শক্তি জোট গড়ে তোলে । 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তি জোট একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধ অংশগ্রহণ করে । ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয় এবং একটানা যুদ্ধে নেপোলিয়নের সাম্রাজ্য ছারখার হয়ে পড়ে । এই লিপজিগ এর যুদ্ধের ইউরোপের তেরোটি জাতি একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় বলে এই যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠে । 

 

খ)  শত দিবসের রাজত্ব বলতে কী বোঝায় ? 

উত্তর : এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ান পুনরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেন । রাজার দুর্বলতা এবং পরিস্থিতির সুযোগ নিয়ে 1851 খ্রিস্টাব্দের 1 মার্চ তিনি 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্স আক্রমণ করেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের অভিমুখে যাত্রার সময় তিনি সাধারণ মানুষের সাদর অভ্যর্থনা পান এবং এরপর 1815 খ্রিষ্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন নেপোলিয়ন ফ্রান্সের রাজত্ব করেন এই ঘটনা শত দিনের রাজত্ব নামে পরিচিত । 

 

৪. সাত-আটটি বাক্যে উত্তর দাও :  ৪ × ২ = ৮

(ক) মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ?

উত্তর : নেপোলিয়ন সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডের ব্যবসা-বাণিজ্যকে শেষ করে দিতে চেয়েছিলেন । শত্রু ইংল্যান্ডের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক অবরোধ শুরু করেছিলেন যা ছিল মহাদেশীয় ব্যবস্থা । 

        নেপোলিয়ন বল প্রয়োগ করে এই মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করতে গিয়ে নিজের পতন ডেকে আনেন । এই মহাদেশীয় ব্যবস্থার মধ্যেই নেপোলিয়নের পতনের কারণ লুকিয়ে ছিল । 

   তীব্র অর্থনৈতিক সংকট : ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে নেপোলিয়ন নিজের দেশ ফ্রান্স এর তীব্র অর্থনৈতিক হাহাকার সৃষ্টি করে । ইংল্যান্ড জাতীয় দ্রব্য ছিল সস্তা তাই এই দ্রব্য আসা বন্ধ হলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে। ফ্রান্সের মানুষ নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে। নিজ দেশে তিনি জনপ্রিয়তা হারান । 

   স্পেনীয় ক্ষত : নেপোলিয়ন বিশ্বাস করেছিলেন তার প্রধান শত্রু ইংল্যান্ড কে ধ্বংস করার ক্ষেত্রে তার বন্ধুদেশ গুলি তাকে সমর্থন করবে । কিন্তু তা আখেরে হয়নি পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করে । নেপোলিয়ন জোর পূর্বক ব্যবস্থা চাপিয়ে দিলে স্পেন পর্তুগাল এর সাথে ফ্রান্সের যুদ্ধ হয় । এতে নেপোলিয়ন পরাজিত হয় এবং তার বহু শক্তি ক্ষয় হয় । 

    রাশিয়া আক্রমণ : রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার নিজেদের স্বার্থে মহাদেশীয় প্রথা মানতে অস্বীকার করে। নেপোলিয়ন রুষ্ট হয় এবং রাশিয়া আক্রমণ করে। এই ভুল সিদ্ধান্তে নেপোলিয়নের পতন অনিবার্য হয়ে দাঁড়ায় । রাশিয়ার কাছে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায় । 

     নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ : এই ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল এলাকা জয়ের চেষ্টা করেন। এতে একদিকে যেমন তার সৈন্য বাহিনীর ওপর চাপ পড়ে তেমনি দেশে দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় । রুম এবং হল্যান্ডের শাসকদের সিংহাসনচ্যুত করলে ক্যাথলিক সম্প্রদায় তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে । 

       এভাবেই বলপূর্বক মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগের ভুল সিদ্ধান্তে নেপোলিয়নের পতন ডেকে আনেন । এই সিদ্ধান্ত ছিল নেপোলিয়নের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ । 

 

(খ) ফরাসি বিপ্লবের আদর্শ গুলির সঙ্গে নেপোলিয়নের সাম্রাজ্য কার্যকলাপের সম্পর্ক আলোচনা করো । 

উত্তর : ক্ষমতা লাভের পর নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন ফরাসি বিপ্লব মানুষের মনে যে উচ্চ আশা তৈরি করেছে তা বাস্তবায়িত করতে না পারলে তিনি ক্ষমতায় থাকতে আর পারবেন না। তাই তিনি ফরাসি বিপ্লবের আদর্শ থেকে স্বাধীনতাকে সরিয়ে রেখে পরবর্তী দুই আদর্শ সাম্য ও মৈত্রী কে বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হন। যে ক্ষেত্রে তিনি পদক্ষেপ রেখেছিলেন সে ক্ষেত্রে পুরাতন তন্ত্র বিনাশ ঘটিয়ে নিজের কৃতিত্ব কে বিপ্লবের চূড়ান্ত ফল গ্রুপে তুলে ধরতে চেয়েছেন । 

বিপ্লবের সন্তান রূপে প্রতিষ্ঠা : নেপোলিয়নের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ফ্রান্সের সম্রাট পদে বসে ছিলেন কোন প্রকার উত্তরাধিকার ছাড়াই। তাই তিনি জনগণের সমর্থন পুরোপুরিভাবে অর্জন করে নিজেকে বিপ্লবের সন্তান আখ্যায় আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন 'আমিই বিপ্লব' । 

 সামাজিক পরিবর্তন সাধন : বিপ্লবের আগে ফ্রান্সের নানা ধরনের বৈষম্যমূলক কর প্রচলিত ছিল। নেপোলিয়ন ক্ষমতায় এসে সামন্তপ্রথা, ভূমিদাস প্রথা, করভি, টাইট প্রভৃতি কর বিলোপ করেন। এর মধ্য দিয়ে তিনি ফরাসি বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে মানুষের আস্থা অর্জন করেন। 

সমান অধিকার প্রতিষ্ঠা : নেপোলিয়ন ফ্রান্সের প্রচলিত পূর্বের আইন বর্জন করে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন। ফ্রান্সের মানুষ যে সাম্য চেয়েছিল, কোড নেপোলিয়ন এর মধ্য দিয়ে আইনের চোখে সবাই সমান এই নীতি প্রতিষ্ঠা করে মানুষের বিশ্বাস তিনি অর্জন করেন। 

বিপ্লবের আদর্শ প্রচার : নেপোলিয়ন ইউরোপের অন্যান্য দেশেও বিপ্লবের আদর্শ প্রচার করে মৈত্রী স্থাপনের চেষ্টা করেন । ফ্রান্সের পাশাপাশি ইতালি এবং জার্মানি সহ একাধিক রাষ্ট্রে তার শাসন বজায় রাখার জন্য তিনি সামন্ত প্রথার অবসান ঘটান । 

     নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান রূপে দাবি করলেও তিনি নিজেই বলেছিলেন 'আমি বিপ্লবের ধ্বংসকারী' । বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি আংশিক সাম্য, মৈত্রী আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করলেও ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় আদর্শ 'স্বাধীনতা' প্রদানের কোন প্রচেষ্টা তিনি করতে পারেননি । তিনি ফ্রান্সকে শ্রেষ্ঠ শক্তি রূপে গড়ে তুলতে গিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেন। সমস্ত ক্ষমতা নিজের হাতে রাখার এবং সারা বিশ্বকে পরিচালনা করার উদ্দেশ্য ছিল তার । নেপোলিয়নের আগ্রাসী মনোভাব ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শকে সর্বতোভাবে ধ্বংস করেছিল ।

 

 

  CLASS 9 Model Activity Task

    February 2022 All Links    

Part 2丨English Model Activity Task 

Part 2丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

Part 2丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

Part 2丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

Part 2丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 2丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক




আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 9 all subject february 2022 answers, class 9 model activity task 2022 answers, model activity task class 9 history part 2 2022, class 9 history model activity task part 2, model activity task class 9 history 2022 February Month, WBBSE Class 9 History Model Activity Task Part 2 February 2022 Answers, Class 9 Model Activity Task 2022 Part 2 Answers History, নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 2 ফেব্রুয়ারী 2022

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post