পঞ্চম শ্রেণী গণিত | ঐকিক নিয়ম | পাঠ্যবইয়ের সমাধান Part 2 | WBBSE Class 5 Mathematics | Esho Seekhi

আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেনীর গণিতের পাঠ্যবইয়ের ঐকিক নিয়মের সমাধানগুলি আলোচনা করব । ( WBBSE Class 5 Mathematics Solutions )
এই উত্তর মালার পার্ট 1 দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন 
 

 পঞ্চম শ্রেণী গণিত (Class 5 Math)
ঐকিক নিয়ম Part 2

পৃষ্ঠা ২০০ এর সমাধান

wbbse-class-5-math-solutions-part2

 

 ১. ২০০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০ টাকা হলে, ২০ টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
মাছের দাম (টাকা)          মাছের ওজন (গ্রাম)
৮০                                  ২০০০
২০                                        ?
এখানে মাছের দাম এবং মাছের ওজনের মধ্যে সরল সম্পর্ক ।
৮০ টাকায় পাওয়া যায় = ২০০০ গ্রাম মাছ 
  ১  "             "       " = ২০০০ ÷ ৮০ = ২৫ গ্রাম মাছ 
২০   "            "        " = ২৫ × ২০ = ৫০০ গ্রাম মাছ । (উত্তর)
 
২. মীরা ১০টি লজেন্স কিনতে ৫ টাকা দিয়েছিলো । মীরা ৪ টি লজেন্স কিনলে কত পয়সা দিত ?
 উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
৫ টাকা = ৫ × ১০০ = ৫০০ পয়সা 
লজেন্স (টি)                             দাম (পয়সা)
১০                                                 ৫০০
৪                                                   ?
এখানে লজেন্স এবং দামের মধ্যে সরল সম্পর্ক ।
১০ টি লজেন্সের দাম = ৫০০ পয়সা 
 ১ টি    "           "   = ৫০০ ÷ ১০ = ৫০ পয়সা ।
 ৪ টি    "           "    = ৫০ × ৫ = ২৫০ পয়সা । (উত্তর)
 
৩. রামু গরুর গাড়ি চেপে ২৪০ মিনিটে ২৪ কিমি পথ যায় । সে গরুর গাড়ি চেপে ১০ কিমি কত সময়ে যাবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
পথ (কিমি)                     সময় (মিনিট) 
২৪                                     ২৪০
১০                                         ?
এখানে পথ এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক ।
২৪ কিমি পথ যেতে সময় লাগে = ২৪০ মিনিট 
  ১   "       "    "       "     "   = ২৪০ ÷ ২৪ = ১০ মিনিট 
১০   "       "    "       "     "   = ১০ × ১০ = ১০০ মিনিট । (উত্তর)
 
৪. ৪ দিস্তায় ৯৬ পৃষ্ঠা কাগজ আছে । ৯ দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
দিস্তা                         কাগজ (পৃষ্ঠা)
৪                                      ৯৬ 
৯                                         ?
এখানে দিস্তা এবং কাগজের মধ্যে সরল সম্পর্ক 
৪ দিস্তায় কাগজ আছে = ৯৬ পৃষ্ঠা 
১    "       "        "    = ৯৬ ÷ ৪ = ২৪ পৃষ্ঠা 
৯    "       "        "    = ২৪ × ৯ = ২১৫ পৃষ্ঠা । (উত্তর)
 
৫. তৃষার কাছে ১০০ টাকা আছে । ৪০০০ গ্রাম চালের দাম ১৬০ টাকা । সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
চালের দাম (টাকা)     চালের পরিমান (গ্রাম)
১৬০                          ৪০০০
১০০                                 ?
 এখানে চালের দাম এবং পরিমানের মধ্যে সরল সম্পর্ক ।
১৬০ টাকায় পাওয়া যায় = ৪০০০ গ্রাম চাল ।
   ১         "       "      "   = ৪০০০ ÷ ১৬০ = ২৫ গ্রাম চাল 
১০০        "       "      "   = ২৫ × ১০০ = ২৫০০ গ্রাম চাল ।
∴ সে ওই টাকা দিয়ে ২৫০০ গ্রাম চাল কিনবে। (উত্তর)
৬. ডেভিড ৪৮০ মিনিটে ২৪০ পৃষ্ঠা পড়তে পারে । কত ঘন্টায় সে ৫৪০ পৃষ্ঠা পরবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
পৃষ্ঠা সংখ্যা                সময় (মিনিট)
২৪০                          ৪৮০
৫৪০                              ?
এখানে পৃষ্ঠা সংখ্যা  সময়ের মধ্যে সরল সম্পর্ক ।
ডেভিড ২৪০ টি পৃষ্ঠা পড়তে পারে = ৪৮০ মিনিটে ।
      "       ১   "    "       "       "  = ৪৮০ ÷ ২৪০ = ২ মিনিটে 
      "    ৫৪০  "    "       "       " =  ৫৪০ × ২ = ১০৮০ মিনিটে ।
এখন, ১০৮০ মিনিট = ১০৮০ ÷ ৬০ = ১৮ ঘন্টায় । (উত্তর)

৭. ১৬ টাকায় ৫০০ গ্রাম চিনি পাওয়া যায় । ১ কিগ্ৰা চিনির দাম কত ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
১ কিগ্ৰা = ১০০০ গ্রাম
চিনির পরিমান (গ্রাম)        চিনির দাম (টাকা)
৫০০                                ১৬ 
১০০০                                ?
এখানে,  চিনির পরিমান ও চিনির দামের মধ্যে সরল সম্পর্ক ।
৫০০ গ্রাম চিনির দাম ১৬ টাকা 
   ১    "       "       " = ১৬ ÷ ৫০০ = ০.০৩২ টাকা 
১০০০  "     "        " = ০.০৩২ × ১০০০ = ৩২ টাকা । (উত্তর)

৮. নাজিরার কাছে ৫০ টাকা আছে । সে ২ টি বিস্কুট কিনতে ১ টাকা দেয় । ৫০ টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
বিস্কুটের দাম (টাকা)       বিস্কুটের সংখ্যা (টি) 
১                                    ২
৫০                                  ?
এখানে বিস্কুটের দাম এবং সংখ্যার মধ্যে সরল সম্পর্ক ।
১ টাকায় পাওয়া যায় ২ টি বিস্কুট ।
৫০  "        "       " = ২ × ৫০ = ১০০ টি বিস্কুট । (উত্তর)
৯. প্রণব ১০০০ মিটার রাস্তা বাসে যেতে ৪ টাকা ভাড়া দেয় । সে ৫ টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
 ভাড়া (টাকা)         রাস্তা (মিটার)
৪                         ১০০০
৫                               ?
এখানে, ভাড়া ও রাস্তার মধ্যে সরল সম্পর্ক ।
৪ টাকা ভাড়া দেয় ১০০০ মিটার রাস্তা যেতে ।
১    "      "       "  = ১০০০ ÷ ৪ = ২৫০ মিটার যেতে ।
৫    "       "       "  = ২৫০ × ৫ = ১২৫০ মিটার যেতে ।
উঃ ৫ টাকা ভাড়া দিয়ে ১২৫০ মিটার রাস্তা যাবে ।
১০.ইয়াসিন ১০০০ গ্রাম চা ২০০ টাকায় কেনে । সে ৫০ টাকায় কত গ্রাম চা কিনবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
দাম (টাকা)        চায়ের পরিমান (গ্রাম)
২০০                               ১০০০
৫০                                    ?
এখানে চায়ের দাম এবং চায়ের পরিমানের মধ্যে সরল সম্পর্ক ।
২০০ টাকায় পাওয়া যায় ১০০০ গ্রাম চা 
   ১      "        "        " = ১০০০ ÷ ২০০ = ৫ গ্রাম চা 
 ৫০      "        "        " = ৫০ × ৫ = ২৫০ গ্রাম চা ।
 
উঃ ৫০ টাকায় সে ২৫০ গ্রাম চা কিনবে ।

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post