মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখি ওয়েবসাইটে । আজকের এই পোস্টে আমরা মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর তেজস্ক্রিয়তা এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করবো । এই প্রশ্নগুলি মাধ্যমিক 2021 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । ( WBBSE Madhyamik Physical Science Suggestions 2021 )
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021
অধ্যায়: তেজস্ক্রিয়তা
Short Questions & Answers: ( প্রতিটি প্রশ্নের মান 1 অথবা 2 )
1. তেজস্ক্রিয় রশ্মি,পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ?উত্তর: নিউক্লিয়াস থেকে |
2. তেজস্ক্রিয়তার SI একক কী?
উত্তর: বেকারেল ।
3. আলফা রশ্মি কোন আধান যুক্ত কণার স্রোত?
উত্তর: ধনাত্মক আধনযুক্ত হিলিয়াম কণার ।
4. বিটা রশ্মির আধানের প্রকৃতি কীরূপ?
উত্তর: ঋণাত্মক ।
5.গামা রশ্মির আধানের প্রকৃতি কিরূপ ?
উত্তর: গামা রশ্মি নিস্তড়িৎ, এর কোনো আধান নেই ।
6. বিভিন্ন তেজষ্ক্রিয় রশ্মির ধর্মের তুলনামূলক আলোচনা :
উত্তর:
- ভর: আলফা রশ্মি > বিটা রশ্মি >গামা রশ্মি
- গতিবেগ: গামা রশ্মি > বিটা রশ্মি > আলফা রশ্মি
- ভেদন ক্ষমতা : গামা রশ্মি > বিটা রশ্মি > আলফা রশ্মি
- গতিশক্তি: আলফা রশ্মি > বিটা রশ্মি > গামা রশ্মি
- গ্যাস আয়নীকরন: আলফা রশ্মি > বিটা রশ্মি > গামা রশ্মি
7. কোনো তেজস্ক্রিয় পরমানুর নিউক্লিয়াস থেকে আলফা কণা , বিটা কণা ও গামা রশ্মি নির্গত হলে পরমানুর নিউক্লিয়াসের কিরূপ পরিবর্তন ঘটে |
উত্তর: কোনো তেজস্ক্রিয় পরমানুর নিউক্লিয়াস থেকে আলফা কণা , বিটা কণা ও গামা রশ্মি নির্গত হলে পরমানুর নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে টা নিচে ছকের মাধ্যমে দেখানো হলো :
8. কুরি ও বেকারেল -এর মধ্যে সম্পর্কটি কী?
উত্তর: 1 কুরি (Ci) = $ \small 3.7 \times 10^{10} $ বেকারেল (Bq) |
9. একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখ |
উত্তর: ইউরেনিয়াম |
10. একটি আলফা কণার ভর বিটা কণার ভরের কতগুণ ?
উত্তর: 7299 গুন |
Long Answer type Questions:( Madhyamik Physical Science )
1. আলফা কনার ধর্মগুলি লেখো |
উত্তর:
উত্তর:
(i) প্রকৃতি: আলফা কণা ধনাত্মক আধান যুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোত |
(ii) আধান: একটি আলফা কনার আধান প্রোটনের আধানের দ্বিগুন অর্থাৎ, প্রায় $ \small 3.204 \times 10^{-19} $ কুলম্ব |
(iii) গতিবেগ: আলফা কনার গতিবেগ আলোর গতিবেগের প্রায় $\small \frac{1}{10} $ অংশ |
(iv) ভেদন ক্ষমতা: বেশি ভর এবং কম গতিবেগের জন্য আলফা কনার ভেদন ক্ষমতা সবচেয়ে কম |
(ii) আধান: একটি আলফা কনার আধান প্রোটনের আধানের দ্বিগুন অর্থাৎ, প্রায় $ \small 3.204 \times 10^{-19} $ কুলম্ব |
(iii) গতিবেগ: আলফা কনার গতিবেগ আলোর গতিবেগের প্রায় $\small \frac{1}{10} $ অংশ |
(iv) ভেদন ক্ষমতা: বেশি ভর এবং কম গতিবেগের জন্য আলফা কনার ভেদন ক্ষমতা সবচেয়ে কম |
2. বিটা কনার ধর্মগুলি লেখো |
উত্তর:
(i) প্রকৃতি: বিটা কণা ঋণাত্মক আধান যুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি |
(ii) আধান: বিটা কণার আধান ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ $\small -1.602 \times 10^{-19}$ কুলম্ব |
(iii) গতিবেগ: বিটা কণার গতিবেগ আলোর গতিবেগের প্রায় $\small \frac{9}{10} $ অংশ |
(iv) ভেদন ক্ষমতা: নগণ্য ভর এবং উচ্চ গতিবেগের জন্য বিটা কনার ভেদন শক্তি আলফা কণার তুলনায় প্রায় 100 গুন বেশি |
(ii) আধান: বিটা কণার আধান ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ $\small -1.602 \times 10^{-19}$ কুলম্ব |
(iii) গতিবেগ: বিটা কণার গতিবেগ আলোর গতিবেগের প্রায় $\small \frac{9}{10} $ অংশ |
(iv) ভেদন ক্ষমতা: নগণ্য ভর এবং উচ্চ গতিবেগের জন্য বিটা কনার ভেদন শক্তি আলফা কণার তুলনায় প্রায় 100 গুন বেশি |
আরও পড়ুন: মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021
3. গামা রশ্মির ধর্ম গুলি লেখো |
উত্তর:
(i) প্রকৃতি: গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এবং উচ্চ শক্তিসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ |
(ii) আধান: গামা রশ্মি নিস্তড়িৎ অর্থাৎ এর কোনো আধান নেই |
(iii) গতিবেগ: গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান অর্থাৎ, $ \small 3 \times 10^{8} m/sec$
(iv) ভেদন ক্ষমতা: গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি |
(ii) আধান: গামা রশ্মি নিস্তড়িৎ অর্থাৎ এর কোনো আধান নেই |
(iii) গতিবেগ: গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান অর্থাৎ, $ \small 3 \times 10^{8} m/sec$
(iv) ভেদন ক্ষমতা: গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি |
4. তেজস্ক্রিয়তার ব্যবহার গুলি লেখ |
উত্তর:
(i) চিকিৎসা ক্ষেত্রে : অনেক তেজস্ক্রিয় মৌল চিকিৎসা ক্ষেত্রে রোগ নিরাময়ে ব্যবহার করা হয় | যেমন, তেজস্ক্রিয় ফসফরাস ($\small _{15}^{35}\textrm{P} $) টিউমারের চিকিৎসায় ব্যবহার করা হয় | থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রনের জন্য তেজস্ক্রিয় আয়োডিন ($\small _{15}^{35}\textrm{P} $) ব্যবহার করা হয় |
(ii) পৃথিবীর বয়স নির্ণয়ে: পৃথিবী এবং নানান ভূতাত্বিক বস্তুর বয়স নির্ণয় করার জন্য তেজস্ক্রিয় ইউরেনিয়াম মৌলের সাহায্য নেওয়া হয়ে থাকে |
(ii) পৃথিবীর বয়স নির্ণয়ে: পৃথিবী এবং নানান ভূতাত্বিক বস্তুর বয়স নির্ণয় করার জন্য তেজস্ক্রিয় ইউরেনিয়াম মৌলের সাহায্য নেওয়া হয়ে থাকে |
(iii) নিউক্লীয় জ্বালানিতে : নিউক্লীয় চুল্লিতে জ্বালানি হিসেবে বিভিন্ন প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলকে ব্যবহার করে পারমানবিক শক্তি উৎপাদন করা হয়ে থাকে |
(iv) রেডিও-কার্বন ডেটিং : রেডিও-কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে বহু প্রাচীন গাছ, জীবাশ্ম ইত্যাদির বয়স নির্ণয় করা হয় | এই রেডিও-কার্বন ডেটিং পদ্ধতিতে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ $\small _{6}^{14}\textrm{C} $ ব্যবহার করা হয়ে থাকে |
5. রাসায়নিক ও তেজস্ক্রিয় পরিবর্তনের পার্থক্য লেখো |
উত্তর:
6. “তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা” – ব্যাখ্যা করো |
উত্তর: তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, কারণ –
(i) মৌলের পরমানুর নিউক্লিয়াসের স্বতঃস্ফুর্ত ভাঙ্গন হল তেজস্ক্রিয়তার কারন যা নির্ভর করে পরমানুর নিউট্রন-প্রোটন (n/p) অনুপাতের ওপর |
(ii) তেজস্ক্রিয় বিঘটনে যে বিপুল পরিমান শক্তি নির্গত হয়, সেটি রাসায়নিক বিক্রিয়ায় ইলেক্ট্রন ঘটিত কারণে উদ্ভুত শক্তির তুলনায় অনেক বেশি | নিউক্লিয়াসের মত ভারী অংশ থেকেই এই পরিমান শক্তির মুক্তি ঘটে |
(iii) তেজস্ক্রিয় রশ্মিগুলি যথা, আলফা, বিটা ও গামা পরমানুর নিউক্লিয়াস থেকে নির্গত হয় যার ফলস্বরূপ পরমানুর ভাঙ্গন ঘটে এবং নতুন মৌল উৎপন্ন হয় |
Tags: Madhyamik Exam 2021, Madhyamik Physical Science, Class 10 Physical Science Suggestions, WBBSE Madhyamik Physical Science, Madhyamik Physical Science Suggestion 2021, Class 10 Physics, WBBSE Madhhyamik Suggestions.
উপরের প্রশ্নোত্তর গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.