Madhyamik Life Science Suggestion 2021 | অভিব্যক্তি | অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Esho Seekhi

 প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের অভিব্যক্তি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি আলোচনা করবো । (WBBSE Madhyamik Suggestion 2021 Life Science Chapter - Evolution )

wbbse-madhyamik-life-science-suggestions

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021

অধ্যায়: অভিব্যক্তি (Evolution)

 

1. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর: বিজ্ঞানী ওপারিন |


2. মিলার ও উরের পরীক্ষায় কোন কোন গ্যাস মিশ্রণ ব্যবহৃত হয়েছিল ?
উত্তর: $ \small CH_4, NH_3 ও H_2$ |


3. জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর: বিজ্ঞানী ওয়াইসম্যান |


4. 'যোগ্যতমের উদবর্তন' শব্দটির প্রবক্তা কে ?
উত্তর: চার্লস ডারউইন |

 

আরও পড়ুন: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন


5. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর: হুগো দ্য ভ্রিস ।


6. ‘ব্যক্তিজনি জীবজনিকে পুনরাবৃত্তি করে’ (‘Ontogeny repeats phylogeny’ ) -- এই সূত্রের প্রবক্তা কে ?
উত্তর: বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ।


7. ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম কী ?
উত্তর: ইওহিপ্পাস |


8. আদিম ঘোড়া ইওহিপ্পাসের সময়কাল কোনটি ?
উত্তর: ইওসিন যুগ |


9. আধুনিক ঘোড়ার আবির্ভাবের সময়কাল কোনটি ?
উত্তর: প্লিস্টোসিন যুগে |

 

আরও পড়ুন: দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল টাস্ক উত্তর

 

10. আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: ইকুয়াস |


11. অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা কে ?
উত্তর: বিজ্ঞানী ল্যামার্ক |


12. ডারউইনের লেখা বইটির নাম কী?
উত্তর: On the Origin of Species by Means of Natural Selection


13. ‘The Origin of Life’ –পুস্তকটির রচয়িতা কে ?
উত্তর: বিজ্ঞানী ওপারিন |


14. মিসিং লিংক বলতে কী বোঝো ?
উত্তর: দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বৈশিষ্ট্য বহনকারী বর্তমানে লুপ্ত যেসব জীব সেই দুটি জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে, তাদের মিসিং লিংক প্রাণী বলা হয়ে থাকে |

 

আরও পড়ুন: দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3 

 

15. মিসিং লিংক প্রাণীর উদাহরণ দাও |
উত্তর: আর্কিওপটেরিক্স হলো একটি মিসিং লিংক প্রাণী যা সরীসৃপ এবং পক্ষীর মধ্যে সংযোগ রক্ষা করে |


16. দুটি করে উদ্ভিদ ও প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও |
উত্তর: উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম: ইকুইজিটাম নামক একপ্রকার ফার্ন, সাইকাস প্রভৃতি |
প্রাণী জীবন্ত জীবাশ্ম: প্লাটিপাস বা হংসচঞ্চু, পেরিপেটাস |


17. সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য লেখ |
উত্তর: সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তিগত ভাবে ভিন্ন, কিন্তু এদের কাজ একই |


18. সমবৃত্তীয় অঙ্গ কী ধরনের বিবর্তনকে সমর্থন করে ?
উত্তর: অভিসারী বিবর্তনকে |


19. মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি ?
উত্তর: আপেনডিক্স |


20. উদ্ভিদের একটি মিসিং লিংক এর উদাহরণ দাও ?
উত্তর: টেরিডোস্পার্ম |


21. উদ্ভিদের দুটি নিস্ক্রিয় অঙ্গের নাম লেখ |

  • উত্তর: কালকাসুন্দা ফুলের বন্ধ্যা পুংকেশর বা স্ট্যামিনোড |
  • নারকেল ফুলের বন্ধ্যা গর্ভকেশর বা পিস্টিলোড |


22. পাখির ডানার একটি সমসংস্থ অঙ্গের নাম লেখো |
উত্তর: তিমির ফ্লিপার |


23. আনিলিডা এবং আর্থ্রোপোডা এর সংযোগকারী প্রাণীটির নাম লেখো |
উত্তর: পেরিপেটাস |


24. ‘হট ডাইলুট সুপ’ মতবাদটির প্রবক্তা কে ?
উত্তর: বিজ্ঞানী হ্যালডেন |

 

আরও পড়ুন : Madhyamik Math Suggestion 2021

 

25. সায়ানোজেন মতবাদের প্রবক্তা কে ?
উত্তর: বিজ্ঞানী প্লাজার (Pluger) ।


26. প্রোটোসেল হলো ______________  |
উত্তর: RNA ও কোয়াসারভেট |


27. মাইক্রোস্ফিয়ার কী ?
উত্তর: মাইক্রোস্ফিয়ার হলো অর্ধ্যভেদ্য দ্বিএকক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন |


28. ‘Evolution’ শব্দটির জনক কে?
উত্তর: বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার |


29. উদ্ভিদের ক্ষেত্রে একটি সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও |
উত্তর: বেলের শাখাকন্টক এবং ঝুমকলতার আকর্ষ হলো সমসংস্থ অঙ্গের একটি উদাহরণ |


30. রুই মাছে কোন ধরনের হৃৎপিন্ড দেখতে পাওয়া যায় ?
উত্তর: দুই প্রকোষ্ঠযুক্ত ও শুধুমাত্র অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিন্ড দেখতে পাওয়া যায় |


 Tags: Madhyamik Suggestion, Madhyamik 2021, Madhyamik Life Science, Madhyamik Life Science Suggestions, WBBSE Life Science, Life Science Important Questions, Madhyamik Pariksha 2021

 

উপরের প্রশ্নোত্তর গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

 

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post