পঞ্চম শ্রেণী গণিত (Class 5 Math)
ঐকিক নিয়ম পৃষ্ঠা ১৯৮ এর সমাধান
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পঞ্চম শ্রেনীর গণিত পাঠ্যবইয়ের ঐকিক নিয়ম অধ্যায়টির ১৯৮ পৃষ্ঠার সমাধানগুলি আলোচনা করব | WBBSE Class 5 Mathematics Solutions
১. ৩ কিলোগ্রাম ওজনের একটি কাতলা মাছের দাম ৪৫০ টাকা হলে, ৬ কিলোগ্রাম ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত ?
উত্তর:
উ: ৬ কিলোগ্রাম ওজনের অন্য একটি কাতলা মাছের দাম ৯০০ টাকা |
২. সুলেখা ১২০ টাকায় ৮টি খাবার জলের বোতল কিনে আনল । সে ৫টি একই মাপের জলের বোতল কিনতে চায় । সুলেখার কত টাকা লাগবে ?
উত্তর:
উ: সুলেখার ৭৫ টাকা লাগবে |
আরও পড়ুন: Class 5 Math Model Task Part 3 Solutions
৩. দীপেনবাবু হাট থেকে ৪৮০ টাকায় ৬টি গামছা কিনেছেন । যদি তিনি একই গামছা ৪টি কিনতেন, তবে কত খরচ হত ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: যদি তিনি একই গামছা ৪টি কিনতেন, তবে ৩২০ টাকা খরচ হত |
৪. হাবু মোপেড বাইকে চেপে ৪ ঘন্টায় ১০০ কিমি পথ যেতে পারে । সে ৬ ঘন্টায় কত কিমি. পথ যাবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: সে ৬ ঘন্টায় ১৫০ কিমি. পথ যাবে |
৫. একটি মালগাড়ি ৬ ঘন্টায় ২১০ কিমি পথ যেতে পারে । ৫ ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: ৫ ঘন্টায় গাড়িটি ১৭৫ কিমি. দূরত্ব যাবে |
আরও পড়ুন: Class 5 Math Model Task Part 1 Solutions
৬. ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা । ১৯ টা ডিমের দাম কত ? ( ১ ডজন = ১২ টা )
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: ১৯ টা ডিমের দাম ৭৬ টাকা |
৭. ৫ কিলোগ্রাম আলুর দাম ৬০ টাকা । ৮ কিলোগ্রাম আলুর দাম কত ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: ৮ কিলোগ্রাম আলুর দাম ৯৬ টাকা |
৮. আনোয়ার ৭ দিনে ২১ টি খেলনা তৈরী করতে পারে । সে ১২ দিনে কতগুলি খেলনা তৈরী করবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: সে ১২ দিনে ৩৬টি খেলনা তৈরী করবে |
৯. ১২ প্যাকেট বিস্কুটের ৭২ টাকা । ১৮ প্যাকেট বিস্কুটের দাম কত ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: ১৮ প্যাকেট বিস্কুটের দাম ১০৮ টাকা |
১০. ৪ দিনে ৫০০ টি যন্ত্রাংশ তৈরী হয় । ১২ দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরী হবে ?
উত্তর: গণিতের ভাষায় সমস্যাটি হল:
উ: ১২ দিনে ১৫০০টি যন্ত্রাংশ তৈরী হবে |
*** পরবর্তী পোস্টে ঐকিক নিয়মের পরের অন্কগুলির সমাধান পোস্ট করা হবে | তাই আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন | ***
উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Tags: Wbbse Class 5 Math, wbbse class 5 math book pdf, Class 5 mathematics solutions, wbbse math book solutions
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.